HS History Question Paper 2022 | West Bengal Board Higher Secondary History Exam Question Answer WBCHSE

Dear students, HS History Question Paper 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা HS History Question Paper 2022 নিয়ে এসেছি।

HS History Question Paper 2022 Answer Set

HS Question Paper 2022

History

Total Time : 3 Hours 15 minutes | Total Marks : 80


বিভাগ – ক 

PART – A

(Marks : 40)

1. যে-কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) : ৪ × 5 = 40

(i) জাদুঘর বলতে কী বােঝাে ? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলােচনা করাে।

অথবা

ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী ?

(ii) চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখাে। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল?

(iii) ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল ? এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল ?

(iv) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও।

অথবা

আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।

(v) 1909 খ্রিষ্টাব্দের মর্লে-মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলােচনা করাে।

অথবা

রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল ? গান্ধীজি কেন এর বিরােধিতা করেছিলেন ?

(vi) কোন পরিস্থিতিতে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল ? এর ফলাফল কী হয়েছিল ?

(ii) ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল ? ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন ?

(viii) 1946 খ্রিষ্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল ?

অথবা

হাে-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও।

বিভাগ – খ

PART – B

(Marks : 40)

1. বহুবিকল্পভীত্তিক প্রশ্নাবলী এবং সংক্ষিপ্ত উত্তরভীত্তিক প্রশ্নাবলী (১ নম্বরের) ২৪ x ১ = ২৪

(i) ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন

(a) বিদ্যাসাগর

(b) দেবেন্দ্রনাথ ঠাকুর

(c) রামমােহন রায়

(d) ডিরােজিও।

উত্তর:- (c) রামমােহন রায়

(ii) ভারতের প্রথম ব্রিটিশ গভর্ণর জেনারেল ছিলেন

(a) রবার্ট ক্লাইভ

(b) ওয়ারেন হেস্টিংস

(c) স্যার জন শাের

(d) লর্ড কর্ণওয়ালিস।

উত্তর:- (a) রবার্ট ক্লাইভ

(iii) চিনে 4 ঠা মে আন্দোলনের নেতৃত্ব দেন

(a) চেন-তু-সিউ

(b) চিয়াং কাইশেক

(c) সান ইয়াৎসেন

(d) কোয়াংশু।

উত্তর:- (c) সান ইয়াৎসেন

(iv) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল 

(a) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস

(b) মাদ্রাজ লেবার ইউনিয়ন

(c) গিরনি কামগর ইউনিয়ন

(d) ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন।

উত্তর:- (a) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস

(v) ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন

(a) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(b) চিত্তপ্রসাদ চট্টোপাধ্যায়

(c) বিজন ভট্টাচার্য

(d) ভবানী ভট্টাচার্য

উত্তর:- (c) বিজন ভট্টাচার্য

(vi) ‘ভারত শ্রমজীবী’ পত্রিকার সম্পাদক ছিলেন

(a) শশীপদ ব্যানার্জী

(b) মতিলাল শীল

(c) গান্ধিজি

(d) সরােজিনী নাইডু।

উত্তর:- (a) শশীপদ ব্যানার্জী

(vii) ‘তুফৎ-উল-মুয়াহিদ্দিন’ কে রচনা করেন ?

(a) রামমােহন রায়

(b) সৈয়দ আহমেদ খান

(c) উইলিয়াম হান্টার

(d) থিয়ােডর বেক।

উত্তর:- (b) সৈয়দ আহমেদ খান

(viii) স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও :

স্তম্ভ-১স্তম্ভ-২
(i) এশিয়াটিক সােসাইটি(A) এইচ. এইচ. উইলসন
(ii) ফোর্ট উইলিয়াম কলেজ(B) ডেভিড হেয়ার
(iii) স্কুল বুক সােসাইটি(C) উইলিয়াম জোক্স
(iv) সংস্কৃত কলেজ(D) লর্ড ওয়েলেসলি

বিকল্পসমূহ :

(a) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C

(b) (i)-C, (ii)-B, (iii)-D, (iv)-A

(c) (i)-C, (ii)-D, (ii)-B, (iv)-A

(d) (i)-D. (ii)-C, (iii)-B, (iv)-A

উত্তর:- (c) (i)-C, (ii)-D, (ii)-B, (iv)-A

(ix) ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয়, কমও নয়— উক্তিটি করেছেন

(a) র‍্যাঙ্কে

(b) বিউরী

(c) ই. এইচ. কার

(d) জেমস মিল।

উত্তর:- (b) বিউরী

(x) মিথ শব্দটি এসেছে ‘মিথােস’ থেকে যেটি একটি

(a) রােমান শব্দ

(b) লাতিন শব্দ

(c) গ্রীক শব্দ

(d) জার্মান শব্দ।

(c) গ্রীক শব্দ

(xi) ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন

(a) দয়ানন্দ সরস্বতী

(b) গােবিন্দ রানাডে

(c) জ্যোতিবা ফুলে

(d) রামমােহন রায়।

উত্তর:- (d) রামমােহন রায়

(xii) বাের্ড অফ রেভিনিউ গঠন করেন

(a) রবার্ট ক্লাইভ

(b) ওয়ারেন হেস্টিংস

(c) লর্ড কর্ণওয়ালিস

(d) লর্ড ওয়েলেসলি।

উত্তর:- (b) ওয়ারেন হেস্টিংস

(xiii) মুসলিম লিগের প্রতিষ্ঠাতা হলেন

(a) আগা খাঁ 

(d) সালিমউল্লাহ

(c) মহম্মদ আলি জিন্না

(d) সৈয়দ আহমেদ খান।

উত্তর:- (d) সালিমউল্লাহ

(xiv) গান্ধিজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত হয়েছিল

(a) 1917 খ্রিঃ

(b) 1918 খ্রিঃ

(c) 1919 খ্রিঃ

(d) 1920 খ্রিঃ

উত্তর:- (b) 1918 খ্রিঃ

(xv) আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটি হল

(a) আইজল

(b) দিসপুর

(c) ইম্ফল

(d) কোহিমা।

উত্তর:- (d) কোহিমা

(xvi) মন্ত্রী মিশন ভারতে এসেছিল

(a) 1942-এ

(b) 1944-এ

(c) 1945-এ

(d) 1946-এ।

উত্তর:- (d) 1946-এ

(xvii) দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ একটি

(a) লােককথা

(b) স্মৃতিকথা

(c) কিংবদন্তী

(d) পুরাণ বিষয়ক গ্রন্থ।

উত্তর:- (b) স্মৃতিকথা

(xviii) পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল

(a) ভারতীয় জাদুঘর

(b) লুভ্যর মিউজিয়াম

(c) ব্রিটিশ মিউজিয়াম

(d) এন্নাগালডি-নান্নার জাদুঘর।

উত্তর:- (d) এন্নাগালডি-নান্নার জাদুঘর

(xix) নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়

(a) চিন ও ইংলণ্ডের মধ্যে

(b) চিন ও জাপানের মধ্যে

(c) চিন ও ফ্রান্সের মধ্যে

(d) চিন ও রাশিয়ার মধ্যে

উত্তর:- (a) চিন ও ইংলণ্ডের মধ্যে

(xx) এশিয়াটিক সােসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?

(a) 1774

(b) 1784 

(c) 1794

(d) 1804

উত্তর:- (b) 1784 

(xxi) ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন

(a) চক্রবর্তী রাজাগােপালাচারী

(b) লর্ড মাউন্টব্যাটেন

(c) জওহরলাল নেহরু

(d) বল্লভভাই প্যাটেল।

উত্তর:- (b) লর্ড মাউন্টব্যাটেন

(xxii) স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও :

স্তম্ভ-১স্তম্ভ-২
(i) ইন্দোনেশিয়া(A) ক্লিমেন্ট এটলি
(ii) জাপান(B) রুজভেল্ট
(iii) ইংল্যান্ড(C) ডঃ সুকর্ণ
(iv) ইউ. এস. এ.(D) হিদেকি তােজো

বিকল্পসমূহ :

(a) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A

(b) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B

(c) (i)-C, (ii)-D, (iii)-A, (iv)-B 

(d) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D.

উত্তর:- (c) (i)-C, (ii)-D, (iii)-A, (iv)-B 

(xxiii) কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল ?

(a) দিল্লী

(b) শ্রীনগর

(c) সাহারানপুর

(d) অমৃতসর।

উত্তর:- (d) অমৃতসর

(xxiv) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন ?

(a) লিনলিথগাে

(b) এটলি

(c) ক্রিপস

(d) মাউন্টব্যাটেন।

উত্তর:- (a) লিনলিথগাে

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি প্রশ্নের মান ১) ১৬ x ১ = ১৬

(i) গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ?

উত্তর: রেলপথ প্রতিষ্ঠার সাথে।

অথবা

(i) আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তর:- সিরাজউদ্দৌলা ও ইস্ট ইণ্ডিয়া কোম্পানির মধ্যে 1707 সালে।

(ii) স্বামী বিবেকানন্দের লেখা যে কোনাে একটি গ্রন্থের নাম লেখাে।

উত্তর:- পরিব্রাজক, বর্তমান ভারত, প্রাচ্য পাশ্চাত্য

অথবা

(ii) চুইয়ে পড়া নীতি কি ?

উত্তর:- মেকলে মিনিটস অনুযায়ী উচ্চবিত্ত ও মধ্যমিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা নিম্নবিত্তদের মধ্যে ছড়িয়ে পড়বে।

(iii) সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে ঘােষণা করেছিলেন ?

উত্তর:- রামসে ম্যাকডোনাল্ড

(iv) মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল ?

উত্তর:- 1947 সালের 3rd June.

(v) রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়েছিল ?

উত্তর:- 1773 সালে।

(vi) ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন ?

উত্তর:- নারায়ন গুরু 1924 সালে।

অথবা

(vi) পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত ?

উত্তর:- পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক শিক্ষার সমর্থকদের পাশ্চাত্যবাদী বলা হয়। যেমন- ট্রাভেলিয়ন, লর্ড মেকলে, কেলভিন।

(vii) বারদৌলি সত্যাগ্রহ সূচনা করেন কে ?

উত্তর:- সর্দার বল্লভভাই প্যাটেল।

(viii) তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর:- সতীশ চন্দ্র সামন্ত ও সুশীল ধারা

অথবা

(viii) রশিদ আলি দিবস কবে পালিত হয়েছিল?

উত্তর:- 1946 সালের 12 ফেব্রুয়ারি। 

(ix) ভিয়েতনামে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তর:- 1945 সালের 15 ই আগস্ট।

অথবা

(ix) ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? 

উত্তর :- 1945 সালে 17 ই আগস্ট।

(x) কর্নওয়ালিশ কোড কি? 

উত্তর:- কর্মচারীদের নিয়মবর্তিতা দায়িত্ব ও নিয়মশৃঙ্খলা বৃদ্ধির জন্য কর্নওয়ালিশ যে সকল আইন-কানুন প্রবর্তন করেন তা কর্নওয়ালিশ কোড নামে পরিচিত।

অথবা

(x) সূর্যাস্ত আইন কী ? 

উত্তর:- চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে নির্দিষ্ট  দিনে সূর্য অস্ত যাবার আগে জমিদারের সমস্ত খাজনা মিটিয়ে দিতে হতো যা সূর্যাস্ত আইন নামে পরিচিত ।

(xi) কুয়ো -মিং-টাং দলের প্রতিষ্ঠা কে  ?

উত্তর:- সান ইয়াৎ সেন – 1912 সালে।

(xii) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন ?

উত্তর:- এই কমিশনে কোন ভারতীয় ছিল না।

অথবা

(xii) স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস।

(xiii) ১৯৪২ সালে ‘অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন’ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর :- B.R  আম্বেদকর।

(xiv) পিকিং কনভেনশন কবে আহৃত হয়েছিল?

উত্তর:- 1860 সালে।

(xv) অবশিল্পায়ন কি ? 

উত্তর:- শিল্পের নিম্নগতি।

অথবা

(xv) কোন চার্টার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী তার একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় ?

উত্তর:- 1813 সালে অ্যাকট দ্বারা।

(xvi) ‘শত দিবসের সংস্কার’ কি?

উত্তর:- 1895 সালে চীনের বুদ্ধিজীবীরা চীনের সম্রাটের কাছে ক্যং ইউ ওয়ে ও কোয়াংসুর নেতৃত্বে সংস্কারের দাবী জানায় এবং চিন সম্রাট 100 দিন ধরে এই কর্মসূচী পালন করে।

PDF Download

Part A

2 MB

Part B

2 MB

আরো দেখুন

English
Bengali (বাংলা)
History (ইতিহাস)
Geography (ভূগোল)
Education (শিক্ষাবিজ্ঞান)
Philosophy (দর্শন)
Political Science (রাষ্ট্রবিজ্ঞান)
Sanskrit (সংস্কৃত)
Economics (অর্থনীতি)
Chemistry (রসায়নবিদ্যা)
Sociology (সমাজবিজ্ঞান)
HS Question Paper List 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment