HS Chemistry Question Paper 2022 PDF WBCHSE | উচ্চমাধ্যমিক রসায়নবিদ্যা প্রশ্নপত্র ২০২২

HS Chemistry Question Paper 2022 (উচ্চমাধ্যমিক রসায়নবিদ্যা প্রশ্নপত্র ২০২২) নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। ২০২৩ এ যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্নগুলি পড়া সম্পূর্ণভাবে বাদ দিতে পারো।

তাই, আমরা এখানে উচ্চমাধ্যমিক ২০২২ এর Chemistry (রসায়নবিদ্যা) Question Paper নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই আর্টিকেল টা তোমাদের সবারই ভালো লাগবে।

HS Chemistry Question Paper 2022
HS Chemistry Question Paper 2022

HS Chemistry Question Paper 2022 PDF

HS Question Paper 2022
Chemistry (রসায়নবিদ্যা)

Total Time : 3 Hours 15 minutes | Total Marks : 80


Higher Secondary Chemistry Question Paper 2022

বিভাগ – ক 
PART – A
(Marks : 52)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2 x 5 = 10

(a) দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন বা হিমাঙ্ক অবনমন পরিমাপের পরীক্ষায় মােলারিটির পরিবর্তে মােলালিটি একক ব্যবহার করা হয় কেন ? 2 
অথবা
অ্যাজোট্রোপ কাকে বলে ? উদাহরণ দাও। 2

(b) Fe(OH)3 সলের অধঃক্ষেপণের জন্য KCI ও K2so4-এর মধ্যে কোনটি অধিকতর ক্রিয়াশীল এবং কেন ব্যাখ্যা করাে।
অথবা
সংরক্ষক কোলয়েড কি ? একটি উদাহরণ দাও।

(c) আন্তঃহ্যালােজেন যৌগ কাকে বলে ? উদাহরণ দাও।
অথবা
আন্তঃহ্যালােজেন ব্যবহারের সুবিধা কী? ব্যাখ্যা করাে।

(d) দ্বিলবণ ও জটিল লবণের মধ্যে দুটি পার্থক্য লেখাে।
অথবা
নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের মধ্যে দুটি মৌলিক পার্থক্য লেখাে।

(e) D-গ্লুকোজের সংকেত লেখাে। D-কথাটির তাৎপর্য কী ? 

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ); 3 x 9 = 27

(a) একটি কঠিন ধাতুর (পারমাণবিক ভর 52) কেলাসনে দেহকেন্দ্রিক ঘনকাকার ল্যাটিস গঠিত হয়। যদি ঐ ধাতুর একক কোশের বাহুর দৈর্ঘ্য 287 pm হয়, তবে ঐ ধাতুর পরমাণুর ব্যাসার্ধ ও ধাতুর ঘনত্ব নির্ণয় করো l 3
অথবা
অভিস্রবণ ও অভিস্রবণ চাপ বলতে কি বােঝাে ? হাইপারটোনিক দ্রবণ কাকে বলে ? 1 + 1 + 1

(b) 87.99 g একটি জৈব তরলে 0.9 g অনুদ্বায়ী ও মৃদু তড়িৎঅবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্কের 0.25°C উন্নয়ন ঘটে। যদি দ্রাব পদার্থটির আণবিক ওজন 103 হয় তবে ঐ জৈব তরলের স্ফুটনাঙ্কের মােলাল উন্নয়ন ধ্রুবকের (Kb) মান কত হবে ? 3
অথবা
ভ্যান্ট হফের অভিস্রবণ চাপ সংক্রান্ত সূত্রগুলি বিবৃত করাে। 3

(c) প্রদত্ত ড্যানিয়েল কোশ বিক্রিয়াটি হল
Zn (s) + cu2+ (aq) ⇌ Zn2+ (aq) + cu (s)
25°C উষ্ণতায় বিক্রিয়াটির সাম্যধ্রুবকের মান গণনা করাে।
[ দেওয়া আছে : E°Zn2+/Zn=- 0.76 V ও E°Cu2+/Cu=- 0.34 V, R = 8:314 JK-1mol-1 ]
অথবা
কোনাে ড্যানিয়েল কোশের দ্রবণের রােধ, দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা এবং কোশ ধ্রুবকের মধ্যে সম্পর্কটি বিবৃত করে। কোনাে দাবের মােলার পরিবাহিতা ও দ্রবণের আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক স্থাপন করে। 1 + 2

(d) রাসায়নিক বিক্রিয়ার ক্রম বলতে কি বােঝে ? একটি প্রথম ক্রম বিয়ােজন বিক্রিয়ার 30% সম্পূর্ণ হতে 40 min সময় লাগে। বিক্রিয়াটির অর্ধজীবনকাল নির্ণয় করাে। 1 + 2
অথবা
শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক উল্লেখ করাে। একক বিকারকযুক্ত শুন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করাে। 1 + 2

(e) স্টার্চের স্বর্ণসংখ্যা 20 বলতে কী বােঝায়? ব্যাখ্যা করাে, অধিশশাষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা। 1 + 2

(f) আলােকীয় সমাবয়বতা কী ? একই এনানসিওমারের d ও। দুটি আলােক-সমাবয়বীর উদাহরণ দাও। 1 + 2

(g) লুকাস বিকারক কি ? এর সাহায্যে 1, 2° ও 3° অ্যালকোহলকে কিভাবে শনাক্ত করবে ? 1 + 2
অথবা
উদাহরণসহ সমীকরণ দাও : 1 x 3 = 3
(i) উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া
(ii) রাইমার-টিম্যান বিক্রিয়া 
(iii) বেনজোয়েন কনডেনশেসন বিক্রিয়া।

(h) নীচের পরিবর্তনগুলির ক্ষেত্রে প্রয়ােজনীয় বিকারকগুলি উল্লেখ করাে : 1/2×6 = 3

(i) একটি প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করবে কীভাবে? সমীকরণসহ উদাহরণ দাও। 3
অথবা
নাইট্রোবেঞ্জিনকে অ্যাসিড, ক্ষার বা প্রশম দ্রবণে বিজারিত করলে কোন ক্ষেত্রে কী পদার্থ উৎপন্ন হবে ? 1 x3 = 3

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 5 x 3 = 15

(a) বিক্রিয়ার আণবিকতা বলতে কি বােঝাে? প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণের সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করাে। 2+3
অথবা
কোনাে প্রথম ক্রম বিক্রিয়ার হার, হার ধ্রুবক ও অর্ধায়ুর সংজ্ঞা দাও। এদের এককগুলাে উল্লেখ করাে। 2 +1.5+ 1.5

(b) নিম্নলিখিত বিক্রিয়াগুলিতে বিক্রিয়াজাত জৈব যৌগ A থেকে J-এর গঠনসংকেত উল্লেখ করে :

অথবা
একটি রাসায়নিক ধর্মের সাহায্যে পার্থক্য নিরূপণ করাে : 2 + 2 + 1
(i) ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড
(ii) ফেনল ও বেনজাইল অ্যালকোহল কীভাবে পরিবর্তিত করবে ?

(c) কিভাবে নিম্নলিখিত পরিবর্তন সাধন করবে শর্ত ও সমীকরণসহ লেখ : 2.5 x 2 = 5
(i) O2 থেকে O3
(ii) HCl থেকে Cl2
অথবা
(i) cl2 ও So2 -এর বিরঞ্জন ধর্মের তুলনা করাে।
(ii) কি ঘটে লেখাে ( শুধুমাত্র সমীকরণ) ;

(a) NH4OH-এর জলীয় দ্রবণ অতিরিক্ত পরিমাণে CuSO4-এর জলীয় দ্রবণে যােগ করা হল।

(b) H2sO4 ও KI-এর দ্রবণে ওজোন গ্যাস চালনা করা হল।

(c) ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রণে Naci দিয়ে উত্তপ্ত করা হল। 2+3


PART – B

বিভাগ – খ

(Marks : 18)

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী (১ নম্বরের)

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখাে (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) ; 1 x 14 = 14

(i) যে চৌম্বক পদার্থকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায়, তা হল
(a) প্যারাম্যাগনেটিক পদার্থ
(b) ফেরােম্যাগনেটিক পদার্থ
(c) ফেরিম্যাগনেটিক পদার্থ
(d) অ্যান্টিফেরােম্যাগনেটিক পদার্থ

(ii) নীচের কোনটি KBr-এর জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করলে ব্রোমিন গ্যাস নির্গত হবে ?
(a) Cl2
(b) HI
(c) SO2
(d) I2

(iii) 3A → 2B, বিক্রিয়াটিতে B-এর উৎপন্ন হওয়ার হার `+\frac{d[B]}{dt}` -এর সমান হয় যখন A-এর বিক্রিয়া হার হয়,
(a) `-\frac{1}{2}\frac{d[A]}{dt}`
(b) `-\frac{2}{3}\frac{d[A]}{dt}`
(c) `+2\frac{d[A]}{dt}`
(d) `-\frac{3}{2}\frac{d[A]}{dt}`

(iv) জটিল যৌগে উপস্থিত ধাতব পরমাণুটি যে ধরনের আচরণ করে, তা হল
(a) লুইস ক্ষার
(b) লুইস অ্যাসিড
(c) ব্রনস্টেড ক্ষার
(d) ব্রনস্টেড অ্যাসিড
অথবা
প্যারাম্যাগনেটিক জটিল যৌগ বা আয়নটি হল
(a) [Ni(H2O)6]2+
(b) [Ni(CO)4]
(c) [Zn(NH3)4]2+
(d) [Co(NH3)6)3+

(v) ক্ষারের জলীয় দ্রবণের উপস্থিতিতে নীচের কোনটি SN1 বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করবে ?
(a) CH3 CH2 CH2 Cl
(b) (CH3)2 CH CH2Cl

(d) (CH3)3 -c- Cl

(vi) অ্যাসিটোনকে গাঢ় H2So2 সহ পান করলে পাওয়া যায়
(a) ডাইঅ্যাসিটোন অ্যালকোহল
(b) মেসিটাইল অক্সাইড
(c) মেসিটিলিন
(d) প্রােপিন-2-অল
অথবা
ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার প্রয়ােজনীয় বিকারকটি হল
(a) KOH ও গ্লাইকল
(b) Zn-Hg ও HCl
(c) LiAIH4
(d) H2 ও Pt অনুঘটক

(vii) ইনসুলিন হল
(a) একটি অ্যামাইনাে অ্যাসিড
(b) একটি প্রােটিন
(c) একটি কার্বোহাইড্রেট
(d) একটি লিপিড
অথবা
প্রােটিনের আর্দ্রবিশ্লেষণে প্রাপ্ত অ্যামাইনাে অ্যাসিডের সংখ্যা হল
(a) 15
(b) 20
(c) 25
(d) 35

(viii) একটি ঘনকাকার ঘনসন্নিবেশে একক কোশের সংখ্যা ‘N’ হলে ঐ ঘনসন্নিবেশে চতুস্তলকীয় ফাকের সংখ্যা
(a) 2 N
(b) 4 N
(c) 6 N
(d) 8 N

(ix) 25°C উষ্ণতায় বিশুদ্ধ জলের মােলারিটি (mol. L-1)
(a) 5.555
(b) 0.55
(c) 55.55
(d) 55

(x) পরিবর্তনশীল যােজ্যতা যে সব মৌলের প্রধান বৈশিষ্ট্য তারা হল
(a) ক্ষারধাতুসমূহ
(b) ক্ষারীয় মৃত্তিকা ধাতুসমূহ
(c) নিষ্ক্রিয় গ্যাসসমূহ
(d) সন্ধিগত মৌলসমূহ।

(xi) যে শর্তে অধিশােষণ প্রক্রিয়া সাম্যাবস্থায় আসে তা হল
(a) ΔH > 0
(b) ΔH = TΔS
(c) ΔH > TΔS
(d) ΔH <T ΔS
অথবা
দ্রবণে অধিশােষিত পদার্থের অধিশােষণ মাত্রা বৃদ্ধি পায় যখন
(a) দ্রবণে অধিশােষিত পদার্থের পরিমাণ বৃদ্ধি করলে
(b) অধিশােষিত পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস করলে
(c) দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে
(d) দ্রবণের অধিশােষিত পদার্থের পরিমাণ হ্রাস করলে

(xii) অ্যাসপিরিনের রাসায়নিক নাম
(a) ফিনাইল স্যালিসাইলেট
(b) মিথাইল স্যালিসাইলেট
(c) অ্যাসিটাইল স্যালিসাইলেট
(d) ইথাইল স্যালিসাইলেট

(xiii) ফরম্যালডিহাইড অ্যামােনিয়ার সঙ্গে বিক্রিয়া করে যে যৌগ উৎপন্ন করে, তা হল
(a) হেক্সামিথিলিন টেট্রামিন
(b) ব্যাকেলাইট
(c) ট্রাইইথিলিন টেট্রামিন
(d) টেট্রামিথিলিন হেক্সামিন

(xiv) আলােকসক্রিয়তা দেখায় না
(a) অ্যাসপারটিক অ্যাসিড
(b) লাইসিন
(c) সিসটিন
(d) গ্লাইসিন

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 x 4 = 4

(i) জটিল লবণ K4[Fe(CN)6]-এর কেন্দ্রীয় পরমাণুর যােজ্যতা কত ?
অথবা
মাের লবণের সংকেত লেখাে। এটি কি ধরনের লবণ ?

(ii) সল কি? উদাহরণ দাও।
অথবা
রাসায়নিক অধিশশাষণ ও ভৌত অধিশশাষণের একটি পার্থক্য লেখাে।

(iii) 1 mol ইলেক্ট্রনের আধানের মান কত কুলম্ব ?
অথবা
A13+ আয়ন দ্বারা পরিবাহিত তড়িতের পরিমাণ কত কুলম্ব ?

(iv) ভরক্রিয়া সূত্রটি লেখাে।
অথবা
সক্রিয় ভর বলতে কি বােঝাে?

PDF Download

Part A

2 MB

Part B

1 MB

আরো দেখুন

English
Bengali (বাংলা)
History (ইতিহাস)
Geography (ভূগোল)
Education (শিক্ষাবিজ্ঞান)
Philosophy (দর্শন)
Political Science (রাষ্ট্রবিজ্ঞান)
Sanskrit (সংস্কৃত)
Economics (অর্থনীতি)
Chemistry (রসায়নবিদ্যা)
Sociology (সমাজবিজ্ঞান)
HS Question Paper List 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment