Class 10 History Suggestion 2022 Chapter 2 Reform: Characteristics and Observations MCQ SAQ | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ দ্বিতীয় অধ্যায় সংস্কারঃ বৈশিষ্ট্য ও মূল্যায়ণ

Class 10 History Suggestion 2022 Chapter 2 Reform: Characteristics and Observations MCQ SAQ will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ এর দ্বিতীয় অধ্যায় সংস্কারঃ বৈশিষ্ট্য ও মূল্যায়ণ থেকে MCQ SAQ নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকেই তোমরা 90% কমন পেয়ে যাবে। Class 10 History এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করো

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২

দ্বিতীয় অধ্যায় – সংস্কারঃ বৈশিষ্ট্য ও মূল্যায়ণ

বহুমুখী উত্তরধর্মী প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সত্য-মিথ্যা নির্ণয়


Class 10 History Suggestion 2022 Chapter 2 Reform: Characteristics and Observations MCQ SAQ

(ক) সঠিক উত্তরটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান ১) 

১) ‘বামাবােধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন ?

(ক) উমেশচন্দ্র দত্ত 

(খ) গঙ্গাকিশাের ভট্টাচার্য 

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

(ঘ) অক্ষয়কুমার দত্ত 

উত্তর: (ক) উমেশচন্দ্র দত্ত

২) ‘কলকাতা কমলালয়’ ছিল বটতলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন। এর সম্পাদক ছিলেন – 

(ক) ব্ৰত্মবান্ধব উপাধ্যায় 

(খ) মার্শম্যান

(গ) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় 

(ঘ) গিরিশচন্দ্র ঘােষ 

উত্তর: (গ) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়

৩) সাপ্তাহিক পত্রিকা হিন্দু পেট্রিয়টের প্রতিষ্ঠাতা এবং প্রথম সম্পাদক ছিলেন – 

(ক) ব্ৰত্মবান্ধব উপাধ্যায় 

(খ) মার্শম্যান

(গ) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় 

(ঘ) গিরিশচন্দ্র ঘােষ 

উত্তর: (ঘ) গিরিশচন্দ্র ঘােষ

৪) ‘হুতােম প্যাঁচা’ কার ছদ্মনাম ছিল ? 

(ক) কালীপ্রসন্ন সিংহ 

(খ) দীনবন্ধু মিত্র

(গ) কাঙাল হরিনাথ 

(ঘ) হরিশচন্দ্র মুখার্জী 

উত্তর: (ক) কালীপ্রসন্ন সিংহ 

৫) গ্রামবার্তা প্রকাশিকা নামক মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন –

(ক) কালীপ্রসন্ন সিংহ 

(খ) দীনবন্ধু মিত্র

(গ) কাঙাল হরিনাথ 

(ঘ) হরিশচন্দ্র মুখার্জী 

উত্তর: (গ) কাঙাল হরিনাথ 

৬) কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ? 

(ক) ১৭৮১ খ্রিঃ 

(খ) ১৮০০ খ্রিঃ 

(গ) ১৮৩৫ খ্রিঃ

(ঘ) ১৮৫৩ খ্রিঃ 

উত্তর: (গ) ১৮৩৫ খ্রিঃ

৭) রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ বলে অভিহিত করেছেন – 

(ক) বিদ্যাসাগরকে

(খ) রাজা রামমােহন রায়কে 

(গ) রাধাকান্ত দেবকে

(ঘ) ডিরােজিওকে 

উত্তর: (খ) রাজা রামমােহন রায়কে

৮) ‘নীলদর্পণ’ নাটক রচনা করেন – 

(ক) দীনবন্ধু মিত্র

(খ) মাইকেল মধুসূদন দত্ত 

(গ) গিরিশচন্দ্র ঘােষ

(ঘ) কালীপ্রসন্ন সিংহ 

উত্তর: (ক) দীনবন্ধু মিত্র

৯) হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? 

(ক) ১৮১৩ খ্রিঃ

(খ) ১৮২৩ খ্রিঃ 

(গ) ১৮১৭ খ্রিঃ

(ঘ) ১৮৫৭ খ্রিঃ 

উত্তর: (গ) ১৮১৭ খ্রিঃ

১০) কলকাতা, মাদ্রাজ, বােম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – 

(ক) ১৮১৩ খ্রিঃ

(খ) ১৮২৩ খ্রিঃ 

(গ) ১৮১৭ খ্রিঃ 

(ঘ) ১৮৫৭ খ্রিঃ 

উত্তর: (ঘ) ১৮৫৭ খ্রিঃ

১১) ‘আত্মীয়সভা’ (১৮১৫ খ্রি:) প্রতিষ্ঠা করেন –

(ক) রাজা রামমােহন রায় 

(খ) কেশবচন্দ্র সেন

(গ) রাধানাথ শিকদার 

(ঘ) ডিরােজিও

উত্তর: (ক) রাজা রামমােহন রায়  

১২) নব্যবঙ্গ গােষ্ঠীর মধ্যমনি ছিলেন – 

(ক) ডিরােজিও

(খ) রামমােহন

(গ) বিদ্যাসাগর

(ঘ) ডেভিড হেয়ার

উত্তর: (ক) ডিরােজিও 

১৩) ১৮৩৯ খ্রিষ্টাব্দে তত্ত্ববােধিনী সভা প্রতিষ্ঠা করেন –

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর 

(খ) রামমােহন রায়

(গ) বিদ্যাসাগর

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর 

উত্তর: (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর  

১৪) ‘ব্ৰহ্বানন্দ’ নামে কে পরিচিত ছিলেন ?

