Class 4 Poribesh Model Activity Task Part 6 September 2021 | চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

চতুর্থ শ্রেণি

আমাদের পরিবেশ


১. শূন্যস্থান পূরণ করো :

 

১.১ পৃথিবীর ___________ হলো চাঁদ।

উত্তর: উপগ্রহ ।

 

১.২ তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হলো ____________।

উত্তর: পেট্রোলিয়াম ।

 

১.৩ ভারতের __________ গুহাচিত্র দেখতে পাওয়া যায়।

উত্তর: অজন্তার ।

 

২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :

 

বাম স্তম্ভডান স্তম্ভ
২.১ মৃৎশিল্প(ক) পুরুলিয়া
২.২ ছৌ নাচ(খ) দার্জিলিং 
২.৩ সিল্কের শাড়ি(গ) কৃষ্ণনগর
(ঘ) বিষ্ণুপুর

 

উত্তর :-

 

 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

 

৩.১ আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন ?

উত্তর: আগেকার দিনের মানুষ নানা পশুকে পােষ মানিয়ে ছিল, কারণ মানুষ বুঝতে পেরেছিল পশুকে পােষ । মানালে অনেক সুবিধা। সারা বছর ধরে মাংস, দুধ, ডিম আর চামড়া পাওয়া যাবে। তবে কুকুরকে এসবের জন্য পােষ মানানাে হয়নি , হয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে।

 

৩.২ অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন ?

উত্তর: অমাবস্যায় চাঁদ কে দেখতে পাওয়া যায় না কারণ- আমরা জানি চাঁদের নিজস্ব কোন আলাে নেই,চাঁদ সূর্যের আলােয় আলােকিত হয়। চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায় সূর্যের আলাে সেইপিঠে পড়ে না। আলাের অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না। যদিও চাঁদের উল্টোপিঠে তখন সূর্যের আলাে পড়ে, কিন্তু চাঁদের সেই আলােকিত পিঠ তখন আমাদের চোখের সামনে থাকে না।

 

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

 

৪.১ “বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে” – বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।

উত্তর: জল প্রকৃতির দান। জল না থাকলে আমাদের সকলেরই খুব অসুবিধা হয়। খাওয়া, রান্না করা ,স্নান করা, কাপড় কাচা এসব কাজে আমরা জল ব্যবহার করি। পানীয় জল হল সবচেয়ে দরকারি। বসবাসের কাছাকাছি জল থাকলে খুব সুবিধা হয় এইজন্য অনেক আগে থেকেই মানুষ ঝর্ণা, নদী বা জলাশয় এর কাছাকাছি থাকতে শুরু করেছিল। বাসস্থানের কাছাকাছি জল থাকলে জলপথে আসা-যাওয়া করা যায়, মাছ ধরা যায়, ক্ষেতে জল দিতে সুবিধা হয়। বাড়ির কাছাকাছি নদী থাকলে বেশ নৌকা চালানাে যায়। এছাড়াও নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য, কাঠ,পাথর এবং আরাে জিনিস বয়ে নিয়ে যাওয়া যায়। এইজন্য উপরিউক্ত বক্তব্যটি যথার্থ বলে মনে হয়।

 

 

Class 4 আমাদের পরিবেশ Model Activity Task Part 7 (October 2021)

Class 4 All Subject Model Activity Task Part 7 (October 2021)

Class 4 Bangla (বাংলা) Model Activity Task Part 6 (September)

Class 4 Math (গণিত) Model Activity Task Part 6 (September)

Class 4 ENGLISH (ইংরেজি) Model Activity Task Part 6 (September)

Class 4 Health and Physical Education (স্বাস্থ্য ও শারীরশিক্ষা) Model Activity Task Part 6 (September)

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment