Class 10 Bengali First Unit Test Exam Suggestion 2022 | দশম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষা সাজেশন

Dear students, Class 10 Bengali First Unit Test Exam Suggestion 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা দশম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষা সাজেশন নিয়ে এসেছি।

First Unit Test Exam Suggestion 2022

Bengali (বাংলা )

Class 10 (দশম শ্রেনী)


Class 10 Bengali Suggestion 2022

পর্যায়পাঠ্য বিষয়
প্রথম পর্যায়ক্রমিক (পূর্ণমান ৪০ অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন ১০) আয় আরাে বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম, অসুখী একজন,কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদকোনি ১-৩০ পাতা

জ্ঞানচক্ষু- আশাপূর্ণা দেবী

৩ মার্কের জন্য :

১. তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়’ – তপন পুলকিত হওয়ার কারণ কি?

২. ‘বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা’- কোন কথাটা উঠেছিল?

৩. তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গােনে- তপন কৃতার্থ হয়েছিল কেন?

৪.আঃ ছােটমাসি ভালাে হবে না বলছি- কার উক্তি? এই হুমকির কারণ কি?

৫. কিন্তু তাই কি সম্ভব – কি সম্ভব নয় বলে বক্তার মনে হয়েছে?

৬. আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম৷- আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের কোন চেষ্টার কথা বলা হয়েছে ?

৭. “আজ আর অন্য কথা নেই’ – আজ দিনটির বিশেষত্ব কি? সেই দিন আর অন্য কথা নেই কেন?

৮. ‘শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন’- দুঃখের মুহূর্তটি কি ? তপন কি সংকল্প করেছিল?

৯. “তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের’ – তার চেয়ে বলতে কী বােঝানাে হয়েছে?

৫ মার্কের জন্য :

১. রত্নের মূল্য জহুরির কাছেই – রত্ন ও জহুরী বলতে কী বােঝানাে হয়েছে? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও।

২. কিন্তু নতুন মেলােমশাই কে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের নতুন মেসাের এর পরিচয় দাও। তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারন কি ?

৩. পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে-কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে ? একে অলৌকিক বলার কারণ কি?

৪. তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। – আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে ? এমন মনে হওয়ার কারণ কি?

অসখী একজন – পাবলাে নেরুদা

৩ মার্কের জন্য :

১. ‘একদিকে রাস্তায় ঘাস জন্মায়,অন্যদিকে পাথরের মত বছরগুলাে মাথার ওপর নিয়ে মেয়েটির অপেক্ষা করে’। – এই বৈপরীত্যের ছবিটি কবিতায় কেমন ভাবে ধরা দিয়েছে ব্যাখ্যা করাে।

২. ‘পাথরের মতাে পরপর পাথরের মতাে বছরগুলাে’ – বছরগুলােকে পাথরের মতাে বলা হয়েছে কেন?

৩. ‘সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা’- বলতে কবি কী বুঝিয়েছেন? 

৪. শান্ত হলুদ দেবতারা’- দেবতাদের শান্ত হলুদ’ বলা হয়েছে কেন? তাদের কী পরিণতি হয়েছিল?

৫ মার্কের জন্য :

১, “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়’– অপেক্ষামান সেই নারীর মধ্যে দিয়ে কবি মানবীয় ভালােবাসার যে অনির্বান দীপ্তি কে ফুটিয়ে তুলেছেন, পাঠ্য কবিতা অবলম্বনে আলােচনা করাে।

২. ‘তারপর যুদ্ধ এলাে’ – পার্থ কবিতায় কোভিদ যুদ্ধের যে আশ্চর্য করুন ও মর্মস্পর্শী ছবি এঁকেছে তা নিজের ভাষায় লেখাে,

৩, “যেখানে ছিল শহর’- ‘সেখানে’ শব্দটি প্রয়ােগ করার কারণ কি? শহরটির কি হয়েছিল ?

আয় আরাে বেঁধে বেঁধে থাকি – শঙ্খ ঘােষ

৩ মার্কের জন্য :

১. “আমাদের ঘর উড়ে গেছে’-উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করাে।

২. ‘আয় আরাে বেঁধে বেঁধে থাকি’ -এ আমন্ত্রণ কেন?

৩. “আমাদের পথ নেই’ -বলার কারণ কি?

৪. পৃথিবী হয়তাে গেছে মরে – এমন সংশয় এর কারণ কি?