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর 

(খ) কেশবচন্দ্র সেন 

(গ) আত্মারাম পান্ডুরঙ্গ 

(ঘ) রামমােহন রায়

উত্তর: (খ) কেশবচন্দ্র সেন 

১৫) বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিবারণ আইন কবে পাশ করেন – 

(ক) ১৭২৯ খ্রিঃ

(খ) ১৮২৯ খ্রিঃ

(গ) ১৮৫৬ খ্রিঃ

(ঘ) ১৮৭২ খ্রিঃ 

উত্তর: (খ) ১৮২৯ খ্রিঃ

১৬) ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন’ প্রতিষ্ঠিত হয় – 

(ক) ১৮৫০ খ্রিঃ

(খ) ১৮৬০ খ্রিঃ 

(গ) ১৮৫১ খ্রিঃ

(ঘ) ১৯৫১ খ্রিঃ 

উত্তর: (গ) ১৮৫১ খ্রিঃ

(খ) সত্য অথবা মিথ্যা নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান ১) 

১) নীলদর্পণের ইংরেজী অনুবাদ প্রকাশিত হয় পাদ্রি লংসাহেবের নামে। 

উত্তর: সত্য 

২) নীলদর্পণকে আংকল টমস কেবিনের সঙ্গে তুলনা করেন বঙ্কিমচন্দ্র।

উত্তর: সত্য

৩) সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন ঈশ্বরগুপ্ত।

উত্তর: সত্য 

৪) ‘আধুনিক ভারতের জনক’বলা হয় রাজা রামমােহন রায়কে। 

উত্তর: সত্য

৫) দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুগামীদের সংগঠন ‘আদিব্রাক্মসমাজ’নামে পরিচিত।

উত্তর: সত্য

৬) ‘চুইয়ে পড়াতত্ত্ব প্রচার করেন মেকলে। 

উত্তর: সত্য

৭) হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। 

উত্তর: সত্য

৮) তিন আইন ১৮৭২ খ্রিষ্টাব্দে পাশ হয়।

উত্তর: সত্য

(গ) দু-একটি শব্দে উত্তর দাও (প্রতিটি প্রশ্নের মান ১)

১) বামা বােধিনী সভা কে, কবে প্রতিষ্ঠা করেন? 

উত্তর: উমেশচন্দ্র দত্ত, ১৮৬৩ খ্রিষ্টাব্দে। 

২) হিন্দু পেট্রিয়ট পত্রিকা কবে প্রকাশিত হয়? 

উত্তর: ১৮৫৩ খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারী।

৩) হুতােম প্যাঁচার নকশা’ গ্রন্থটি কে, কবে রচনা করেন? 

উত্তর: কালীপ্রসন্ন সিংহ, ১৮৬২ খ্রিষ্টাব্দে। 

৪) নীলদর্পন নাটক কে, কবে রচনা করেন? 

উত্তর: দীনবন্ধু মিত্র ১৮৬০ খ্রিষ্টাব্দে। 

৫) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কবে প্রকাশিত হয়? 

উত্তর: ১৮৬৩ খ্রিষ্টাব্দে।

৬) বাংলা ছাপা অক্ষরের নকশা কে তৈরী করেন? 

উত্তর: চার্লস উইলকিনস, ১৭৮৭ খ্রিষ্টাব্দে।

৭) জনশিক্ষা কমিটি বা জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন কে, কবে গঠন করেন? 

উত্তর: লর্ড আমহার্স্ট, ১৮২৩ খ্রিষ্টাব্দে। 

৮) শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 

উত্তর: ১৭৯৩ খ্রিষ্টাব্দে। ব্যাপটিস্ট মিশনারি উইলিয়াম কেরি, তাঁর স্ত্রী অ্যানা কেরি এবং পুত্র ফেলিক্রা কেরির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। 

৯) জেনারেল আসেম্বলিজ ইনস্টিটিউশন কে, কবে প্রতিষ্ঠা করেন? 

উত্তর: স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ, ১৮৩০ খ্রিষ্টাব্দে।

১০) সেন্ট জেভিয়ার্স কলেজ কবে, কারা প্রতিষ্ঠা করেন? 

উত্তর: ১৮৩৫ খ্রিষ্টাব্দে, বেলজিয়ামের জেসুইট মিশনারিরা। 

১১) বেথুন স্কুল কবে প্রতিষ্ঠিত হয়? 

উত্তর: ১৮৪৯ খ্রি: ৭ মে। প্রতিষ্ঠা করেন জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন।

১২) প্রথম বাঙালি মহিলা ডাক্তার কে? 

উত্তর: কাদম্বিনী গাঙ্গুলি। 

১৩) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি (ভাইস চ্যান্সেলর) কে ?

উত্তর: স্যার জেমস উইলিয়াম কোলভিল।

১৪) সতীদাহ প্রথা কবে রদ হয় ? 

উত্তর: ১৮২৯ খ্রিষ্টাব্দে।

১৫) অ্যাকাডেমিক অ্যাসােসিয়েশন কে, কবে গড়ে তােলেন? 

উত্তর: হেনরি লুই ভিভিয়ান ডিরােজিও, ১৮২৭ খ্রিষ্টাব্দে।

১৬) বিধবা বিবাহ আইন কে, কবে পাশ করেন ? 

উত্তর: লর্ড ক্যানিং, ১৮৫৬ খ্রিষ্টাব্দে।

১৭) হুগলির ইমামবাড়া কে তৈরী করেন? 

উত্তর: হাজী মহম্মদ মহসীন।

Read Also

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment