বিশিষ্ট মনোবিদরা শিখন ও পরিণমনের যে সংজ্ঞা দিয়েছেন তা উল্লেখ করো | শিখন ও পরিণমনের সাদৃশ্য লেখো

বিশিষ্ট মনোবিদরা শিখন ও পরিণমনের যে সংজ্ঞা দিয়েছেন তা উল্লেখ করো | শিখন ও পরিণমনের সাদৃশ্য লেখো

উত্তর :

বিশিষ্ট মনােবিদ প্রদত্ত ‘শিখন’-এর সংজ্ঞা : 

মনােবিদ সংজ্ঞা
(1) কিংসলে ও গ্যারিপ্রশিক্ষণ এবং অনুশীলনের প্রভাবে যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আচরণ সৃষ্টি হয় বা আচরণ পরিবর্তিত হয়, তাকে শিখন বলে।
(2) স্মিথঅভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা বা পুরােনাে আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়াই হল শিখন।
(3) ম্যাগগিয়ক ও ইরােভেন।সক্রিয়তা, অনুশীলন এবং অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তনকেই শিখন বলে।

বিশিষ্ট মনােবিদ প্রদত্ত ‘পরিণমন’-এর সংজ্ঞা :

মনােবিদসংজ্ঞা
(1) স্কিনারপরিণমন হল একপ্রকার বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য সত্ত্বেও মােটামুটি নিয়মিতভাবে সংঘটিত হয়।
(2) ম্যাগগিয়কশারীরিক বিকাশের ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই ব্যক্তির আচরণ ধারায় যে পরিবর্তন ঘটে, তাই হল পরিণমন।
(3) কোলেসিকজন্মগতভাবে পাওয়া প্রবণতার স্বাভাবিক বিকাশের ফলে ব্যক্তির আচরণ ধারার গুণগত ও পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়াকে পরিণমন বলে।

শিখন ও পরিণমন-এর সাদৃশ্য :

শিখন এবং পরিণমন-এই দুই প্রক্রিয়ার মধ্যে যেসকল সাদৃশ্য বা মিল রয়েছে, সেগুলি হল—

[1] আচরণের পরিবর্তন : শিখন এবং পরিণমন উভয় প্রক্রিয়াতেই ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে। 

[2] অভিযােজনে সহায়তা : শিখন এবং পরিণমন উভয় প্রক্রিয়াই ব্যক্তিকে পরিবেশের সাথে মানিয়ে নিতে, তথা অভিযােজনে সহায়তা করে। 

[3] গুণগত ও পরিমাণগত পরিবর্তনে সহায়ক : শিখন ও পরিণমন এই দুটি প্রক্রিয়াতেই সংঘটিত পরিবর্তনের প্রকৃতি গুণগত এবং পরিমাণগত হয়। 

[4] ব্যক্তিনির্ভরতা : শিখন ও পরিণমন উভয় প্রক্রিয়াই ব্যক্তিনির্ভর।

[5] জীবন বিকাশে সহায়ক : শিখন ও পরিণমন উভয় প্রক্রিয়াই ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক, ক্ষোভিক, নৈতিক বিভিন্ন ধরনের বিকাশে পরােক্ষ বা প্রত্যক্ষভাবে সহায়তা করে। 

[6] পরিমাপযােগ্য : শিখন ও পরিণমন উভয় প্রক্রিয়াই পরিমাপযােগ্য। 

[7] সম্পন্ন হওয়ার কৌশল অজ্ঞাত : ব্যক্তির জীবনে কীভাবে শিখন ও পরিণমন সম্পন্ন হয়, তা সঠিকভাবে জানা যায় না।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment