বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব লেখাে। অথবা, টীকা লেখাে: বঙ্গদর্শন

প্রশ্ন: বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব লেখাে।

অথবা, টীকা লেখাে: বঙ্গদর্শন (প্রশ্নের মান ৪)

উত্তর: উনিশ শতকে বাংলায় প্রকাশিত বেশ কিছু সাময়িক পত্রিকা ও সংবাদ পত্রগুলি ব্রিটিশ সরকারের জনবিরােধী নীতি গুলির সমালােচনা, জনমত গঠন ও জাতীয়তাবাদী চেতনার সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বঙ্গদর্শন ছিল এই সাময়িক পত্রিকাগুলির অন্যতম। 

প্রকাশক ও প্রকাশকাল:- বঙ্গদর্শন ছিল একটি মাসিক পত্রিকা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ১৮৭২ খ্রিষ্টাব্দে পত্রিকাটির প্রকাশ ঘটে। দীর্ঘদিন চলার পর ১৮৮০ খ্রিষ্টাব্দে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। ঐতিহাসিক গুরুত্ব ও ভারতে ইংরেজ শাসনের স্বরুপ, জনমত গঠন এবং জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ও প্রচারে বঙ্গদর্শনের ভূমিকা তাৎপর্যপূর্ণ। এতে – 

(১) বঙ্কিমচন্দ্র তার বঙ্গদর্শনের পাতায় সমকালীন সমাজ ও রাজনীতির উপর কশাঘাত হেনেছেন।

(২) উনিশ শতকের বাঙালী মধ্যবিত্ত তথা বাবু সমাজের ব্রিটিশ শাসনের প্রতি অন্ধমােহগ্রস্থ মনােভাবের তীব্র সমালােচনা করেছেন। 

(৩) তৎকালীন গ্রামীণ সমাজের অত্যাচারিত নিঃস্ব কৃষকদের দুর্দশার কথা ব্যক্ত করেছেন।

(৪) বাংলা তথা ভারতীয়দের পরাধীনতার কারণ ও তার প্রতিকারের পথ নির্দেশ করেছেন।

(৫) বন্দেমাতরম সংগীতটি প্রথম এই পত্রিকায় প্রকাশিত হয়।

মােটকথা ইংরেজ শাসনের স্বরূপ ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে জনমত গঠন, বাঙালী মধ্যবিত্ত তথা ভারতীয়দের ইংরেজ তােষণ এবং দেশবাসীর মধ্যে স্বরুপ চেতনার উন্মেষে বঙ্গদর্শনের অবদান ছিল বহুমুখী।

Read Also

মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখাে। এই আইনের ত্রুটিগুলি উল্লেখ করাে ?

লখনৌ চুক্তির শর্তাবলি উল্লেখ করাে। এই চুক্তির গুরুত্ব আলােচনা করাে?

জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এর প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো

সমাজসংস্কার আন্দোলনে বিদ্যাসাগর এর ভূমিকা আলােচনা কর ?

নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য আলােচনা কর। অথবা, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখাে।

টীকা লেখাে: পরিবেশ ইতিহাস চর্চা। অথবা, পরিবেশ ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন?

বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব লেখাে। অথবা, টীকা লেখাে: বঙ্গদর্শন

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment