মিলের অন্বয়ী পদ্ধতি আলােচনা করাে।

মিলের অন্বয়ী পদ্ধতি আলােচনা করাে। Class 12 | Philosophy (মিলের পরিক্ষণমূলক পদ্ধতি) 8 Marks উত্তর:- অন্বয়ী পদ্ধতির সংজ্ঞা তর্কবিজ্ঞানী মিল (Mill) অন্বয়ী পদ্ধতির সূত্রটিকে যেভাবে উপস্থাপিত করেছেন, তা হল ‘আলােচ্য কোনাে অনুসন্ধানমূলক ঘটনার দুই বা ততােধিক দৃষ্টান্তে যদি অন্য একটি ব্যাপার সর্বদাই উপস্থিত থাকে, তাহলে বুঝতে হবে যে, ওই ব্যাপারটি বিচার্য ঘটনার কারণ বা কার্য বলে … Read more

অন্বয়ী পদ্ধতির অসুবিধাগুলি কী?

অন্বয়ী পদ্ধতির অসুবিধাগুলি কী? Class 12 | Philosophy (মিলের পরিক্ষণমূলক পদ্ধতি) 8 Marks উত্তর:- অন্বয়ী পদ্ধতির অসুবিধা  অন্বয়ী পদ্ধতি মূলত পর্যবেক্ষণের পদ্ধতি বলে, তার মধ্যে পর্যবেক্ষণের বিভিন্ন দোষও লক্ষ করা যায়। অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রে নীচের অসুবিধাগুলি দেখা যায়। [1] প্রকৃতিগত দোষের অসুবিধা: প্রকৃতিগত দোষের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল বহুকারণবাদের সম্ভাবনা। অনেক সময় দেখা যায় যে, বহুকারণের সম্ভাবনার … Read more

অন্বয়ী পদ্ধতির সুবিধাগুলি কী?

অন্বয়ী পদ্ধতির সুবিধাগুলি কী? Class 12 | Philosophy (মিলের পরিক্ষণমূলক পদ্ধতি) 8 Marks উত্তর:- অন্বয়ী পদ্ধতির সুবিধা কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে অন্বয়ী পদ্ধতির সুবিধাগুলি নিম্নরূপ।  [1] পর্যবেক্ষণযােগ্যতার সুবিধা: অন্বয়ী পদ্ধতি মূলত একটি পর্যবেক্ষণমূলক পদ্ধতি। সেজন্য দাবি করা যায় যে, এই পদ্ধতির ক্ষেত্রে পর্যবেক্ষণের সুবিধাগুলিও বর্তমান। অবশ্য এই পদ্ধতিকে পর্যবেক্ষণমূলক পদ্ধতি বলা হলেও, পরীক্ষণের সাহায্যও এই পদ্ধতি অনুসরণ … Read more

অন্বয়ী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কী? 

অন্বয়ী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কী? Class 12 | Philosophy (মিলের পরিক্ষণমূলক পদ্ধতি) 8 Marks উত্তর:- অন্বয়ী পদ্ধতির বৈশিষ্ট্য  তর্কবিদ মিলের সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রে কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ করা যায়। অন্বয়ী পদ্ধতির এই সমস্ত লক্ষণীয় বৈশিষ্ট্যগুলিকে নীচে উল্লেখ করা হল  [1] পর্যবেক্ষণের পদ্ধতি হিসেবে অন্বয়ী পদ্ধতি: অন্বয়ী পদ্ধতি হল মূলত একটি পর্যবেক্ষণমূলক পদ্ধতি। কারণ, এক্ষেত্রে আমরা কার্যকারণ … Read more

অন্বয়ী পদ্ধতির দ্বিবিধ ক্রিয়া কী? উদাহরণসহ ব্যাখ্যা করাে।

অন্বয়ী পদ্ধতির দ্বিবিধ ক্রিয়া কী? উদাহরণসহ ব্যাখ্যা করাে। Class 12 | Philosophy (মিলের পরিক্ষণমূলক পদ্ধতি) 8 Marks উত্তর:- দ্বিবিধ ক্রিয়ারূপে অন্বয়ী পদ্ধতি  অন্বয়ী পদ্ধতির মাধ্যমে আমরা কারণ থেকে কার্যকে যেমন অনুমান করতে পারি, তেমনি আবার কার্য থেকে কারণকেও অনুমান করতে পারি। অর্থাৎ, অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রে এরূপ দ্বিবিধ ক্রিয়া লক্ষ করা যায়। এই দ্বিবিধ ক্রিয়া হল—[1] কারণ … Read more

