Class 5 Class 5 Bengali বুনো হাঁস প্রশ্ন উত্তর | লীলা মজুমদার | Buno Has Class 5 Question Answer | Wbbse

বুনো হাঁস প্রশ্ন উত্তর | লীলা মজুমদার | Buno Has Class 5 Question Answer | Wbbse

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 5 এর বুনো হাঁস প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের পঞ্চম শ্রেনীর পাঠ্যবইতে লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্প রয়েছে। গল্পের শেষের হাতে কলমে প্রশ্নগুলির সমাধান আমরা এখানে করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।

পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের সকল অধ্যায়ের প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK করো

বুনো হাঁস

লীলা মজুমদার


হাতে কলমে প্রশ্ন উত্তর

১.১ আকাশের দিকে তাকালে তুমি দেখ __________ (ঘরবাড়ি/গাছপালা/পোকামাকড়/মেঘ-রোদ্দুর)।
উত্তর:
আকাশের দিকে তাকালে তুমি দেখ মেঘ-রোদ্দুর

১.২ হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো __________ (কিলিমানজারো/আরাবল্লী/আন্দিজ/রকি)।
উত্তর:
হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো আরাবল্লী

১.৩ এক রকমের হাঁসের নাম হলো __________ (সোনা/কুনো/কালি/বালি) – হাঁস ।
উত্তর:
এক রকমের হাঁসের নাম হলো বালি – হাঁস ।

১.৪ পাখির ডানার __________ (বোঁ বোঁ/শন শন/শোঁ শোঁ/গাঁক গাঁক) শব্দ শোনা যায় ৷
উত্তর: পাখির ডানার শোঁ শোঁ শব্দ শোনা যায় ৷

বরফশুরু
বুনোহিমানী
কুঁড়িবন্য
চঞ্চলকলি
আরম্ভঅধীর

উত্তর:

বরফহিমানী
বুনোবন্য
কুঁড়িকলি
চঞ্চলঅধীর
আরম্ভশুরু

উত্তর: বঙ্গ, ভঙ্গ, রঙ্গ, অঙ্গ, সঙ্গ

৪.১ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।
৪.২ হাঁসের ডানা জখম হল ৷
৪.৩ সারা শীত কেটে গেল ।
৪.৪ বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত।
৪.৫ আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে।

উত্তর:

৪.৪ বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত।
৪.২ হাঁসের ডানা জখম হল ৷
৪.৫ আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে।
৪.৩ সারা শীত কেটে গেল ।
৪.১ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।

৫.১ __________ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের __________ একটা ঘাঁটি ছিল।
উত্তর: লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল।

৫.২ জোয়ানদের __________ রাখার খালি জায়গা ছিল।
উত্তর:
জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল।

৫.৩ আস্তে আস্তে হাঁসের __________ সারল।
উত্তর: আস্তে আস্তে হাঁসের ডানা সারল।

৫.৪ দলে দলে __________ তিরের ফলার আকারে, কেবলই __________ দিকে উড়ে চলেছে।
উত্তর: দলে দলে বুনো হাঁস তিরের ফলার আকারে, কেবলই উত্তর দিকে উড়ে চলেছে।

৫.৫ __________ গাছে পাতার আর ফুলের __________ ধরল।
উত্তর: ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।

বুনো, জখম, লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, গরম, ন্যাড়া, সঙ্গী, নির্জন, বেচারি, চঞ্চল

উত্তর:

বিশেষ্যবিশেষণ
জখম, লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী, বেচারিবুনো, গরম, ন্যাড়া, নির্জন, চঞ্চল

৭.১ বাড়ির জন্য ওদের মন কেমন করত।
উত্তর: বাড়ির জন্য ওদের মন কেমন করত

৭.২ পাখিরা আবার আসতে আরম্ভ করল।
উত্তর: পাখিরা আবার আসতে আরম্ভ করল

৭.৩ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে।
উত্তর: দেশে ফিরে ওরা বাসা বাঁধবে

৭.৪ সেখানে বুনো হাঁসরা রইল ।
উত্তর: সেখানে বুনো হাঁসরা রইল

৭.৫ নিরাপদে তাদের শীত কাটে।
উত্তর: নিরাপদে তাদের শীত কাটে

৮.১ একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। (কোথায় নেমে পড়ল ?)
উত্তর: একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নীচে ঝোপের ওপর নেমে পড়ল।

৮.২ ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। (কোথায় এবং কখন ফিরে যাচ্ছে?)
উত্তর: ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে।

৮.৩ পাহাড়ের বরফ গলতে শুরু করল। (কোথাকার পাহাড় ?)
উত্তর: লাডাক পাহাড়ের নীচের দিকে বরফ গলতে শুরু করল।

৮.৪ আবার ঝোপঝাপ দেখা গেল। (কেমন ঝোপঝাপ?)
উত্তর: আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল।

৮.৫ গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। (কেমন গাছে?)
উত্তর: ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।

উত্তর: রেডিয়ো – ছোটবেলায় রেডিয়োতে গান শুনতাম।
চিঠিপত্র – পোস্ট অফিসে চিঠিপত্র আসে।
থরথর – বাতাসে গাছের পাতা থরথর করে কাঁপে।
জোয়ান – জোয়ানরা আমাদের দেশ রক্ষা করে।
তাঁবু – ফাঁকা মাঠে তাঁবু খাটিয়ে পিকনিক হবে।

উত্তর:

বুনো হাঁস প্রশ্ন উত্তর

১১.১ জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল?
উত্তর: লীলা মজুমদার রচিত ‘বুনো হাঁস’ গল্পে জোয়ানদের ঘাঁটি ছিল লাডাক অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে।

১১.২ জোয়ানরা কী কাজ করে ?
উত্তর: জোয়ানরা সন্ত্রাসবাদী ও বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে।

১১.৩ দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন ?
উত্তর: লীলা মজুমদার রচিত ‘বুনো হাঁস’ গল্পে জোয়ানদের ঘাঁটি ছিল লাডাক অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। সেখানে শীতের শুরুতে আকাশে উড়ে যেত দলে দলে বুনো হাঁস। সেই দল থেকে একদিন একটা বুনো হাঁস ডানা জখম হয়ে নীচে ঝোপের ওপর পড়ে। আরেকটা বুনো হাঁসও আহত সঙ্গীকে দেখে নীচে নেমে আসে। এভাবে তারা দলছট হয়েছিল।

১১.৪ বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত ?
উত্তর: লীলা মজুমদার রচিত ‘বুনো হাঁস’ গল্পে বুনো হাসেরা জোয়ানদের তাবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত।

১১.৫ হাঁসেরা আবার কোথায়, কখন ফিরে গেল?
উত্তর: লীলা মজুমদার রচিত ‘বুনো হাঁস’ গল্পে হাসেরা গোটা শীতকাল জোয়ানদের তাঁবুতে কাটিয়ে, শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল।

১১.৬ ‘এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল’— কেমন করে সারা শীতকাল কাটল? এরপর কী ঘটনা ঘটল?
উত্তর:
লীলা মজুমদার রচিত ‘বুনো হাঁস’ গল্পে দুটো বুনো হাঁস দলছুট হয়ে লাডাকের জোয়ান শিবিরে মুরগি রাখার খালি জায়গায় আশ্রয় পায়। দুটির মধ্যে একটি হাঁস ছিল আহত। সেখানে তারা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়াল। এভাবেই সারা শীতকাল কেটে গেল।

শীতকাল কেটে যাওয়ার পরে পাহাড়ের বরফ গলতে শুরু করে। চারিদিকে সবুজ ঝোপঝাপ দেখা যায়। ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুঁড়ি ধরে। এইসব দেখে দলছুট হাঁস দুটি তাবু থেকে বেরিয়ে উড়ে চলে যায় নিজেদের দেশে ।

উত্তর: একবার বর্ষাকালের রাতে প্রচন্ড বর্ষার সময় একটি ছোট্ট কুকুর আমাদের বাড়ির দরজার সামনে এসে আশ্রয় নিয়েছিল। আমি দরজা খুলে তাকে বারান্দায় এনে চটের বস্তা পেতে দি। তারপর কুকুরটিকে রাতে খেতেও দি। সকালে বৃষ্টি থেমে যাওয়ার পর দরজা খুলে দিলেও সে যায়নি। কুকুরটি এখন আমাদেরই বাড়ির একজন সদস্য হয়ে গেছে।

১৩.১ লীলা মজুমদারের জন্ম কোন শহরে?
উত্তর: লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে।

১৩.২ তাঁর শৈশব কোথায় কেটেছে?
উত্তর: লীলা মজুমদারের শৈশব কেটেছে শিলং পাহাড়ে।

১৩.৩ ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো ।
উত্তর: ছোটোদের জন্য লেখা লীলা মজুমদারের দুটি বইয়ের নাম, ‘বদ্যিনাথের বড়ি, ও ‘পদিপিসির বর্মিবাক্স’।

১৩.১ ‘বুনো হাঁস’ গল্পটি কোথা নেওয়া হয়েছে?
উত্তর:
লীলা মজুমদারেরলেখা ‘গল্পসল্প’ বই থেকে ‘বুনো হাঁস’ গল্পটি নেওয়া হয়েছে।

আরো পড়ুন

পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের সকল অধ্যায়ের প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK করো

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!