প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 5 Health and Physical Education Model Activity Task Part 9 (পঞ্চম শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । ২০২২ এর জানুয়ারী মাস থেকে তোমাদের আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে।
Class 5 Health and Physical Education Model Activity Task Part 9 Answer January 2022
২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class V Health and Physical Education Model Activity Task Part 9 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task January 2022
Health and Physical Education (স্বাস্থ্য ও শারীরশিক্ষা)
Class – V (পঞ্চম শ্রেণী)
পূর্ণমান – ১৫
অনুকরণ জাতীয় খেলা — কৃষিকাজ
Class Five Health and Physical Education Model Activity Task Part 9 Solution
১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে : ১x১৫ = ১৫
(ক) ভাত বাঙালির প্রিয় চাল থেকে হয় ভাত, কৃষকেরা চাষ করে – খাটে জানি দিন রাত।
(খ) শুকনাে যে আছে মাঠ চাষিরা তাে নেমে পড়ে, লাঙলের ব্যবহারে মাটি উর্বর করে।
(গ) সারাদিন কত কাজ নেই তার চোখে ঘুম, এই বুঝি শুরু হয় বর্ষার মরশুম।
(ঘ) ওইতাে বৃষ্টি নামে টাপুর টুপুর টুপ, চাষিরা কি তার ঘরে এখনও থাকবে চুপ।
(ঙ) বীজ বােনা হল শুরু মাঠখানা ঘুরে ঘুরে, বীজ ছড়ানাের কাজ সারা হল মাঠ জুড়ে।
(চ) বর্ষার বৃষ্টিতে মাটিখানা গেল ভিজে জমি হল উর্বর চাষি ভাই করে কী যে!
(ছ) মাটির গর্ভে হবে ধান রােপণের কাজ, বড়াে ব্যস্ততা তার নাওয়া খাওয়া নেই আজ।
(জ) ঝলমলে সােনা রােদে আকাশটা ঝলমল, সােনালি ধানের খেত আজ বড়াে চঞ্চল।
(ঝ) চাষিরা এসেছে মাঠে খুশিতে আত্মহারা, আনন্দে মেতে ওঠে এই পাড়া ওই পাড়া পাড়া।
(ঞ) চাষিরা এসেছে মাঠে খুশিতে আত্মহারা, আনন্দে মেতে ওঠে এই পাড়া ওই পাড়া l
(ট) চাষিরা যে কত খুশি খুশিতে ভরেছে মন, দু মুঠো জুটবে ভাত ভাবছে সারাক্ষণ l
(ঠ) লােকজন ছুটে গেল উঠোনের কোণে আজ, শুরু হল ওই দ্যাখাে ধান, ঝাড়াইয়ের কাজ।
(ড) ধান ঝেড়ে ফেলা হল রাশি রাশি সােনা ধান, বাইরে রাখলে সব হয়ে যাবে ম্রিয়মাণ।
(ঢ) তাই সব ধান আজ মড়াইয়েতে পেল স্থান, কৃষকের ঘরে আজ ফিরে এল সম্মান।
(ণ) এত যে পরিশ্রম ধন্য যে হল আজ, টেকিতেই শুরু ওই ধান ভাঙানাের কাজ।
শব্দঝুড়ি : ভাত, কৃষকেরা, চোখে, বার, বীজ, ছড়ানাের, গর্ভে, খাওয়া, রােদে, খেত, চাষিরা, পাড়া, খুশি, সারাক্ষণ, ধানকাটা, কৃষকের, উঠোনের, ঝাড়াইয়ের, ঝেড়ে, সােনা, মাঠ, লাঙলের, বৃষ্টি, চুপ, ভিজে, উর্বর, চাষিরা, চাল, চাষি, এল, ধান, পরিশ্রম, ভাঙানাের। |
Read Also:
Class 5 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 5 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 5 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 5 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।