Class 10 History Suggestion 2022 Chapter 1 Itihaser Dharona MCQ SAQ | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা

Class 10 History Suggestion 2022 Chapter 1 Itihaser Dharona MCQ SAQ will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ এর জন্য় প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে MCQ SAQ নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকেই তোমরা ৮০% কমন পেয়ে যাবে। Class 10 History এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করো

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২

প্রথম অধ্যায় – ইতিহাসের ধারণা

বহুমুখী উত্তরধর্মী প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, স্তম্ভ মেলানো, সত্য-মিথ্যা নির্ণয়


Class 10 History Suggestion 2022 Chapter 1 Itihaser Dharona MCQ SAQ

(ক) সঠিক উত্তরটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান ১)

১) ‘History’ বা ইতিহাস শব্দটি এসেছে গ্রিকশব্দ ‘Historia’ থেকে যার অর্থ – 

(ক) অনুসন্ধান

(খ) অতীত কথা 

(গ) জ্ঞান

(ঘ) ঐতিহ্য 

উত্তর: (ক) অনুসন্ধান

২) ‘ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয় বেশিও নয়’ – বলেছিলেন – 

(ক) র‍্যাঙ্কে

(খ) ট্রাভেলিয়ন 

(গ) বিউরি 

(ঘ) রনজিৎ গুহ

উত্তর: (গ) বিউরি 

৩) ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছেন

(ক) হেরােডােটাস 

(খ) থুকিডিডিস

(গ) র‍্যাঙ্কে

(ঘ) জি.এম. ট্রাভেলিয়ন 

উত্তর: (ঘ) জি.এম. ট্রাভেলিয়ন

৪) নুতন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় – 

(ক) অষ্টাদশ শতকে

(খ) ঊনবিংশ শতকের ৪০ এর দশকে 

(গ) বিংশ শতকের ৬০ এর দশকে 

(ঘ) বিংশ শতকে ৯০ এর দশকে

উত্তর: (গ) বিংশ শতকের ৬০ এর দশকে 

৫) ফটোগ্রাফি’ শব্দটির অর্থ হল – 

(ক) আলাে দিয়ে দেখা 

(খ) ছবি আঁকা 

(গ) ছবি তােলা 

(ঘ) ছবি বাঁধানাে 

উত্তর: (ক) আলাে দিয়ে দেখা 

৬) চলচিত্র সংক্রান্ত পঠন-পাঠন বিদ্যাকে বলা হয় – 

(ক) সিনেমা 

(খ) থিয়েটার 

(গ) ফিলম স্টাডিজ 

(ঘ) কোনটিই নয়

উত্তর: (গ) ফিলম স্টাডিজ

৭) নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে তুলেছিলেন – 

(ক) মেধা পাটেকার 

(খ) নানা পাটেকার 

(গ) মহত্মা গান্ধী 

(ঘ) সবাই

উত্তর: (ক) মেধা পাটেকার 

৮) পরিবেশ সংক্রান্ত পঠন-পাঠন কী নামে পরিচিত ? 

(ক) Oikos 

(খ) Logos 

(গ) Ecology 

(ঘ) Environment Science 

উত্তর: (গ) Ecology

৯) কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে – 

(ক) ফটোগ্রাফির ইতিহাসের

(খ) খেলাধূলার ইতিহাসের 

(গ) বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের 

(ঘ) পরিবেশের ইতিহাসের 

উত্তর: (গ) বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের 

১০) আন্তর্জাতিক নারীদিবস পালিত হয় – 

(ক) ৫ই জুন

(খ) ৫ই সেপ্টেম্বর 

(গ) ৮ই মার্চ 

(ঘ) ১২ই ফেব্রুয়ারী 

উত্তর: (গ) ৮ই মার্চ 

১১) ‘সত্তর বৎসর’ গ্রন্থটি রচনা করেন – 

(ক) সরলাদেবী

(খ) বিপিনচন্দ্র পাল 

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর 

(ঘ) জওহরলাল নেহরু

উত্তর: (খ) বিপিনচন্দ্র পাল 

১২) বাংলার বিশ্বকর্মা নামে কে পরিচিত —

(ক) যামিনী রায় 

(খ) রাজেন্দ্র নাথ মুখার্জী 

(গ) ব্রজেন্দ্ৰ নাথ শীল 

(ঘ) নন্দলাল বসু 

উত্তর: (খ) রাজেন্দ্র নাথ মুখার্জী 

১৩) পৃথিবীর সর্বপ্রাচীন খেলা হল – 

(ক) ক্রিকেট

(খ) ফুটবল

(গ) জুডাে 

(ঘ) মানাকোলা

উত্তর: (ঘ) মানাকোলা

১৪) ভারতের বর্তমানে জাতীয় খেলা কোনটি ? 

(ক) ক্রিকেট

(খ) ফুটবল 

(গ) হকি 

(ঘ) কবাডি

উত্তর: (গ) হকি 

১৫) সরলাদেবী লিখেছিলেন –

(ক) সত্তর বৎসর 

(খ) ছেড়ে আসা গ্রাম

(গ) জীবনের ঝরাপাতা 

(ঘ) জীবনস্মৃতি 

উত্তর: (গ) জীবনের ঝরাপাতা

১৬) রবীন্দ্রনাথ নীচের কোন গ্রন্থটি রচনা করেন – 

(ক) সত্তর বৎসর 

(খ) ছেড়ে আসা গ্রাম

(গ) জীবনের ঝরাপাতা 

(ঘ) জীবনস্মৃতি

উত্তর: (ঘ) জীবনস্মৃতি

১৭) ইন্দিরাগান্ধীকে লেখা জওহরলাল নেহরুর Letters from a Father to His Daughter-এর হিন্দি অনুবাদ করেছিলেন— 

(ক) মুন্সী প্রেমচন্দ্র 

(খ) বিহারীলাল 

(গ) বুদ্ধদেব বসু

(ঘ) বিজয় গােস্বামী

উত্তর: (ক) মুন্সী প্রেমচন্দ্র 

(খ) দু-একটি শব্দে উত্তর দাও: (প্রতিটি প্রশ্নের মান ১)

১) খেলার ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন ঐতিহাসিকের নাম লেখাে।

উত্তর: আশীস নন্দী, রামচন্দ্র গুপ্ত, বােরিয়া মজুমদার, শৌভিক নাহা।

২) মােহনবাগান দল কবে প্রথম আই.এফ.এ. শিল্ড জয় করে ? 

উত্তর: ১৯১১ খ্রিষ্টাব্দে। 

৩) দাবা খেলার স্রষ্টা কে? 

উত্তর: রাবণের স্ত্রী মন্দোদরী। 

৪) ‘ইকোফেমিনিজম’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ? 

উত্তর: ফরাসি নারীবাদী পন্ডিত ফ্রাঁসােয়া দোবান। 

৫) মহাফেজখানা কী? 

উত্তর: সরকারি নথিপত্র যেখানে সংরক্ষণ করে রাখা হয় তাকে মহাফেজ খানা বলে।

৬) কারা কবে ‘অ্যানালস পত্রিকা’ প্রকাশ করেন ?

অথবা কবে, কারা ‘অ্যানালস গােষ্ঠী গড়ে তােলেন ? 

উত্তর: ১৯২৮ খ্রিষ্টাব্দে লুসিয়েন ফেভর ও মার্ক ব্লখ।

৭) ‘টপ্পা’ কী ? 

উত্তর: পাঞ্জাবের উটচালকদের গান টপ্পা নামে পরিচিত। এই গানের প্রবর্তক গােলাম নবি।

৮) ভারতীয় সংগীতের উৎস কী ? 

উত্তর: সামবেদ। 

৯) গজল’ কী ? 

উত্তর: আরবের রাজার প্রতি স্তুতিমূলক গানের প্রস্তবনাকে বলে গজল। 

১০) কোন্ দেশে চলচিত্রের জন্ম হয় ? 

উত্তর: ফ্রান্সে।

১১) আধুনিক তথা নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য কী ? 

উত্তর: সমাজের সমগ্রদিক অনুসন্ধান অর্থাৎ সামগ্রিক ইতিহাস (Total History)-র চর্চা করা।

১২) ভারতে প্রথম লিখিত গ্রন্থ কোনটি? 

উত্তর: ঋকবেদ।

১৩) ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি? 

