বীরসা মুন্ডা কে ছিলেন? 4 Marks/Class 10
উত্তর:–
ভূমিকা : উনিশ শতকের শেষে রাঁচিসহ ছােটোনাগপুরে বসবাসকারী মুন্ডাদের বিদ্রোহের (১৮৯৯-১৯০০ খ্রি.) প্রধান নেতা ছিলেন বীরসা মুন্ডা।
পরিচিতি : রাঁচির এক প্রত্যন্ত গ্রামে ১৮৭৫ সালে এক দরিদ্র মুন্ডা পরিবারে বীরসা মুন্ডার জন্ম হয় এবং গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সম্পন্ন করে দশ-বারাে বছর বয়সে জার্মান মিশনারিদের দ্বারা পরিচালিত চাইবাসা অঞ্চলে একটি স্কুলে পড়ার সুযােগ পান। যদিও কিছুদিনের মধ্যে বীরসা মিশনারিদের শিক্ষাদানের মূল উদ্দেশ্য ধরে ফেলেন এবং তাদের সংস্রব ত্যাগ করেন, তবু তার পরবর্তী জীবনে ইংরেজি শিক্ষার প্রভাব দেখা যায়।
নেতৃত্ব লাভ : বীরসা স্বধর্মের মূল স্রোতে ফিরে আসেন এবং স্বজন-স্বজাতির দুর্দশার জন্য ব্রিটিশদের শােষক চরিত্রটি তার সামনে স্পষ্ট হয়ে ওঠে। এই সময় বীরসা ছােটোখাটো একটি কৃষক আন্দোলন সংগঠিত করেন এবং সরকারের বনবিভাগ মুন্ডাদের পতিত জমিগুলিকে অধিগ্রহণের চেষ্টা করলে সমবেতভাবে তার বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তােলেন (১৮৯৩ খ্রি.)।
মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দান : ১৮৯৩ খ্রিস্টাব্দের বিদ্রোহ সংগঠিত করার অপরাধে বীরসা মুন্ডা জেলবন্দি হন এবং মুক্তিলাভের পর তিনি জমিদার, মহাজন, পাদরি, ঠিকাদারদের অত্যাচারের বিরুদ্ধে মুন্ডাদের পুনরায় সংগঠিত করেন। এরপর ১৮৯৯ খ্রিস্টাব্দে নিজেকে ‘ভগবানের দূত’ প্রচার করে মুন্ডাদের ত্রাণকর্তারূপে বিদ্রোহ ঘােষণা করে মুন্ডারাজ প্রতিষ্ঠায় সচেষ্ট হন (১৮৯৯ খ্রি.)। শেষপর্যন্ত ইংরেজ পুলিশবাহিনীর হাতে তিনি ধরা পড়েন ও রাচি জেলে তার মৃত্যু হয় (১৯০০ খ্রি.)।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Amaka Jodi history ar sob short question and answer gulosamit Koran valo hoy please 🙏