Class 10 History Suggestion 2022 Chapter 3 Protirodh O Bidroho MCQ and Short Answers will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ এর তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ থেকে MCQ SAQ নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকেই তোমরা 90% কমন পেয়ে যাবে। সাফল্যের চাবিকাঠি মাধ্যমিক ইতিহাস (রায় ও রহমান), দশম শ্রেণি ভূগােল চ্যালেঞ্জার এর মত Class 10 History Suggestion 2022 এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করো।
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২
তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ
বহুমুখী উত্তরধর্মী প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Class 10 History Suggestion 2022 Chapter 3 Protirodh O Bidroho MCQ and Short Answers
(ক) সঠিক উত্তরটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1.‘বাংলার নানাসাহেব’ নামে পরিচিত –
(ক) বিষ্ণুচরণ বিশ্বাস
(খ) টিপু সুলতান
(গ) রামরতন মল্লিক
(ঘ) বিরসা মুন্ডা
Ans : (গ) রামরতন মল্লিক
2.ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন –
(ক) ফরাজি
(খ) সন্ন্যাসী-ফকির
(গ) কৃষক
(ঘ) নীল
Ans : (খ) সন্ন্যাসী-ফকির
3.খুৎকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে —
(ক) সাঁওতাল
(খ) মুন্ডা
(গ) কোল
(ঘ) ভিল
Ans : (খ) মুন্ডা
4.ভিল বিদ্রোহের নেতা ছিলেন –
(ক) সিধু
(খ) বিরসা মুন্ডা
(গ) শিউরাম
(ঘ) তিতুমীর
Ans : (গ) শিউরাম
5.‘ভারতীয় অরণ্য আইন কবে পাশ হয় –
(ক) ১৮৫৫ খ্রিঃ
(খ) ১৮৬৪ খ্রিঃ
(গ) ১৮৬৫ খ্রিঃ
(ঘ) ১৮৭৮ খ্রিঃ
Ans :(গ) ১৮৬৫ খ্রিঃ
6.‘নীলদর্পণ’ রচনা করেন –
(ক) দীনবন্ধু মিত্র
(খ) হরিশ মুখার্জী
(গ) মধুসূদন দত্ত।
(ঘ) জেমস লঙ
Ans : (ক) দীনবন্ধু মিত্র
7.‘দামিন-ই-কোহ’ বলতে বােঝায় –
(ক) দিনাজপুর
(খ) হুগলি
(গ) উত্তর ২৪ পরগনা
(ঘ) পাহাড়ের প্রান্তদেশ
Ans : (ঘ) পাহাড়ের প্রান্তদেশ
8.মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন –
(ক) সিধু
(খ) বিরসা মুন্ডা
(গ) বুদ্ধভগৎ
(ঘ) তিতুমির
Ans : (খ) বিরসা মুন্ডা
9.দেবী চৌধুরাণী’ রচনা করেন –
(ক) হরিশচন্দ্র
(খ) বিপানচন্দ্র
(গ) বঙ্কিমচন্দ্র
(ঘ) রমেশচন্দ্র
Ans : (গ) বঙ্কিমচন্দ্র
10.ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন –
(ক) শরিয়ৎ উল্লাহ
(খ) দুদু মিঞা
(গ) তিতুমির
(ঘ) করিম শাহ
Ans : (ক) শরিয়ৎ উল্লাহ
11.কোথাকার অধিকাংশ কৃষিজীবীদের চুয়াড় বলা হত ?
(ক) জঙ্গলমহল
(খ) কোচবিহার
(গ) মালদা
(ঘ) উড়িষ্যা
Ans : (ক) জঙ্গলমহল
12.কোল বিদ্রোহ (১৮৩১-৩২) হয়েছিল –
(ক) উত্তরবঙ্গে
(খ) পূর্ববঙ্গে
(গ) ছােটনাগপুরে
(ঘ) ভাগলপুরে
Ans : (গ) ছােটনাগপুরে
13.সাঁওতাল বিদ্রোহের আত্মপ্রকাশ ঘটে –
(ক) ১৮৫৫ খ্রিঃ
(খ) ১৭৫৫ খ্রিঃ
(গ) ১৯৫৫ খ্রিঃ
(ঘ) ১৭৩৯ খ্রিঃ
Ans : (ক) ১৮৫৫ খ্রিঃ
14.ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় –
(ক) ভারতে
(খ) চিনে
(গ) আরবদেশে
(ঘ) জাপানে
Ans : (গ) আরবদেশে
15.বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন।
(ক) দুদু মিঞা
(খ) দিগম্বর বিশ্বাস
(গ) তিতুমির
(ঘ) বিরসা মুন্ডা
Ans : (গ) তিতুমির
16.ভারতে নীলচাষ শুরু হয় –
(ক) ১৭০৭ খ্রিঃ
(খ) ১৭১৭ খ্রিঃ
(গ) ১৭৫৭ খ্রিঃ
(ঘ) ১৭৭৭ খ্রিঃ
Ans : (ঘ) ১৭৭৭ খ্রিঃ
(গ) দু-একটি শব্দে উত্তর দাও (প্রতিটি প্রশ্নের মান ১)
1.মােপলাবিদ্রোহ কোথায় সংঘটিত হয় ?
Ans : মালাবার উপকূলে।
2.দেবী সিংহ কে ছিলেন ?
Ans : দেবী সিংহ ছিলেন ওয়ারেন হেস্টিংস কর্তৃক নিযুক্ত রংপুর ও দিনাজপুরের ইজারাদার।
3.কে ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন ?
Ans : সৈয়দ আহমেদ।
4.তিনকাঠিয়া’ ব্যবস্থা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল ?
Ans : নীলবিদ্রোহ।
5.মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে কে পরিচিত ছিলেন ?
Ans : রাণি শিরােমনি।
6. “দিকু’ কাদের বলা হয় ?
Ans : উপজাতি সম্প্রদায়ের কাছে বহিরাগত মহাজনরা দিকু নামে পরিচিত ছিল।
7.কে নিজেকে ‘ধরতি আবা’ বলে ঘােষণা করেন ?
Ans : বিরসা মুন্ডা।
8.প্রশাসনিকস্তরে পৃথক বনবিভাগ কবে স্থাপিত হয় ?
Ans : ১৮৬৪ খ্রিঃ।
9.সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখাে।
Ans : সিধু, কানু।
10.প্রথম কেচুয়াড় বিদ্রোহশুরু করেন ?
Ans : ধলভূমের রাজা জগন্নাথ সিংহ।
Read Also
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।