উত্তর: কহ্লনের রাজতরঙ্গিনী।

১৪) ভারতের নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক কে ?

উত্তর: রণজিৎ গুহ

১৫) ভারতের প্রথম তথ্যচিত্র কোনটি ? 

উত্তর: পুন্ডলিক। এটি ১৯১২ খ্রিষ্টাব্দের মে মাসে প্রকাশ পায়।

১৬) একেই বলে শুটিং’ গ্রন্থটি কে রচনা করেন ? 

উত্তর: সত্যজিৎ রায়।

১৭) প্রথম জনগণনা কবে শুরু হয় ? 

উত্তর: ১৮৮১ খ্রিষ্টাব্দে। 

১৮) পরিবেশ ইতিহাসচর্চা কোন দেশে প্রথম শুরু হয় ? 

উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রে (১৯৪০-৫০ দশকে)। 

১৯) কবে প্রথম পরিবেশ দিবস পালিত হয় ? 

উত্তর: ১৯৭৪ খ্রিষ্টাব্দে ৫ জুন। 

২০) চিপকো আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন ? 

উত্তর: সুন্দরলাল বহুগুনা।

(গ) স্তম্ভ মেলাও:

বাম স্তম্ভডান স্তম্ভ
১। কেরালার পুরুষ ও নারীর পােশাক ।(ক) ধুতিকুর্তা ও শাড়ী
২। পশ্চিমবঙ্গের পুরুষ ও নারীর পােশাক(খ) অঙ্গরাখা ও চান্নিয়াচোলি
৩। পাঞ্জাবের পুরুষ ও নারীর পােশাক।(গ) মুন্ডুজামা ও শাড়ী
৪। গুজরাটের পুরুষ ও নারীর পােশাক।(ঘ) লুঙ্গি-কুর্তা ও সালােয়ার কামিজ
৫। ভিক্টোরিয়া মেমােরিয়াল হল প্রতিষ্ঠা।(ঙ) কাদম্বিনী গাঙ্গুলি।
৬। ভারতের প্রথম মহিলা চিকিৎসক।(চ) আশালতা সরকার
৭। আমি সূর্য সেনের কন্যা।(ছ) গােবিন্দ নিহালনি 
৮। তমস।(জ) ১৯০১

উত্তর:

বাম স্তম্ভডান স্তম্ভ
১। কেরালার পুরুষ ও নারীর পােশাক ।(গ) মুন্ডুজামা ও শাড়ী
২। পশ্চিমবঙ্গের পুরুষ ও নারীর পােশাক(ক) ধুতিকুর্তা ও শাড়ী
৩। পাঞ্জাবের পুরুষ ও নারীর পােশাক।(ঘ) লুঙ্গি-কুর্তা ও সালােয়ার কামিজ
৪। গুজরাটের পুরুষ ও নারীর পােশাক।(খ) অঙ্গরাখা ও চান্নিয়াচোলি
৫। ভিক্টোরিয়া মেমােরিয়াল হল প্রতিষ্ঠা।(জ) ১৯০১
৬। ভারতের প্রথম মহিলা চিকিৎসক।(ঙ) কাদম্বিনী গাঙ্গুলি
৭। আমি সূর্য সেনের কন্যা।(চ) আশালতা সরকার
৮। তমস।(ছ) গােবিন্দ নিহালনি 

(ঘ) সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 

১) ভারতের প্রথম মােটরগাড়ির মালিক জামসেদজি টাটা ।

উত্তর: সত্য

২) বাঙালীদের মধ্যে প্রথম ফুটবল খেলেন নগেন্দ্রনাথ সর্বাধিকারী ।

উত্তর: সত্য

৩) ‘দ্য সিনেমা’ গ্রন্থ রচনা করেন – পামকুক। 

উত্তর: সত্য

৪) ভারতে আলু খাওয়ার প্রবর্তন করেন পর্তুগীজরা।

উত্তর: সত্য

৫) সত্যরাণি ভেক্টোরিয়ার স্মৃতিসৌধ হল – ভিক্টোরিয়া মেমােরিয়াল। 

উত্তর: সত্য

৬) ‘উড়ন্ত শিখ’ বলা হয় দৌড়বিদ মিলখা সিংকে। 

উত্তর: সত্য

Read Also

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment