Madhyamik Geography Suggestion 2023 PDF | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩

এখানে আমরা Madhyamik Geography Suggestion 2023 PDF (মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩) নিয়ে এসেছি। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। আশা করি এই সাজেশন থেকেই তোমরা পরীক্ষায় ৯০% কমন পেয়ে যাবে।

Madhyamik Geography Suggestion 2023 PDF | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩

মাধ্যমিক ফাইনাল পরীক্ষা ২০২৩ এ যাতে তোমরা ভালো ফল রেজাল্ট করতে পারো, সেই জন্য আমরা এখানে মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ প্রকাশ করলাম। এখানে ২,৩, ৫ নম্বরের সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হল। খুবই শীঘ্রই উত্তর গুলিও আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। সেগুলোর লিঙ্ক এই পেজেই প্রতিটি প্রশ্নের মাঝে পেয়ে যাবে। আশা করি এই 2023 Madhyamik Geography Suggestion টি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। ধন্যবাদ

Madhyamik Geography Suggestion 2023

90% Common

2, 3, 5 নম্বরের প্রশ্ন উত্তর


বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

2 নম্বরের প্রশ্ন

অবরােহণ বলতে কী বোঝ? 
আরােহণ বলতে কী বােঝ? 
ক্ষয়ীভবন বলতে কী বােঝ? 
নগ্নীভবন কাকে বলে?
বহিজাত প্রক্রিয়া কাকে বলে?

3 নম্বরের প্রশ্ন

অবরােহণ ও আরােহণের মধ্যে পার্থক্য লেখাে। 
বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 
অবরােহণ, আরােহণ ও পর্যায়ন—এই তিনটি প্রক্রিয়ার সম্পর্ক ব্যাখ্যা দাও। 

নদীর বিভিন্ন কাজ (ক্ষয়, বহন, অবক্ষেপণ) ও ভূমিরূপ

2 নম্বরের প্রশ্ন

নদী অববাহিকা কী ? 
জলবিভাজিকা কী?
ধারণ অববাহিকা কী ? 
ষষ্ঠ খাতের সূত্র কী? 
জলচক্র কী ?
নদী উপত্যকা কী ?
অশ্বক্ষুরাকৃতি হ্রদ কী ?
খাঁড়ি কী ?
আদর্শ নদী কাকে বলে ?
শাখানদী কী ?

3 নম্বরের প্রশ্ন

গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো।
পলল শঙ্কু ও পলল ব্যজনী পার্থক্য লেখো।
নদীর ক্ষয়কাজের বিভিন্ন প্রক্রিয়াগুলি লেখাে। 
নদীর বহন কার্যের প্রক্রিয়া লেখাে।
জলপ্রপাতের পশ্চাদপসারণ’ হয় কেন ?
বদ্বীপের শ্রেণিবিভাগ করো।
নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো।

5 নম্বরের প্রশ্ন

নদীর ক্ষয়জাত তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও।

হিমবাহের কাজ ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ

2 নম্বরের প্রশ্ন

হিমরেখা কী ?
হিমশৈল কী?
পার্বত্য বা উপত্যকা হিমবাহ কাকে বলে? 
মহাদেশীয় হিমবাহ কী ?
ক্রেভাস কী ?
বার্গস্রুন্ড কী ?
এসকার কী ?
ড্রামলিন কী?
নুনাটাকস কী?

3 নম্বরের প্রশ্ন

রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য নিরূপণ করাে। 
মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য লেখাে। 
“অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়”—ব্যাখ্যা করাে।
হিমবাহের ক্ষয়ের প্রক্রিয়াগুলি লেখাে। 

5 নম্বরের প্রশ্ন

হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও।
হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপের বিবরণ দাও।

বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপসমূহ 

2 নম্বরের প্রশ্ন

লোয়েশ কী?
বাখান কী?
দক্ষিণ গােলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম কী ?
ইনসেলবার্জ কী?
ডেসার্ট পেভমেন্ট কী?

3 নম্বরের প্রশ্ন

পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য লেখাে।
জিউগেন ও ইয়ারদাং-এর পার্থক্য লেখাে।
অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির পার্থক্য লেখো।
মরুকরন কী ? মরুবিস্তারের কারণ কী ?
মরু বিস্তার প্রতিরোধের উপায়গুলি লেখো।
বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে? 

5 নম্বরের প্রশ্ন

বায়ুর সয়জাত ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। 

বায়ুমণ্ডলের ধারণা, উপাদান, স্তরবিন্যাস

2 নম্বরের প্রশ্ন

অ্যারােসল কী? 
আকাশের রং নীল দেখি কেন? 
বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব কী?

বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের ধারণা

2 নম্বরের প্রশ্ন

অ্যাপলটন স্তর কী?
আইসােথার্মাল জোন কী?
ল্যাপস রেট কী?
ট্রলােপজ কী? 
স্ট্রাটোপজ কী?
জেটবায়ু কী ? 
মেরুজ্যোতি কী ?

3 নম্বরের প্রশ্ন

ট্রপােস্ফিয়ার ও স্ট্যাট্রোস্ফিয়ারের পার্থক্য লেখাে।
ট্রপােস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উয়তা কমে যায় কেন? 
ট্রপােস্ফিয়ারকে ক্ষুদ্ধমণ্ডল বলার কারণ কী?
ওজোন স্তরের গুরুত্ব লেখাে।
ওজন স্তরের বিনাশের প্রভাবগুলি লেখাে।
উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বর্ণনা করাে। 

বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন

2 নম্বরের প্রশ্ন

মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন?
সমােষ্ণরেখা কী ? 
কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে?
অ্যালবেডো কী?
ইনসোলেশান কী ?
গ্রিন হাউস প্রভাব কী ?
এল নিনো কাকে বলে ?
লা নিনা কাকে বলে ?

3 নম্বরের প্রশ্ন

ভারতের জলবায়ুতে এল নিনাে ও লা নিনাের প্রভাব লেখাে।
বায়ু উত্তপ্ত হবার পদ্ধতি কী কী?
বৈপরীত্য উত্তাপের কারণ কী?

5 নম্বরের প্রশ্ন

পৃথিবীর বায়ুমণ্ডলের উয়তার তারতম্যের কারণগুলি লেখাে।
বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখাে।

বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ

2 নম্বরের প্রশ্ন

ফেরেল সূত্র কী?
বাইস ব্যালট সূত্র কী?
ভােলড্রাম বা ITCZ কী? 
অশ্ব অক্ষাংশ কী?
কোরিওলিস শক্তি কী ?
ক্যাটাবেটিক বায়ু কী ?
অ্যানাবেটিক বায়ু কী?
জিওস্ট্রপিক বায়ু কী?
MONEX কী ?
চিনুক কী?
ফন কী?

3 নম্বরের প্রশ্ন

সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখাে।
ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখাে।
বায়ুর চাপ বলয়ের সীমানা পরিবর্তনের কারণ কী?
মহাদেশের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? ব্যাখ্যা করাে।
‘মৌসুমি বায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ু বৃহৎ সংস্করণ’—ব্যাখ্যা করাে।
জেট বায়ু কী? জেট বায়ুর বৈশিষ্ট্য লেখাে। 

5 নম্বরের প্রশ্ন

পৃথিবীর বায়ু চাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক লেখাে।
পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও। 

বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ

2 নম্বরের প্রশ্ন

শিশিরাঙ্ক কী ?
বৃষ্টিচ্ছায়া অঞ্চল কাকে বলে ?
শিলাবৃষ্টি কী ?
অধঃক্ষেপণ কী?
সমবর্ষণ রেখা কী?
সীমান্ত কী ?
সম্পৃক্ত বায়ু কী ?

3 নম্বরের প্রশ্ন

আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার পার্থক্য
আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বেশি কেন?
নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন?

5 নম্বরের প্রশ্ন

ভূমধ্যসাগরীয় জলবায়ু অলের বৈশিষ্ট্য লেখাে।
মৌসুমি জলবায়র বৈশিষ্ট্য লেখাে।
বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ করো।

বারিমণ্ডল

2 নম্বরের প্রশ্ন

হিমপ্রাচীর কী?
শৈবাল সাগর কী?
মগ্নচড়া কী?
সমুদ্রস্রোত কী ?
জায়র কী ?
উপসাগরীয় স্রোত কী ?

3 নম্বরের প্রশ্ন

নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা, ঝড়ঝঞ্ঝা সৃষ্টির কারণ কী ?
সমুদ্রতরঙ্গ ও সমুদ্রস্রোতের পার্থক্য লেখো।
উষ্ণ স্রোত ও শীতল স্রোতের পার্থক্য লেখো

5 নম্বরের প্রশ্ন

সমুদ্রস্রোত সৃষ্টির কারণ আলোচনা করো।
পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব বা গুরুত্ব লেখাে।

জোয়ার ভাটা

2 নম্বরের প্রশ্ন

বান ডাকা কী ?
সিজিগি কী ?
ষাড়াষাঁড়ি বান কী ?
জোয়ার ভাটা কী?

3 নম্বরের প্রশ্ন

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য লেখো।
মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য লেখো।
পেরিজি ও অ্যাপোজির পার্থক্য লেখো।
কোন্ স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় 24 ঘঃ 52 মিনিট হয় কেন ?

5 নম্বরের প্রশ্ন

জোয়ার ভাটার কারণ আলোচনা করো।

বর্জ্য ব্যাবস্থাপনা

2 নম্বরের প্রশ্ন

গ্যাসীয় বর্জ কী?
তরল বর্জ্য কী?
তেজস্ক্রিয় বর্জ্য কী?
কঠিন বর্জ্য কী?
বর্জ্যের পুনর্নবীকরণ কী ?
ইউট্রোফিকেশন কী ?
বর্জ্য পদার্থ কী ?
বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কী বোঝ?
বর্জ্যের পৃথকীকরণ কীভাবে হয় ?
ভরাটকরণ কী ?
বৈদ্যুতিন বর্জ্য বা E-বর্জ্য কী ?

3 নম্বরের প্রশ্ন

জৈব ভঙ্গুর বর্জ্য ওজৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখাে।
বর্জ্য ব্যবস্থাপনায় 5R গুরুত্ব লেখাে।
বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি লেখাে।
বর্জ্য ব্যবস্থাপনার প্রয়ােজনীয়তা লেখাে
ভাগীরথী-হুগলি নদীতে বর্জ্যের প্রভাব লেখাে। 
বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা।
পরিবেশের উপর বর্জ্যের প্রভাব লেখাে। 

ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ

2 নম্বরের প্রশ্ন

ভারতের অবস্থান লেখাে।
ভারতের সীমানা নির্দেশ করাে।
ছিটমহল কী?
ভারতের কতগুলি রাজ্যে উপকূলরেখা রয়েছে?
ভারতের কোন কোন রাজ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে
নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের কোন রাজ্য সীমানা স্পর্শ করেছে?

ভারতের ভূপ্রকৃতি

2 নম্বরের প্রশ্ন

কারেওয়া কী ?
মালনাদ কী ?
ভাবর কী? 
পূর্বাচল কী ?
দুন কী?
তরাই কী ? 
বাগার কী?
আকসাই চিন কী?
মরুস্থলী কী ?
বরেন্দ্র ভূমি কী ?
রােহি কী ? 
তাল কী?

3 নম্বরের প্রশ্ন

ভাবর ও তরাই-এর পার্থক্য লেখাে।
মালনাদ ও ময়দান-এর পার্থক্য লেখাে। 

5 নম্বরের প্রশ্ন

দৈর্ঘ্য অনুসারে (পূর্ব থেকে পশ্চিম) হিমালয় পর্বতের শ্রেণিবিভাগ করাে।
প্রস্থবরাবর (উত্তর থেকে দক্ষিণ) হিমালয় পর্বতের শ্রেণিবিভাগ করাে।

ভারতের জলসম্পদ

2 নম্বরের প্রশ্ন

ভারতে জলবিভাজিকারগুলির নাম লেখো।
গঙ্গার উপনদীগুলির নাম লেখো।
বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য লেখো।
উত্তর ভারতে নলকূপের প্রাধান্য বেশি কেন লেখো।
দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ প্রচলিত কেন?
জলবিভাজিকা উন্নয়নের দুটি উদ্দেশ্য লেখো।
ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন?

3 নম্বরের প্রশ্ন

বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কী? এর উদ্দেশ্য লেখো।
বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা।
অতিরিক্ত ভৌম জল উত্তোলনের প্রভাব লেখাে।

5 নম্বরের প্রশ্ন

উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য লেখাে।

ভারতের জলবায়ু

2 নম্বরের প্রশ্ন

কালবৈশাখী কী ?
লু কী ?
আঁধি কী ?
আশ্বিনের ঝড় কী ?
মৌসুমি বিস্ফোরণ কী ?
আম্রবৃষ্টি কী ?
ভারতের তিনটি বন্যাপ্রবণ ও তিনটি খরাপ্রবণ অঞ্চলের নাম বলো। 

3 নম্বরের প্রশ্ন

ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে হিমালয় পর্বতের প্রভাব কী?
করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন ?
মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখাে।

5 নম্বরের প্রশ্ন

ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখাে।

ভারতের মৃত্তিকা

2 নম্বরের প্রশ্ন

ঝুম চাষ কী ?
অপভূমি বা Badland কী ?
শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কী ?
রেগুর কী ?

3 নম্বরের প্রশ্ন

ভাঙ্গর ও খাদারের পার্থক্য লেখো।
মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো।

5 নম্বরের প্রশ্ন

মাটির শ্রেণিবিভাগ করে যে-কোনো দুটির বিবরণ দাও।

ভারতের স্বাভাবিক উদ্ভিদ

2 নম্বরের প্রশ্ন

আল্পীয় উদ্ভিদ কী ?
যৌথ বন ব্যবস্থা কী ?
লবণাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্য কী ?
সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কী ?
কৃষি বনসৃজনের উদ্দেশ্য কী ?

3 নম্বরের প্রশ্ন

অরণ্য সংরক্ষণের উপায় লেখাে।
ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য ও ক্রান্তীয় পর্ণমােচী অরণ্যের পার্থক্য। 

5 নম্বরের প্রশ্ন

ভারতে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগ করে যে-কোনাে দুটির বিবরণ দাও।

ভারতের কৃষিকাজ

2 নম্বরের প্রশ্ন

কৃষিকাজ কী ?
উদ্যান কৃষি কী ?
অর্থকরী ফসল কী ?
বাগিচা কৃষি কী ?
জায়িদ শস্য কী ?
শস্যাবর্তন কৃষি কী ?
জীবিকাভিত্তিক কৃষি কী ?
বাগিচা কৃষি কী ?

3 নম্বরের প্রশ্ন

খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখাে।
পাঞ্জাব-হরিয়ানার কৃষি সমৃদ্ধির কারণ কী?  
সবুজ বিপ্লবের ফলাফল আলোচনা করো।
ভারতীয় কৃষির সমস্যার সমাধানকল্পে গৃহীত ব্যবস্থাগুলি কী?

5 নম্বরের প্রশ্ন

কার্পাস চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো।
চা চাষের অনুকূল পরিবেশগুলি লেখো।
কফি চাষের অনুকূল পরিবেশ লেখো।
ইক্ষু চাষের অনুকূল পরিবেশ লেখাে।
পাঞ্জাব-হরিয়ানায় কৃষি সমৃদ্ধির কারণ কী? 
সবুজ বিপ্লবের ফলাফল আলােচনা করাে।

ভারতের শিল্প 

2 নম্বরের প্রশ্ন

অনুসারী শিল্প কী ?
SAIL কী ?
লৌহ-ইস্পাতের কাঁচামালগুলি লেখো।
ভারতে তিনটি সংকর ইস্পাতের নাম করো।
শেকড় আলগা শিল্প কী ?
ইঞ্জিনিয়ারিং শিল্প কী ?
পেট্রোরসায়নকে কেন উদীয়মান শিল্প বলে?
ভারতে তিনটি ভিন্ন রাজ্যে অবস্থিত মোটর গাড়ি নির্মাণকেন্দ্রের নাম বলো ?

3 নম্বরের প্রশ্ন

আমেদাবাদ ভারতের ম্যাঞ্চেস্টার কেন ?
“দুর্গাপুর ভারতের রূঢ়” কেন ?

5 নম্বরের প্রশ্ন

ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নতির কারণ লেখো।
পশ্চিম ভারতে কার্পাস শিল্পের একদেশীভবনের কারণ কী?
পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ কী?

ভারতের জনসংখ্যা 

2 নম্বরের প্রশ্ন

নগরায়ণ কী? 
জনঘনত্ব কী?
জনবিস্ফোরণ কী?
স্থিতিশীল উন্নয়ন কী?
শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী ?
মহানগর ও মেগাসিটি নগর কী ?

3 নম্বরের প্রশ্ন

ভারতে শহর গড়ে উঠার কারণ?
ভারতে নগরায়ণের সমস্যা লেখাে।

5 নম্বরের প্রশ্ন

ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণ কী?

ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যাবস্থা

2 নম্বরের প্রশ্ন

পুনঃরপ্তানি বন্দর কী ?
শিপিং লাইন ও শিপিং লেন কী ?
ইন্টারনেটের গুরুত্ব কী ?
যােগাযােগ কী?
পশ্চাদভূমি কী ?
হীরক চতুর্ভুজ কী ?
পরিপূরক বন্দর কী ? 

3 নম্বরের প্রশ্ন

পরিবহন ও যোগাযোগের পার্থক্য লেখো।
সড়ক, রেল, জলপথের তিনটি করে সুবিধা লেখো।
পরিবহন ব্যবস্থার গুরুত্ব কী ?
রেলপথকে জাতীয় জীবনরেখা বলে কেন ?

উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র

2 নম্বরের প্রশ্ন

দূর সংবেদন (Remote Sensing ) কী ?
সেন্সর কী ?
ছদ্ম রং (False Colour Composite) কী?
তড়িৎচুম্বকীয় বর্ণালী কী?
স্পট হাইট কী?
সমােন্নতি রেখা কী?

3 নম্বরের প্রশ্ন

সান-সিনক্রোনাস উপগ্রহ ও জিওস্টেশনারি উপগ্রহের পার্থক্য।
উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের পার্থক্য।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য লেখো।
উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো।
উপগ্রহ চিত্রের পর্যায়গুলি লেখাে।
ভূবৈচিত্র্য মানচিত্র ব্যবহৃত স্কেল সম্পর্কে লেখো।
উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো।

বাকি সাজেশন গুলোর লিঙ্ক

Madhyamik English Suggestion 2024

Madhyamik Bengali Suggestion 2024 PDF | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

Madhyamik Geography Suggestion 2024 PDF | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪

Madhyamik History Suggestion 2024 PDF | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

Madhyamik Life Science Suggestion 2024 PDF | মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন ২০২৪

Madhyamik Physical Science Suggestion 2024 PDF | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৪

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

3 thoughts on “Madhyamik Geography Suggestion 2023 PDF | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩”

Leave a Comment