Class 10 Life Science First Unit Test Model Question 2022 | দশম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট জীবন বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র

Dear students, Class 10 Life Science First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা দশম শ্রেণী প্রথম ইউনিট জীবন বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 10 Life Science First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।

First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

জীবন বিজ্ঞান (Life Science)

Class 10 (দশম শ্রেনী) পূর্ণমান – ৪০

সময় – ১ ঘণ্টা ৩০ মিনিট


বিভাগ – ‘’ 

১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে। 

১.১ উদ্ভিদের কাণ্ড আলাের দিকে বেঁকে যায় – এটি কাণ্ডের

(ক) হাইড্রোট্রপিক চলন

(খ) ফোটোট্রপিক চলন।

(গ) ফোটোন্যাস্টিক চলন

(ঘ) সিসমেন্যাস্টিক চলন 

১.২ থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে যে হরমােন, সেটি হলাে – 

(ক) ACTH

(খ) TSH 

(গ) GH

(ঘ) ADH 

১.৩ তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় ক্রোমােজোমগুলিকে কোশের কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলে সাজানাে দেখলে। দশাটি হলাে— 

(ক) প্রফেজ

(খ) মেটাফেজ 

(গ) অ্যানাফেজ

(ঘ) টেলােফেজ

১.৪ মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটি হলাে — 

(ক) গুরুমস্তিষ্ক

(খ) থ্যালামাস 

(গ) লঘুমস্তিষ্ক

(ঘ) হাইপােথ্যালামাস 

১.৫ কোশের প্রােটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কোশ অঙ্গাণুটি হলাে – (ক) রাইবােজোম

(খ) সেন্ট্রোজোম 

(গ) মাইটোকনড্রিয়া

(ঘ) মাইক্রোটিউবিউল 

১.৬ মাছের মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত ‘V’ আকৃতির পেশির নাম হলাে –

(ক) পেকটোরালিস মাইনর 

(খ) মায়ােটম। 

(গ) পেকটোরালিস মেজর 

(ঘ) কোরাকোব্রাকিয়ালিস

১.৭ কোশচক্রের যে দশায় DNA সংশ্লেষ ঘটে, সেই দশাটির নাম হলাে – 

(ক) G0

(খ) G1

(গ) G2

(ঘ) S 

১.৮ প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে চোখের এমন একটি অংশের নাম হলাে – 

(ক) রেটিনা

(খ) কনীনিকা

(গ) কর্নিয়া

(ঘ) কোরয়েড

বিভাগ – ‘খ’ 

২। নীচের ১১ টি প্রশ্ন থেকে যে-কোনাে ৯টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখাে।

নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শুন্যস্থানগুলি পূরণ করাে (যে-কোনাে দুটি) : ১x২=২ 

২.১ মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় সেটি হলাে,_______।

২.২ মাইটোসিস কোশ বিভাজনের _______ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। 

২.৩ মানুষের মস্তিষ্কের তিনটি স্তরবিশিষ্ট আবরণকে বলে_______। 

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করাে (যে-কোনাে দুটি) : ১x২=২ 

২.৪ সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোশ বিভাজিত হতে পারে না। 

২.৫ শুক্রাশয় একটি বহিঃক্ষরা গ্রন্থি।

২.৬ নিউক্লিওটাইডে ডিঅক্সিরাইবােজ শর্করা ও নাইট্রোজেনঘটিত বেস থাকে।

 ‘A’ স্তম্ভে দেওয়া শব্দের সাথে B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখাে :

A-স্তম্ভB স্তম্ভ
২.৭ ক্রোমােজোমীয় চলন(a) অক্সিন
২.৮ র্যানভিয়ারের পর্ব(b) টেলােফেজ
২.৯ ট্রপিক চলন নিয়ন্ত্রণ(c) অ্যাক্সন
(d) অ্যানাফেজ 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :

২.১০ বিসদৃশটি বেছে লেখাে : অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন।

২.১১ মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদ হরমােনের 

বিভাগ – ‘গ’ 

৩. নীচের ৬টি প্রশ্ন থেকে যে-কোনাে ৪টি প্রশ্নের উত্তর দুই-তিন বাক্যে লেখাে : ২x৪=৮

৩.১ আপদকালীন হরমােন হিসেবে অ্যাড্রেনালিনের দুটি কাজ উল্লেখ করাে। 

৩.২ মানুষের গমনে কঙ্কাল পেশির দুটি ভূমিকা লেখাে। 

৩.৩ ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখাে। 

৩.৪ কৃষিকার্যে অক্সিন হরমােনের দুটি ভূমিকা লেখাে। 

৩.৫ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস ও মিয়ােসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করাে : 

• সম্পাদনের স্থান।

• ক্রোমােজোমের বিভাজনের প্রকৃতি 

৩.৬ প্রাণীদের মাইটোসিস কোশবিভাজনে সাইটোকাইনেসিস কীভাবে ঘটে ?

বিভাগ – ‘ঘ’ 

৪। নীচের ৩টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখাে।

৪.১ স্নায়ুকোশের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করাে এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে।

(ক) ডেনড্রন

(খ) সােয়ান কোশ 

(গ) প্রান্তবুরুশ

(ঘ) অ্যাক্সোলেমা

অথবা

প্রাণীকোশের মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করাে এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে।

(ক) ক্রোমাটিড

(খ) সেন্ট্রোমিয়ার

(গ) ক্রোমােজোমাল তন্তু

(ঘ) ইন্টারজোনাল তন্তু

৪.২ প্রাত্যহিক জীবনে উপযােজনের গুরুত্ব কী? দূরের বস্তু দেখার ক্ষেত্রে কীভাবে উপযােজন ঘটে? ২+৩=৫ 

অথবা

 উদাহরণসহ গমনের যেকোনাে তিনটি চালিকা শক্তি সম্বন্ধে লেখাে। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা লেখাে।

৪.৩ কোশ বিভাজনের দুটি তাৎপর্য লেখাে। অ্যামাইটোসিস কোশ বিভাজন কীভাবে ঘটে? ২+৩=৫

অথবা 

মাইটোসিসের প্রফেজ দশার তিনটি বৈশিষ্ট্য লেখাে। কোশচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কী সমস্যা হয়? ৩+২=৫

Read Also:

Class 10 English 1st Unit Test Question 2022

Class 10 Physical Science (ভৌতবিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 10 Life Science (জীবন বিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 10 History (ইতিহাস) 1st Unit Test Question 2022

Class 10 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022

Class 10 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022

Class 10 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!