Class 10 History Suggestion 2022 Chapter 5 MCQ and Short Answers will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ এর পঞ্চম অধ্যায় – বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে MCQ SAQ নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকেই তোমরা 90% কমন পেয়ে যাবে। Class 10 History Suggestion 2022 এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করো।
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২
পঞ্চম অধ্যায় – বিকল্প চিন্তা ও উদ্যোগ
বহুমুখী উত্তরধর্মী প্রশ্নোত্তর (MCQ)
* সঠিক উত্তরটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1. ভারতে ‘হাফটোন’ প্রিন্টিং পদ্ধতি চালু করেন –
(ক) উপেন্দ্রকিশাের রায়
(খ) সুকুমার রায়
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) চার্লস উইলকিন্স
Ans : (ক) উপেন্দ্রকিশাের রায়
2. ১৭৭৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ (AGrammar of the Bengali Language) এর লেখকহলেন—
(ক) পঞ্চানন কর্মকার
(খ) হ্যালহেড
(গ) উইলকিন্স
(ঘ) ওয়ারেন হেস্টিংস
Ans : (খ) হ্যালহেড
3. শ্রীরামপুর মিশন প্রেস (১৮০০খ্রিঃ) স্থাপন করেন—
(ক) উইলিয়াম কেরি
(খ) মার্শম্যান
(গ) ওয়ার্ড
(ঘ) উইলকিন্স
Ans : (ক) উইলিয়াম কেরি
4. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হল –
(ক) বেঙ্গল গেজেট
(খ) সমাচার দর্পন
(গ) দিগদর্শন
(ঘ) সংবাদ কৌমুদী
Ans : (গ) দিগদর্শন
5. ১৮১৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা দিগদর্শন ও মাসিক পত্রিকা সমাচার দর্পন-এর সম্পাদক ছিলেন —
(ক) উইলিয়াম কেরি
(খ) মার্শম্যান
(গ) ওয়ার্ড
(ঘ) উইলকিন্স
Ans : (খ) মার্শম্যান
6. বাঙালি প্রথম মুদ্রাকর ও প্রকাশক হলেন —
(ক) গঙ্গাকিশাের
(খ) পঞ্চানন কর্মকার
(গ) উপেন্দ্র কিশাের
(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
Ans : (ক) গঙ্গাকিশাের
7. ভারতে প্রথম ছাপাখানা কারা গড়ে তােলেন (ভারতের গােয়াতে) —-
(ক) ইংরেজরা
(খ) ফরাসিরা
(গ) পর্তুগীজরা
(ঘ) ভারতীয়রা
Ans : (গ) পর্তুগীজরা
8. ইউ.এন.রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল –
(ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে
(খ) বাংলায় চিকিৎসা বিদ্যার ব্যাপারে
(গ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে
(ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে
Ans : (ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে
9. ‘সন্দেশ’ পত্রিকার (১৯১৩ খ্রিঃ) সম্পাদক কে ছিলেন।—-
(ক) উপেন্দ্রকিশাের রায়
(খ) সুকুমার রায়
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) চার্লস উইলকিন্স
Ans : (ক) উপেন্দ্রকিশাের রায়
10. ভারতবর্ষীয় বিজ্ঞান সভা (IACS) কবে প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৮৭০ খ্রিঃ
(খ) ১৮৭৬ খ্রিঃ
(গ) ১৯০১ খ্রিঃ
(ঘ) ১৯১৭ খ্রিঃ
Ans : (খ) ১৮৭৬ খ্রিঃ
11. বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা করেন –
(ক) রাধানাথ শিকদার
(খ) প্রমথনাথ বসু
(গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
(ঘ) জগদীশচন্দ্র বস
Ans : (ঘ) জগদীশচন্দ্র বস
12. বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন –
(ক) রাধানাথ শিকদার
(খ) প্রমথনাথ বসু
(গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
(ঘ) জগদীশচন্দ্র বসু
Ans : (গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
13. জাতীয় সাবান কারখানা কে প্রতিষ্ঠা করেন?
(ক) ব্রজেন্দ্রনাথ শীল
(খ) ব্রাডফোর্ড লেমলি
(গ) নীলরতন সরকার
(ঘ) প্রফুল্লচন্দ্র রায়
Ans : (গ) নীলরতন সরকার
14. মুদ্রণ ব্যবস্থার ধাত্রী’বলা হয় ?
(ক) ভারতকে
(খ) চিনকে
(গ) ইংল্যান্ডকে
(ঘ) পর্তুগালকে
Ans : (খ) চিনকে
15. ৮৩৮ খ্রিষ্টাব্দেচিনে প্রকাশিত বিশ্বের প্রথম মুদ্রিত গ্রন্থ হল –
(ক) হীরক সূত্র
(খ) বেঙ্গল গেজেট
(গ) দিগদর্শন।
(ঘ) সমাচার দর্পণ
Ans : (ক) হীরক সূত্র
16. বাংলা মুদ্রণ শিল্পের জনকহলেন—
অথবা, কেবাংলা অক্ষরের নকশা নির্মাণ করেন।
(ক) গুটেনবার্গ
(খ) পানন কর্মকার
(গ) উইলকিন্স
(ঘ) হিকি
Ans : (গ) উইলকিন্স
গ্রন্থের নাম | লেখক | প্রকাশকাল |
শিশুশিক্ষা | মদনমােহন তর্কালঙ্কার | ১৮৪৯-৫০ |
বর্ণপরিচয় | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | ১৮৫৫ |
আলালের ঘরেদুলাল | প্যারীচাঁদমিত্র | ১৮৫৮ |
সংবাদ কৌমুদী | ভবানীচরণ | ১৮২১ |
কলকাতাকমলালয় | ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় | ১৮২১ |
নববাবু বিলাস | ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় | ১৮২৫ |
সমাচার চন্দ্রিকা | ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় | ১৮২২ |
আবােল তাবােল | সুকুমার রায় | ১৮২৩ |
সংবাদ প্রভাকর | ঈশ্বরচন্দ্র গুপ্ত | ১৮৩১ |
বেঙ্গল গেজেট | অগাস্টাস হিকি | ১৭৮০ |
সন্দেশ | উপেন্দ্রকিশাের রায় | ১৯১৩ |
1. বিবৃতি : উনবিংশ শতকে ভারতে বহু সভা সমিতি গড়ে উঠেছিল।
ব্যাখ্যা :
ক) ভারতীয়দের মধ্যে জনজাগরণ সৃষ্টির জন্য।
খ) ব্রিটিশ শাসনকে উৎখাত করার জন্য।
গ) সংগঠিত ভাবে দাবী দাওয়া আদায়ের জন্য।
Ans : গ) সংগঠিত ভাবে দাবী দাওয়া আদায়ের জন্য।
2. বিবৃতি : ১৯০৬ খ্রিষ্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
ব্যাখ্যা :
ক) বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।
খ) কারিগরী শিক্ষার উন্নতির জন্য।
গ) জাতীয় শিক্ষা প্রসারের জন্য।
Ans : গ) জাতীয় শিক্ষা প্রসারের জন্য।
Read Also
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।