৫ মার্কের জন্য :

১. “আমাদের পথ নেই কোন’ -কবি কোন পরিস্থিতিতে ‘পথ নেই কোনাে’ বলেছেন এবং এখান থেকে কোন পথ খুঁজে পেয়েছেন কবি অবলম্বনে আলােচনা করাে।

২. আমাদের ইতিহাস নেই / অথবা এমনই ইতিহাস – ‘ইতিহাস’ বলতে কী বােঝাে? কবি ‘আমাদের ইতিহাস নেই’ বলে সংশয় প্রকাশ করেছেন করাে।

৩. আমাদের শিশুদের শব/ ছড়ানাে রয়েছে কাছে দূরে – কার কোন কবিতার অংশ? মূলগ্রন্থের নাম কি ? পাঠ্যকবিতা অনুসারে পঙক্তি দুটির তাৎপর্য আলােচনা করো l

আফ্রিকা – রবীন্দ্রনাথ ঠাকুর 

৩ মার্কের জন্য :

১. ‘স্নষ্ঠা যখন নিজের প্রতি অসন্তোষে’-স্রষ্টা কে? তিনি নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন কেন ? 

২. ‘ছিনিয়ে নিয়ে গেলাে তােমাকে’- তােমাকে বলতে কাকে বােঝানাে হয়েছে ? কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে ?

৩. ‘হাই ছায়াবৃত্ত’- ছায়াবৃত্ত কে? তাকে ছায়াবৃত্ত বলার কারণ কি?

৪. এল ওরা লােহার হাতকড়ি নিয়ে – ওরা কারা? পঙক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো l

৫. ‘সভ্যের বর্বর লােভ / নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষ’- তাৎপর্য বুঝিয়ে দাও l

৬. ‘সমুদ্রপাড়ের সেই মুহূর্তেই’ – ‘সমুদ্রে পাবে’ বলতে কী বােঝানাে হয়েছে ? সেই মুহূর্তে কি ঘটেছিল ?

৫ মার্কের জন্য :

১. আফ্রিকা কবিতাটি নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলােচনা করাে।

২. বিদ্রুপ করেছিলে ভীষণকে / বিরূপের ছদ্মবেশে / শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে – ভীষণকে বিদ্রুপ করা বলতে কী বােঝানাে হয়েছে ? ‘আফ্রিকা’ কবিতায় বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে হার মানানাের তাৎপর্য কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও।

৩. দাঁড়াও ওই মনােহরা মানবীর দ্বারে – কাকে দাঁড়াতে বলা হয়েছে ? ‘মানহারা মানবী সম্বােধনের কারণ কী ?

হারিয়ে যাওয়া কালিকলম – শ্রীপান্থ

৫ মার্কের জন্য :

১. ‘কালগুনে বুঝি বা আজ আমরাও তাই ‘- ‘আমরা’ কারা ? তা-ই বলতে কী বােঝানাে হয়েছে?

২. “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই’- কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জানাে লেখাে।

৩. ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে যে নানা ধরনের কলম এব বর্ণনা পাওয়া গেছে তা সংক্ষেপে আলােচনা করাে।

৪. এককালে বাংলায় তাকে বলা হতাে ঝর্ণা কলম – ‘তাকে’ বলতে কী বােঝানাে হয়েছে ? ঝর্ণা কলমের ইতিহাস সম্পর্কে যা জানাে লেখাে,

৫. ‘দোয়াতে যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত’- ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধের লেখক শ্রীপান্থ কালির দোয়াতের যে বৈচিত্রের কথা লিখেছেন , তা আলােচনা করাে।

৬. ‘ফলে আমার মতাে আর কেউ নিশ্চয়ই বিপন্ন বােধ করছেন’- ‘আমার মত আর কেউ বলতে কাদের কথা বলা হয়েছে? তারা বিপন্ন বােধ করছেন কেন ?

৭. ‘মােগল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান’- তাদের বলতে কাদের কথা বলা হয়েছে ? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও।

৮. ‘কলমকে বলা হয় তলােয়াবের চেয়েও শক্তিধর’- বিষয়টি পরিস্ফুট কলেজ। এমন বলার কারণ কি বলে তােমার মনে হয়?

৯. ‘সুতরাং , যখন দেখি এত পরিবর্তনের মধ্যে কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালাে লাগে – কোন পরিবর্তনের কথা বলা হয়েছে ? কলম আঁকড়ে পড়ে থাকার কয়েকটি নিদর্শন প্রবন্ধ অনুসারে লেখাে ৷

Read Also:

Class 10 English 1st Unit Test Question 2022

Class 10 Physical Science (ভৌতবিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 10 Life Science (জীবন বিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 10 History (ইতিহাস) 1st Unit Test Question 2022

Class 10 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022

Class 10 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022

Class 10 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “Class 10 Bengali First Unit Test Exam Suggestion 2022 | দশম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষা সাজেশন”

Leave a Comment

error: Content is protected !!