আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর, Class 10 Africa Poem Question Answer, মাধ্যমিক বাংলা সাজেশন 2023। মাধ্যমিক ফাইনাল পরীক্ষা ২০২৩ এ যাতে তোমরা ভালো ফল লাভ করতে পারো, সেই জন্য আমরা এখানে বাংলা কবিতা থেকে আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর (ছোট বড় সব) নিয়ে এসেছি।
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর | Class 10 Africa Poem Question Answer | মাধ্যমিক বাংলা সাজেশন 2023
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর, Class 10 Africa Poem Question Answer – এখানে আমরা মাধ্যমিক বাংলা কবিতা থেকে আফ্রিকা কবিতার ছোট বড় সব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে সাজেশন প্রকাশ করেছি। এই সাজেশন তোমরা ভালোভাবে অধ্যয়ন করলে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পাবে। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। বাকি কবিতা ও গল্পগুলি থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করো।
মাধ্যমিক বাংলা সাজেশন 2023
আফ্রিকা
রবীন্দ্রনাথ ঠাকুর
বহু নির্বাচনী, অতিসংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত
বহু নির্বাচনী – ১ নম্বরের প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক –
১. নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল— 
(ক) দুর্গমের রহস্য
(খ) জল স্থল আকাশের দুর্বোধ সংকেত 
(গ) প্রাকৃতিক রহস্য
(ঘ) রহস্য ও দুর্বোধ সংকেত 
উত্তর- (খ) জল স্থল আকাশের দুর্বোধ সংকেত 
২. প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল’-কে ছিনিয়ে নিয়ে গেল? 
(ক) স্রষ্টা
(খ) নির্লজ্জ অমানুষ
(গ) সাম্রাজ্যবাদীরা
(ঘ) রুদ্র সমুদ্রের বাহু
উত্তর- (ঘ) রুদ্র সমুদ্রের বাহু
৩. স্রষ্টা ঘন ঘন মাথা নেড়ে ছিলেন— 
(ক) অসন্তোষে
(খ) অধৈর্যে 
(গ) যন্ত্রণায় 
(ঘ) অতৃপ্তিতে
উত্তর- (খ) অধৈর্যে
৪. “আফ্রিকা’ কবিতায় সমুদ্রকে যে বিশেষণে বিশেষায়িত করা হয়েছে— 
(ক) শান্ত,
(খ) রুদ্র 
(গ) উগ্র 
(ঘ) ভয়ঙ্কর
উত্তর- (খ) রুদ্র 
৫. সভ্যতার শেষ পুণ্যবাণীটি হল— 
(ক) ভালাে থেকো
(খ) ভালােবেসাে 
(গ) ক্ষমা করাে
(ঘ) মঙ্গল করাে
উত্তর- (গ) ক্ষমা করাে
৬, নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন —
(ক) সাম্রাজ্যবাদীরা
(খ) রুদ্র সমুদ্রের বাহু
(গ) স্রষ্টা
(ঘ) দস্যুরা 
উত্তর- (গ) স্রষ্টা
৭. “আপনাকে উগ্র করে”—নিজেকে উগ্র করেছিল—
(ক) স্রষ্টা
(খ) দয়াময় দেবতা 
(গ) যুগান্তের কবি
(ঘ) আফ্রিকা
উত্তর- (ঘ) আফ্রিকা
৮. মন্দিরে বাজছিল’ —
(ক) ক্রন্দনধ্বনি
(খ) পুজোর ঘণ্টা 
(গ) শঙ্খ
(ঘ) দুন্দুভি 
উত্তর- (খ) পুজোর ঘণ্টা 
৯. শিশুরা খেলছিল’ —
(ক) খেলার মাঠে
(খ) দোলনায় 
(গ) মন্দিরে
(ঘ) মায়ের কোলে 
উত্তর- (ঘ) মায়ের কোলে 
১০. প্রদোষ কালে পশুরা বেরিয়ে এসেছিল—
(ক) আফ্রিকার জঙ্গল থেকে 
(খ) খাঁচার ভেতর থেকে 
(গ) গুপ্ত গহ্বর থেকে
(ঘ) দিগন্তের থেকে 
উত্তর- (গ) গুপ্ত গহ্বর থেকে
১১. অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘােষণা করেছিল— 
(ক) ঝা বাতাস
(খ) পশুরা 
(গ) যুগান্তরের কবি
(ঘ) দস্যুরা 
উত্তর- (খ) পশুরা 
১২. কবির সংগীতে বেজে উঠেছিল— 
(ক) প্রলয়ের ঘণ্টা
(খ) ঈশ্বরের বন্দনা 
(গ) সুন্দরের আরাধনা 
(ঘ) পুণ্যবাণী 
উত্তর- (গ) সুন্দরের আরাধনা 
১৩. রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে বেঁধে ফেলেছিল—
(ক) বনস্পতির নিবিড় পাহারায় 
(খ) ঘন একাকিত্বে
(গ) সাম্রাজ্যবাদীদের মাঝে
(ঘ) হিংস্র প্রলাপের বন্ধনে 
উত্তর- (ক) বনস্পতির নিবিড় পাহারায় 
১৪. আফ্রিকা বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল— 
(ক) যুগান্তের কবিকে
(খ) ভীষণ-কে 
(গ) দুর্গমকে
(ঘ) শঙ্কাকে 
উত্তর- (খ) ভীষণ-কে 
১৫. “এল ওরা”—ওরা যা নিয়ে এসেছিল —
(ক) লােহার বেড়ি
(খ) লােহার হাতকড়ি 
(গ) তরবারি
(ঘ) দেবতার মূর্তি
উত্তর- (খ) লােহার হাতকড়ি 
১৬. “ক্ষমা করাে”—কার কাছে ক্ষমা চাওয়া হয়েছে ? 
(ক) স্রষ্টার
(খ) আফ্রিকার 
(গ) যুগান্তের কবির
(ঘ) রুদ্র দেবের
উত্তর- (খ) আফ্রিকার 
১৭. “ক্ষমা করাে”—কাকে ক্ষমা চাইতে বলা হয়েছে? 
(ক) মানহারা মানবীকে
(খ) আফ্রিকাকে 
(গ) যুগান্তের কবিকে  
(ঘ) রুদ্র দেবকে
উত্তর- (গ) যুগান্তের কবিকে 
১৮. “ঘােষণা করল দিনের অন্তিমকাল”—দিনের অন্তিম কাল ঘােষণা হয়েছিল—
(ক) পুজোর ঘন্টা বাজিয়ে 
(খ) সুন্দরের আরাধনায়  
(গ) ঝঞা বাতাসে 
(ঘ) অশুভ ধ্বনিতে 
উত্তর- (ঘ) অশুভ ধ্বনিতে 
১৯. কালাে ঘােমটার নীচে অপরিচিত ছিল— 
(ক) আদিম রূপ
(খ) মানব রূপ 
(গ) হিংস্র রূপ
(ঘ) বর্বর রূপ
উত্তর- (খ) মানব রূপ
২০. চিরচিহ্ন দিয়ে গেল 
(ক) ইতিহাসের পাতায় 
(খ) মানুষের মনে 
(গ) ভবিষ্যতের ভাবনায়  
(ঘ) অপমানিত ইতিহাসে 
উত্তর- (ঘ) অপমানিত ইতিহাসে 
২১. নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল 
(ক) দুর্গমের রহস্য
(খ) বিরূপের ছদ্মবেশ  
(গ) দুর্বোধ সংকেত
(ঘ) দৃষ্টি অতীত জাদু 
উত্তর- (ক) দুর্গমের রহস্য
২২. আদিম যুগে স্রষ্টার অসন্তোষ ছিল
(ক) দেবতার প্রতি
(খ) সংগীতের প্রতি 
(গ) নিজের প্রতি
(ঘ) সাম্রাজ্যবাদীদের প্রতি 
উত্তর- (গ) নিজের প্রতি
২৩. “এল ওরা”—ওরা হল
(ক) আমেরিকানরা
(খ) ইউরােপীয়রা 
(গ) আর্যরা
(ঘ) ভিক্ষুকেরা
উত্তর- (খ) ইউরােপীয়রা 
২৪. আফ্রিকাকে নিবিড় পাহারায় বাঁধা হয়েছিল— 
(ক) প্রহরীদের
(খ) সমুদ্রের 
(গ) সাম্রাজ্যবাদীদের
(ঘ) বনস্পতির 
উত্তর- (ঘ) বনস্পতির 
২৫. আফ্রিকার ধূলি পঙ্কিল হল—
(ক) প্রদোষকালের ঝক্কায় 
(খ) আফ্রিকাবাসীদের রক্তে 
(গ) আফ্রিকার রক্ত আর অশুতে মিশে 
(ঘ) আকস্মিক বন্যায় 
উত্তর- (গ) আফ্রিকার রক্ত আর অশুতে মিশে 
২৬. দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে’—মানহারা মানবী’ হল— 
(ক) ভারতবর্ষ
(খ) আফ্রিকা 
(গ) সাম্রাজ্যবাদীরা
(ঘ) যুগান্তের কবি 
উত্তর- (খ) আফ্রিকা 
২৭. আফ্রিকার মন ছিল— 
(ক) চেতনাতীত
(খ) কুটিল 
(গ) চল 
(ঘ) দুর্বোধ
উত্তর- (ক) চেতনাতীত 
২৮. আফ্রিকা’ কবিতায় আদিম যুগ ছিল— 
(ক) অন্ধকার
(খ) ঝাময়
(গ) শান্ত
(ঘ) উদ্ভ্রান্ত
উত্তর- (ঘ) উদ্ভ্রান্ত
২৯. বাষ্পকুল অরণ্য পথে’—অরণ্যপথ বাষ্পকুল কেন? 
(ক) আকস্মিক বন্যায়
(খ) প্রবল ঝড়ে 
(গ) প্রদোষকালের ঝায় 
(ঘ) আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে 
উত্তর- (ঘ) আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে 
৩০. আফ্রিকা’ কবিতায় কাকে ক্ষমা করাে’ শব্দগুচ্ছ উচ্চারণ করতে বলা হয়েছে/ক্ষমা চাইতে বলা হয়েছে— 
(ক) বিশ্বকবিকে
(খ) আফ্রিকাকে 
(গ) যুগান্তের কবিকে
(ঘ) মানহারা মানবীকে 
উত্তর- (গ) যুগান্তের কবিকে
৩১. আফ্রিকা কবিতায় কার তীক্ষ্ণ নখের কথা বলা হয়েছে? 
(ক) শকুনের
(খ) সিংহের 
(গ) নেকড়ের
(ঘ) চিতা বাঘের
উত্তর- (গ) নেকড়ের
৩২. যুগান্তের কবিকে কার দ্বারে দাঁড়াতে বলা হয়েছে? 
(ক) সর্বহারা মানুষের
(খ) দয়াময় দেবতার 
(গ) মানহারা মানবী আফ্রিকার 
(ঘ) সাম্রাজ্যবাদীর
উত্তর- (গ) মানহারা মানবী আফ্রিকার 
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর | Class 10 Africa Poem Question Answer | Madhyamik Bengali Suggestion 2023
অতি সংক্ষিপ্ত – ১ নম্বরের প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক –
১. হায় ছায়াবৃতা’—আফ্রিকাকে ছায়াবৃতা’ বলার কারণ কী? 
উত্তর : আফ্রিকার ভূখণ্ড ছিল বনস্পতির নিবিড় পাহারায় ছায়াচ্ছন্ন, তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। 
২. ‘মানহারা মানবী’ কে? 
উত্তর : মানহারা মানবী’ বলতে হৃতসর্বস্ব আফ্রিকাকে বােঝানাে হয়েছে।
৩. ছিনিয়ে নিয়ে গেল তােমাকে’—“ছিনিয়ে নিয়ে যাওয়া’ বলতে কী বােঝানােনা হয়েছে? 
উত্তর :ছিনিয়ে নিয়ে যাওয়া বলতে বলপূর্বক কেড়ে নেওয়াকে বােঝায়, তবে এখানে আফ্রিকার জন্মবৃত্তান্তকে নির্দেশ করা হয়েছে।
৪. ছিনিয়ে নিয়ে গেল তােমাকে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল? 
উত্তর : রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। 
৫. সভ্যের বর্বর লােভ’ কী নগ্ন করেছিল? 
উত্তর :সভ্যের বর্বর লােভ’ নিজের নির্লজ্জ অমানুষকে নগ্ন রূপে প্রকাশ করেছিল। 
৬. আজ যখন পশ্চিম দিগন্তে’—পশ্চিম দিগন্তে কী ঘটেছে? 
উত্তর : প্রদোষকালে পশ্চিম দিগন্তে ঝঞা বাতাস রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি করেছিল। 
৭. ‘গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এল’–এসে কী করল? 
উত্তর : গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে পশুরা তাদের অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘােষণা করল। 
৮. পঙ্কিল হল ধূলি—ধূলি কীভাবে পঙ্কিল হয়েছিল? 
উত্তর : লাঞ্ছিতা আফ্রিকার রক্ত আর অশ্রুতে মিশে অরণ্য পথের ধুলাে পঙ্কিল হয়েছিল। 
৯. বিদ্রুপ করেছিলে ভীষণকে—কীভাবে বিদ্রুপ করেছিল? 
উত্তর : আফ্রিকা বিরূপের ছদ্মবেশ ধারণ করে ভীষণকে বিদ্রুপ করেছিল। 
১০. আফ্রিকা নিভৃত অবকাশে কী কী করেছিল? 
উত্তর :নিভৃত অবকাশে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল আর চিনে নিয়েছিল জল-স্থল-আকাশের দুর্বোধ সংকেত। 
১১. ‘এল ওরা লােহার হাতকড়ি নিয়ে’–‘ওরা কারা? 
উত্তর : ওরা’ হল তথাকথিত সভ্য তথা ইউরােপীয় সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায়। 
১২. ‘এসাে যুগান্তের কবি’—কবির ভূমিকাটি কী হবে?
উত্তর :যুগান্তের কবি মানহারা মানবী তথা আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করবেন।। 
১৩. ‘তােমার অপমানিত ইতিহাসে’–ইতিহাস কীভাবে অপমানিত হয়েছিল ? 
উত্তর : সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ওপর পৈশাচিক অত্যাচার চালায়। সাম্রাজ্যবাদীদের এই কৃতকর্মই আফ্রিকার ইতিহাসকে অপমানিত করেছিল।
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর | Class 10 Africa Poem Question Answer | Madhyamik Bengali Suggestion 2023
সংক্ষিপ্ত – ৩ নম্বরের প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক –
১. “এল ওরা লােহার হাতকড়ি নিয়ে’–‘ওরা কারা? ওরা আসার পর কী হয়েছিল?
অথবা “এল মানুষ ধরার দল”—মানুষ ধরার দল’ কারা? তারা আসার পর কী হয়েছিল? 
অথবা, সভ্যের বর্বর লােভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা’—সভ্যের বর্বর লােভ কী? তা কীভাবে নির্লজ্জ অমানুষকে নগ্ন করেছিল? 
অথবা ‘পঙ্কিল হল ধূলি তােমার রক্তে অশ্রুতে মিশে’—তােমার’ বলতে কার? তার রক্ত অশু কেন ঝরেছিল? ১+২ 
উত্তর :
উৎস : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আফ্রিকা’ কবিতা থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে।
প্রশ্নোদ্ধৃত অংশে ‘ওরা’ বলতে তথাকথিত সভ্য সাম্রাজ্যলােভী; “মানুষধরার দলের’ কথা বলা হয়েছে।
সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকা মহাদেশে সম্পদের লােভে ভিড় করেছিল। তারা নির্মম শােষণের দ্বারা আফ্রিকাকে করায়ত্ত করার নির্লজ্জ প্রতিযােগিতায় অবতীর্ণ হয়েছিল। ফলস্বরূপ আফ্রিকাকে হতে হয়েছিল-মানহারা, লাঞ্ছিতা, অপমানিতা ও লুণ্ঠিতা।
প্রদত্ত মন্তব্যের মধ্য দিয়ে এই সাম্রাজ্যবাদী শক্তির নিষ্ঠুরতা ও দাস প্রথার নির্মমতার ইঙ্গিত প্রস্ফুটিত হয়েছে।
২. তার সেই অধৈর্যে ঘন-ঘন মাথা নাড়ার দিনে’—“তার’ বলতে কার? সেই দিন কী হয়েছিল? 
অথবা, “ছিনিয়ে নিয়ে গেল তােমাকে’—কে, কাকে কীভাবে ছিনিয়ে নিয়ে গেল? অথবা আফ্রিকার জন্ম বৃত্তান্তটি লেখাে। 
অথবা, বাঁধলে তােমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলাের অন্তঃপুরে—কাকে কীভাবে কৃপণ আলাের অন্তঃপুরে বন্দি করা হয়েছিল? 
অথবা, বাঁধলে তােমাকে বনস্পতির নিবিড় পাহারায়’-তােমাকে বলতে কাকে? তাকে কীভাবে বনস্পতির পাহারায় আবদ্ধ করা হয়েছিল? 
অথবা, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত’—কে, কেন নিজের সৃষ্টিকে বিধ্বস্ত করেছিলেন? 
অথবা, ‘এল মানুষ-ধরার দল’—মানুষ ধরার দলের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল? 
অথবা, আফ্রিকা’ কবিতা অনুসারে আফ্রিকা মহাদেশের উদ্ভবের ইতিহাস আলােচনা করাে।
উত্তর :
উৎস : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আফ্রিকা’ কবিতা থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে।
প্রশ্নোদ্ধৃত অংশে তার’ বলতে স্রষ্টার কথা বলা হয়েছে।
বহুকাল পূর্বে স্রষ্টা যখন সৃষ্টিকার্যে রত ছিলেন, সেই আদিম উদ্ৰান্ত কালখণ্ডে নিজের সৃষ্টিজনিত অতৃপ্তির কারণে তিনি বারবার সৃষ্টিকর্মকে বিধ্বস্ত করে নিখুততর করতে চেয়েছিলেন। সেই দিন রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় বনস্পতির নিবিড় পাহারায়। সে পাহারা ছিল নিচ্ছিদ্র আর অভেদ্য। সূর্যালােক পর্যন্ত সেখানে প্রবেশ করতে পারত না। তাই সূর্যরশ্মি বিহীন আফ্রিকার অন্দরমহল ছিল কৃপণ আলাের অন্তঃপুর।
৩. সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়’—কাদের পাড়ার কথা বলা
হয়েছে? সেখানে কী কী হয়েছিল? 
উত্তর :
উৎস : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আফ্রিকা’ কবিতা থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে।
প্রশ্নোদ্ধৃত অংশে ‘মানুষ ধরার দল’ তথা সাম্রাজ্যবাদীদের পাড়ার কথা বলা হয়েছে।
যখন সাম্রাজ্যবাদীদের দল আফ্রিকার ওপর বর্বরােচিত অত্যাচার চালাচ্ছে, ঠিক তখনই সমুদ্রের অপর প্রান্তে সাম্রাজ্যবাদীদের পাড়ায় বিরাজ করছে অদ্ভুত বৈপরীত্যময় চিত্র। সেখানে—(ক) পরম কল্যাণময় দেবতার উপাসনায় মন্দিরে-মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে। (খ) নিস্পাপ শিশুরা নিশ্চিন্ত মনে মায়ের কোলে খেলছে। (গ) কবির সংগীতে ধ্বনিত হচ্ছে সুন্দরের আরাধনা।
৪. দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে’–“মানহারা মানবী’ কে? তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে? ১+২ 
অথবা “বলাে ক্ষমা করাে”—কার কাছে কেন ক্ষমা চাইতে বলা হয়েছে? 
উত্তর :
উৎস :বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আফ্রিকা’ কবিতা থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে।
সাম্রাজ্যবাদী শক্তির নির্লজ্জ অত্যাচারে আফ্রিকার সম্মান ভূলুণ্ঠিত, তাই কবি ‘মানহারা মানবী’ বলতে হৃতসর্বস্ব আফ্রিকাকে বুঝিয়েছেন।
সভ্যতাদর্পী বর্বর সাম্রাজ্যবাদীদের পাশবিক অত্যাচারে আফ্রিকা চূড়ান্ত অপমানিত, লাঞ্ছিত ও রক্তাক্ত। তার সম্মান ভূলুণ্ঠিত। সৃষ্টির এই কালিমা মােচনের দায় সৃষ্টিকর্তারই। তাই কবি যুগান্তের কবিকে আহ্বান করেছেন ‘মানহারা মানবী’আফ্রিকার দ্বারপ্রান্তে নতমস্তকে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করার জন্য।
 ৫, এসাে যুগান্তের কবি’—“যুগান্তের কবি’ কে? কোন্ পরিস্থিতিতে তাকে আহ্বান করা হয়েছে?
 অথবা, সেই হােক তােমার সভ্যতার শেষ পুণ্যবাণী’—পুণ্যবাণীটি কী? কোন্প রিস্থিতিতে তা অনিবার্য ?
উত্তর :
উৎস : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আফ্রিকা’ কবিতা থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে।
যুগকে অতিক্রম করতে পারেন যিনি, তিনিই হলেন যুগান্তের কবি। অর্থাৎ, আলােচ্য অংশে ‘যুগান্তের কবি’ বলতে স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে বােঝানাে হয়েছে।
সভ্যতাদর্পী বর্বর সাম্রাজ্যবাদীদের পাশবিক অত্যাচারে আফ্রিকা চূড়ান্ত অপমানিত লাঞ্ছিত ও রক্তাক্ত। তার সম্মান ভূলুণ্ঠিত। সৃষ্টির এই কালিমা মােচনের দায় সৃষ্টিকর্তারই। তাই কবি যুগান্তের কবিকে আহ্বান করেছেন মানহারা মানবী’ আফ্রিকার দ্বারপ্রান্তে নতমস্তকে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করার জন্য।
নিঃশর্ত ক্ষমা প্রার্থনার মধ্য দিয়েই বিপন্নতার ঝােড়াে বাতাসে রুদ্ধশ্বাস পৃথিবীকে রক্ষা করা সম্ভব। কবি আশাবাদী যে, হিংস্র প্রলাপে ভরা এই পৃথিবীতে ‘ক্ষমা কর’ শব্দগুচ্ছের উচ্চারণই হবে সভ্যতার শেষ পুণ্যবাণী।
বাকি সাজেশন গুলোর লিঙ্ক
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর | Gyan Chokkhu Class 10 Question Answer | মাধ্যমিক বাংলা সাজেশন 2023
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Asukhi Ekjon Kobita Question Answer | মাধ্যমিক বাংলা সাজেশন 2023
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
 
					 
		
ধন্যবাদ ,🙏