মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
গণিত
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন :
(ক) ৩৯০ ÷ ৩ =
(a) ১৩ (b) ৩০ (d) ১৩০ (c) ০৩১
উত্তর: (d) ১৩০
(খ) ২০ x ৫ + ৮ x ৫ =
(a) ২৫ x ৮ (b) ২৮ X ৫ (c) ২০ x ৫ x ৮ (d) ২০ x ৫ x ৮ x ৫
উত্তর: (b) ২৮ X ৫
(গ) △, চিত্রটি হলাে
(a) আয়তাকার চিত্র (b) বর্গাকার চিত্র (c) বৃত্তাকার চিত্র (d) ত্রিভুজাকার চিত্র
উত্তর: (d) ত্রিভুজাকার চিত্র
(ঘ) ৩২ ÷ ৩, ভাগটিতে ভাজ্য হলাে
(a) ৩ (b) ৩২ (c) ১০ (d) ২
উত্তর: (b) ৩২
২. সত্য/মিথ্যা লেখাে (T/F) :
(ক) ৭০ দিনে ৭ সপ্তাহ
উত্তর: মিথ্যা / F
(খ) ৪৪ ÷ ৪ = ৪ ÷ ৪৪
উত্তর: মিথ্যা / F
(গ) 9 চিত্রটিতে, বৃত্তাকার চিত্রের মধ্যে আয়তাকার চিত্র আছে।
উত্তর: সত্য / T
(ঘ) একটি কুনাে ব্যাঙ ১ লাফে ৭ ঘর যায়, ৫ লাফে যায় (৭ + ৫) ঘর।
উত্তর: মিথ্যা / F
৩. বামদিকের সঙ্গে ডানদিক মেলাও (যে-কোনাে ৩টি) :
উত্তর:
৪. (ক) একটি সরলরেখাংশ এবং একটি বক্ররেখাংশ আঁকো।
উত্তর:
(খ) এক ঘুড়ি বিক্রেতা ১৪৮টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম ৬ টাকা হলে, মােট কত টাকা পেয়েছেন?
উত্তর:
(গ) ৩০২ ÷ ৩-এ ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করাে।
উত্তর:
Class 3 Math (গণিত) Part 7 (October) Model Activity Task
Class 3 All Subject Part 7 (October) Model Activity Task
Class 3 Bangla (বাংলা) Model Activity Task Part 6 (September)
Class 3 ENGLISH (ইংরেজি) Model Activity Task Part 6 (September)
Class 3 Poribesh (আমাদের পরিবেশ) Model Activity Task Part 6 (September)
Class 3 Health and Physical Education (স্বাস্থ্য ও শারীরশিক্ষা) Model Activity Task Part 6 (September)
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।