দৃষ্টান্তসহ অন্বয়ী পদ্ধতির ব্যাখ্যা করাে।

দৃষ্টান্তসহ অন্বয়ী পদ্ধতির ব্যাখ্যা করাে। Class 12 | Philosophy (মিলের পরিক্ষণমূলক পদ্ধতি) 8 Marks উত্তর:- অপসারণের প্রথম সুত্রের ওপর প্রতিষ্ঠিত অন্বয়ী পদ্ধতি  অন্বয়ী পদ্ধতিটি অপসারণের প্রথম সূত্রের ওপর প্রতিষ্ঠিত। কারণ, অন্বয়ী পদ্ধতি অনুসারে আমরা দেখি যে, পূর্ববর্তী ঘটনার একটা নির্দিষ্ট অংশ ছাড়া আর অন্যান্য সমস্ত অংশকে বাদ দিলেও কার্যটি ঘটার ক্ষেত্রে কোনাে অসুবিধা হয় না। সেক্ষেত্রে … Read more

অপসারণ সূত্র বলতে কী বােঝায় ? মিলের পদ্ধতিগুলির ক্ষেত্রে এর গুরুত্ব কী?

অপসারণ সূত্র বলতে কী বােঝায় ? মিলের পদ্ধতিগুলির ক্ষেত্রে এর গুরুত্ব কী? Class 12 | Philosophy (মিলের পরিক্ষণমূলক পদ্ধতি) 8 Marks উত্তর:- অপসারণের সূত্র বৈজ্ঞানিক আরােহ অনুমানের মূল কাজ হল একটি কার্যকারণ সম্বন্ধকে প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা জানি যে, আলােচ্য ঘটনার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই অনেক অপ্রয়ােজনীয় তথা অবান্তর বিষয়ও যুক্ত থাকে যেগুলি কখনোই কারণের সহায়ক নয়। … Read more

অপসারণের সূত্রগুলিকে ব্যাখ্যা করাে।

অপসারণের সূত্রগুলিকে ব্যাখ্যা করাে। Class 12 | Philosophy (মিলের পরিক্ষণমূলক পদ্ধতি) 8 Marks উত্তর:- অপসারণের সূত্রাবলি  যুক্তিবিজ্ঞানে আমরা প্রথমদিকে তিনটি অপসারণের সূত্রের পরিচয় পাই। কিন্তু পরবর্তী পর্যায়ে তর্কবিদ যােসেফ (Joseph) এগুলির সঙ্গে আরও একটি অপসারণের সূত্র যােগ করেন। এর ফলে অপসারণের ক্ষেত্রে মােট চারটি সূত্র দেখা যায়। এই সমস্ত সূত্রগুলিকে পরপর উল্লেখ করা হল। প্রথম সুত্র: … Read more

মিলের পদ্ধতিগুলির মূল কাজ কী? মিলের পদ্ধতি মােট কয়টি ও কী কী? এদের মধ্যে মৌলিক পদ্ধতি কয়টি? 

মিলের পদ্ধতিগুলির মূল কাজ কী? মিলের পদ্ধতি মােট কয়টি ও কী কী? এদের মধ্যে মৌলিক পদ্ধতি কয়টি? Class 12 | Philosophy (মিলের পরিক্ষণমূলক পদ্ধতি) 8 Marks উত্তর:- মিলের পদ্ধতিগুলির মূল কাজ তর্কবিদ জন স্টুয়ার্ট মিল (J. S. Mill) আরােহ অনুমানের ক্ষেত্রে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করার জন্য পাঁচটি পদ্ধতির প্রবর্তন করেছেন। পরপর দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আদৌ … Read more

মিলের পদ্ধতিগুলির প্রয়ােগের লক্ষণগত বৈশিষ্ট্যগুলি কী?

মিলের পদ্ধতিগুলির প্রয়ােগের লক্ষণগত বৈশিষ্ট্যগুলি কী? Class 12 | Philosophy (মিলের পরিক্ষণমূলক পদ্ধতি) 8 Marks উত্তর:- মিলের পদ্ধতিগুলির প্রয়ােগের লক্ষণগত বৈশিষ্ট্যসমূহ  তর্কবিদ মিল বিশেষ বিশেষ ঘটনার কার্যকারণ সম্পর্ককে আবিষ্কার করার উদ্দেশ্যে পাঁচটি পরীক্ষণমূলক পদ্ধতির প্রয়ােগ করেছেন। পদ্ধতিগুলির সাহায্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার উদ্দেশ্যে আমরা পর্যবেক্ষণ ও পরীক্ষণের সাহায্যে বিভিন্নরকম দৃষ্টান্ত সংগ্রহ করি এবং সেগুলিকে যথাযথভাবে পূর্ববর্তী ও … Read more