বঙ্গভঙ্গ-বিরােধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণির আগ্রহ ছিল না কেন? 4 Marks/Class 10
উত্তর:–
ভূমিকা : বঙ্গভঙ্গ-বিরােধী তথা স্বদেশি আন্দোলন চলাকালীন ১৯০৫-০৮ খ্রিস্টাব্দে মােতিহারি জেলার কৃষক আন্দোলনকে বাদ দিলে আর কোথাও সেরকম কৃষক আন্দোলন সংগঠিত হয়নি।
অনীহার কারণ : স্বদেশি আন্দোলনের প্রতি কৃষক শ্রেণির অনীহার কারণগুলি হল—
১) কৃষি কর্মসূচির অভাব : এই আন্দোলনে খাজনা হ্রাস, ভূমিস্বত্ব আইন সংরক্ষণ জাতীয় কোনাে দাবি স্বদেশি নেতারা না করায় কৃষক শ্রেণি স্বদেশি আন্দোলনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।
২) উচ্চবিত্তদের নেতৃত্ব : শিক্ষিত ও উচ্চবিত্ত নেতৃত্বের দ্বারা পরিচালিত এই আন্দোলনকে তৃণমূল স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও নেতারা সচেতন-উদাসীনতা দেখিয়েছিলেন।
৩) জোতদার-জমিদার ঘেঁষা নীতি : উচ্চবিত্ত ও জমিদার। শ্রেণির সাহায্যপুষ্ট এই আন্দোলনে কৃষি কর্মসূচি সংযােজন করলে জমিদাররা অসন্তুষ্ট হবেন এই আশঙ্কায় স্বদেশি নেতারা জোতদার-জমিদার ঘেঁষা নীতিতেই আস্থা রাখেন।
৪) দূরদর্শিতার অভাব : ভারত কৃষিপ্রধান দেশ। ভারতে সংখ্যাগরিষ্ঠ কৃষকশ্রেণি ব্যতীত কোনাে আন্দোলনই যে সফল হতে পারে না—এই চিরন্তন সত্যকে স্বদেশি নেতারা উপেক্ষা করে যে অদূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, তার কারণেই কৃষক শ্রেণিকে এই আন্দোলনে তারা শামিল করতে পারেননি।
উপসংহার : ঐতিহাসিক সুমিত সরকার বঙ্গভঙ্গ-বিরােধী স্বদেশি আন্দোলনের অসাফল্য ও দুর্বলতার জন্য এই আন্দোলনের প্রতি কৃষক শ্রেণির অনীহার কথা বলেছেন।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
It is very good experience but you need to more explanation for this.
Thankyou