Class 3 Amader Poribesh Model Activity Task Part 9 Answer January 2022 | তৃতীয় শ্রেণি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯

প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 3 Amader Poribesh Model Activity Task Part 9 (তৃতীয় শ্রেণি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । ২০২২ এর জানুয়ারী মাস থেকে তোমাদের আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে।

Class 3 Amader Poribesh Model Activity Task Part 9 Answer January 2022

২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 3 Amader Poribesh Model Activity Task Part 9 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।

Model Activity Task Part 9, January 2022

আমাদের পরিবেশ (Environment Science)

তৃতীয় শ্রেণি (Class – III)

পূর্ণমান – ১৫


Class 3 Amader Poribesh Model Activity Task Part 9 Solution

১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১x৩=৩ 

১.১ তােমরা নানারকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করাে, সেটি হলাে— 

(ক) নাক

(খ) জিভ 

(গ) চোখ

(ঘ) কান 

উত্তর : (খ) জিভ 

১.২ ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় – 

(ক) হাতের

(খ) পায়ের 

(গ) কানের

(ঘ) কাঁধের 

উত্তর : (খ) পায়ের 

১.৩ পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না –

(ক) চোখ

(খ) কান 

(গ) নখ

(ঘ) চামড়া 

উত্তর : (গ) নখ

২. শূন্যস্থান পূরণ করাে : ১x৩=৩ 

২.১ মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ __________ উপস্থিতি। 

উত্তর : মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ বুদ্ধির উপস্থিতি। 

২.২ লােহিত কণিকা কমে গেলে __________ হয় l

উত্তর : লােহিত কণিকা কমে গেলে রক্তাল্পতা হয় l

২.৩ শিং আছে এমন একটি প্রাণী হলাে__________। 

উত্তর : শিং আছে এমন একটি প্রাণী হলাে গরু । 

৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও :  ২x৩=৬

৩.১ স্কিপিং-এর সময় শরীরের কোন কোন অংশের কাজ হয় ? 

উত্তর : স্কিপিং- এর সময় কনুই, কব্জি, আঙুল, কাঁধ এবং পা সবেরই অনেক কাজ হয়।

৩.২ কী কারণে কানে শােনার অসুবিধে হয়?

উত্তর : কানে ময়লা জমলে বা কানের পর্দায় আঘাত লাগলে কানে শােনার অসুবিধা হয়।

৩.৩ ব্যায়াম কেন উপকারী? 

উত্তর : ব্যায়াম উপকারী কারণ :

1) নিয়মিত ব্যায়াম করলে শরীর, মন ভালাে থাকে।

2) শরীরের রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ে।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

দাঁত মাজার নিয়ম কী?

উত্তর : দাঁত মাজার সঠিক নিয়ম হলাে:

1) নিচের দাঁতের তল থেকে উপরে ব্রাশ টানতে হবে। আর উপরের দাঁতে উপর থেকে নিচে।

2) সামনে-পিছনে দাঁত ব্রাশ করলে দাঁতের গােড়া ক্ষয় হয়ে যেতে পারে, তাই উপরে নিচে ব্রাশ করতে হবে।

3) পরিমিত মাত্রায় পেস্ট নিয়ে ভালাে মানের টুথব্রাশ ব্যবহার করতে হবে।

Read Also:

Class 3 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 3 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 3 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 3 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 3 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment