HS Geography Question Paper 2022 PDF WBCHSE | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২২

HS Geography Question Paper 2022 (উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২২) নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। এই প্রশ্নপত্র টা তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে।

২০২৩ এ যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্নগুলি পড়া সম্পূর্ণভাবে বাদ দিতে পারো। তাই, আমরা এখানে উচ্চমাধ্যমিক ২০২২ এর Geography (ভূগোল) Question Paper নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই আর্টিকেল টা তোমাদের সবারই ভালো লাগবে।

HS Geography Question Paper 2022

HS Geography Question Paper 2022 PDF

HS Question Paper 2022
Geography (ভূগোল)

Total Time : 3 Hours 15 minutes | Total Marks : 80


HS Geography Question Paper 2022

বিভাগ – ক 
PART – A
(Marks : 35)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)। 7 x 5 = 35

(a) কাস্ট ভূমিরূপের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়ােজনীয় শর্তাবলী সংক্ষেপে আলােচনা করাে। ‘নগ্নীভবন বলতে কী বােঝায়? ‘অন্ধ উপত্যকা’ ও শুষ্ক উপত্যকা’র সংজ্ঞা দাও। 4 + 1 + 2

অথবা

মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলােচনা করাে। এলুভিয়েশন’ বলতে কী বােঝায় ? 6 + 1

(b) জীববৈচিত্র্যের ‘জিনগত বৈচিত্র্য’ ও ‘প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষিপ্ত টীকা লেখাে। সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করাে। 4 + 3

অথবা

উপযুক্ত চিত্রসহ ‘নাতিশীতােষ্ণ ঘূর্ণবাত’-এর জীবনচক্র ব্যাখ্যা করাে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা’ বলতে কী বােঝায় ? 6 +1

(c) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন ? নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? শস্যাবর্তন’-এর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করা। 3 + 2 + 2

অথবা

ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সিটি কুফল আলােচনা করাে। ইক্ষু উৎপাদনের অনুকুল ভৌগােলিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখাে। 3 + 4

(d) ভারতের পূর্ব-মধ্যাঞ্চলে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করাে। কার্পাস-বয়ন শিল্পকে ‘শিকড়-আলগা শিল্প’ বলে কেন? 5 + 2

অথবা

ব্রাজিলে রাবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলােচনা করাে। ভারতে তৈরী পােশাক শিল্প উন্নতিলাভ করেছে কেন? দ্রব্য সূচক কী ? 3+3+1

(e) জনাকীর্ণত’ ও ‘জনস্বল্পত’র সংজ্ঞা দাও। ভারতের নগরায়ণের সমস্যাগুলি সংক্ষেপে আলােচনা করাে। 2 + 5

অথবা

জনঘনত্ব’ ও ‘মানুষ-জমি অনুপাত-এর মধ্যে পার্থক্য নিরূপণ করা। বয়ঃলিঙ্গ অনুপাত’-এর গুল উল্লেখ কব্রো। কর্মধারার ভিত্তিতে ভারতের উদাহরণসহ যে কোনাে তিন ধরনের শহরের নাম উল্লেখ করো l 2+2+3


PART – B

বিভাগ – খ
(Marks : 35)

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী (১ নম্বরের)

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখাে : 1 x 21 = 21

(i) ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সােনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত ?
(a) দিল্লী-মুম্বাই-কলকাতা-বেঙ্গালুরু
(b) দিল্লী-মুম্বাই-হায়দ্রাবাদ-কলকাতা
(c) দিল্লী-মুম্বাই-চেন্নাই-কলকাতা
(d) পােরবন্দর-দিল্লী-কলকাতা-চেন্নাই

(ii) একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, তা হল
(a) শুষ্ক-বিন্দু বসতি
(b) আর্দ-বিন্দু বসতি
(c) রৈখিক বসতি
(d) বর্গাকার বসতি

(iii) প্রায় যােগাযােগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে
(a) হ্যামলেট
(b) গ্রাম
(c) মৌজা
(d) শহর

(iv) শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব’-টির প্রবর্তক হলেন
(a) অগাস্ট লশ
(b) আলফ্রেড ওয়েবার
(c) জর্জ রেনার
(d) ই. ডব্লিউ. জিমারম্যান

(v) ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়
(a) রিষড়ায়
(b) ব্যান্ডেলে
(c) শ্রীরামপুরে
(d) টিটাগড়ে

(vi) কষ্টিক সােডা ও সােডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
(a) পাট শিল্পে
(b) কার্পাস-বয়ন শিল্পে
(c) কাগজ শিল্পে
(d) লৌহ-ইস্পাত শিল্পে

(vii) চীনের যে প্রদেশটি ‘চীনের ধানের আধার’ নামে পরিচিত, তা হল
(a) জেচুয়ান
(b) ইউনান
(c) হুনান
(d) হুবেই

(viii) ভারতের শ্বেত বিপ্লব’-এর জনক হলেন
(a) নরম্যান বােরলগ
(b) রােনাল্ড রস
(c) এম, এস, স্বামীনাথন
(d) ডঃ ভার্গিস কুরিয়েন

(ix) পােমামকালচারের সাথে যুক্ত নয় এমন শস্য হল
(a) কলা ও পেয়ারা
(b) আপেল ও আঙুর
(c) লাউ ও কুমড়াে
(d) পেঁপে ও কাজুবাদাম

(x) জীববৈচিত্র্য’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন
(a) ওয়াল্টার রােজেন
(b) নরম্যান মায়ার
(c) চার্লস ডারউইন
(d) রবার্ট হুক

(xi) সর্বাধিক জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল হল
(a) নাতিশীতােষ্ণ অঞ্চল
(b) নিরক্ষীয় অঞ্চল
(c) সাভানা অঞ্চল
(d) মরু অঞ্চল

(xii) বায়ুমণ্ডলীয় গােলােযােগ যে স্তরে দেখা যায়, তার নাম
(a) ট্রপােস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) মেসােস্ফিয়ার
(d) আয়নােস্ফিয়ার

(xiii) নিরক্ষীয় জলবায় অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল
(a) শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল
(b) বার্ষিক উষ্ণতার প্রসর বেশী
(c) শীতকালে তুষারপাত হয়
(d) অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়

(xiv) একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল
(a) হােগলা
(b) পদ্ম
(c) শালুক
(d) কচুরীপানা

(xv) মৌসুমী বায়ু হল এক প্রকারের
(a) স্থানীয় বায়ু
(b) সাময়িক বায়ু
(c) নিয়ত বায়ু
(d) অনিয়মিত বায়ু

(xvi) প্রশমিত মাটির pH-এর মান হল
(a) 6.0
(b) 6.5
(c) 7.0
(d) 7.5

(xvii) আন্তঃআঞ্চলিক মাটির একটি উদাহরণ হল
(a) রেনজিনা
(b) লােয়েস
(c) কঙ্কালসার মাটি
(d) পলিমাটি

(xviii) অগ্ন্যুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল
(a) অক্সিসল
(b) আল্টিসল
(c) অ্যালফিসল
(d) অ্যাসিল

(xix) অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে, তাকে বলে
(a) সহজাত জল
(b) উৎস্যন্দ জল
(c) আবহিক জল
(d) ভাদোস জল

(xx) ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, তাকে বলে
(a) ভাদোস স্তর
(b) সাময়িক সম্পৃক্ত স্তর
(c) কৈশিক স্তর
(d) স্থায়ী সম্পৃক্ত স্তর

(xxi) ভারতের একটি উল্লেখযােগ্য কাস্ট অঞ্চল হল
(a) কাশ্মীর উপত্যকা
(b) বােরা গুহা.
(c) ব্লু পার্বত্য অঞ্চল
(d) অজন্তা গুহা

2.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 x 14 = 14

(i) গীজার’ কী ?
অথবা
‘পর্যায়ন’-এর সংজ্ঞা দাও।

(ii) রেগােলিথ কী ?
অথবা
‘শল্কমােচন’ বলতে কী বােঝায় ?

(iii) I.T.C.Z. কী ?
অথবা
‘জিওস্ট্রফিক বায়ু’ কাকে বলে ?

(iv) ভারতের জীববৈচিত্র্যের উষ্মা অঞ্চলের (Hot spot) দুটি উদাহরণ দাও।
অথবা
‘অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ’ বলতে কী বােঝায় ?

(v) ট্রাক ফার্মিং’ বলতে কী বােঝায় ?
অথবা
‘ছেদন ও দহন কৃষি’ বলতে কী বােঝায় ?

(vi) ‘অনুসারী শির’ কাকে বলে?
অথবা
ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে ?

(vii) মেগাসিটি’ কী ?
অথবা
ভারতের উদাহরণসহ একটি দ্বৈত-নগর’ বা ‘যমজ-নগর’-এর সংজ্ঞা দাও।

(viii) ‘আরােহণ প্রক্রিয়া’ বলতে কী বােঝায় ?
অথবা
‘হামস্ কী ?

(ix) ‘সােলাম’ বলতে কী বােঝায় ?
অথবা
‘ল্যাটারাইজেশান’ বলতে কী বােঝায়?

(x) ঘূর্ণবাতের চক্ষু’ কাকে বলে ?
অথবা
মৌসুমী বিস্ফোরণ’ বলতে কী বােঝায় ?

(xi) বিশ্ব উষ্ণায়ণের দুটি প্রভাব উল্লেখ করাে।
অথবা
‘আলােকপ্রেমী’ ও ‘আলােকবিদ্বেষী’ উদ্ভিদের একটি করে উদাহরণ দাও।

(xii) জীববৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ করাে।
অথবা
জীববৈচিত্র্য’-এর সংজ্ঞা দাও।

(xiii) শস্য সমন্বয়’-এর সংজ্ঞা দাও।
অথবা
‘মিলেট’ বলতে কী বােঝায়?

(xiv) শূন্য জনসংখ্যা বৃদ্ধি’ বলতে কী বােঝায় ?
অথবা
অভ্যন্তরীণ পরিব্রাজনের দুটি কারণ উল্লেখ করাে।

PDF Download

Part A

572 KB

Part B

1 MB

আরো দেখুন

English
Bengali (বাংলা)
History (ইতিহাস)
Geography (ভূগোল)
Education (শিক্ষাবিজ্ঞান)
Philosophy (দর্শন)
Political Science (রাষ্ট্রবিজ্ঞান)
Sanskrit (সংস্কৃত)
Economics (অর্থনীতি)
Chemistry (রসায়নবিদ্যা)
Sociology (সমাজবিজ্ঞান)
HS Question Paper List 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment