Class 5 Mathematics Model Activity Task January 2022 Answer | পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Class 5 Mathematics Model Activity Task January 2022 (পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। ২০২২ সালে তোমরা যারা নতুন Class 5 (পঞ্চম শ্রেণী) -এ উঠেছো তাদের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক।

Class 5 Mathematics Model Activity Task January 2022 Answer

২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 5 Mathematics Model Activity Task January 2022 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।

Model Activity Task January 2022

Mathematics (গণিত)

Class – V (পঞ্চম শ্রেণী)

পূর্ণমান – ১৫


Class 5 Mathematics Model Activity Task January 2022 Solution

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে –    ১ x ৩ = ৩

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

(ক) ৩১৮ সংখ্যাটিতে –

(a) এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের ৩ গুণ

(b) শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে ৩ বেশি 

(c) শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের ৮ গুণ

(d) এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে ৫ বেশি 

উত্তর: (d) এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে ৫ বেশি 

খ) ৫২০৩ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান –

(a) ০

(b) ১০

(c) ১০০ 

(d) ১০০০

উত্তর: (a) ০

(গ) ১৩২ সংখ্যাটিকে কার্ড দিয়ে প্রকাশ করলে পাবাে–

(a) ২টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড ১টি ১-এর কার্ড 

(b) ৩টে ১-এর কার্ড, ১টি ১০ কার্ড ২টি ১০০-এর কার্ড 

(c) ৩টি ১০০-এর কার্ড, ২টি ১০-এর কার্ড ১টি ১-এর কার্ড 

(d) ১টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড, ২টি ১-এর কার্ড

উত্তর: (d) ১টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড, ২টি ১-এর কার্ড

২. সত্য/মিথ্যা লেখাে : ১x৩=৩

(ক) ৩৯৯ সংখ্যাটির ১ বেশি সংখ্যাটি ৪ অঙ্কবিশিষ্ট। 

উত্তর: মিথ্যা l

(খ) ২৭ সংখ্যাটিকে, ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে ২ কম হবে।

উত্তর: মিথ্যা l

(গ) ২-এর গুণিতক সর্বদা ৩ দ্বারা বিভাজ্য। 

উত্তর: মিথ্যা l

৩. স্তম্ভ মেলাও (যে কোনাে তিনটি) :     ১x৩=৩

(ক) স্তম্ভ(খ) স্তম্ভ
(ক)(a) ২টি সমতল ও ১টি বক্রতল
(খ) (b) ১টি বক্রতল
(গ) (c) ১টি সমতল ও ১টি বক্রতল
(ঘ) (d) ৬টি সমতল

উত্তর:

(ক) স্তম্ভ(খ) স্তম্ভ
(ক)(d) ৬টি সমতল
(খ) (c) ১টি সমতল ও ১টি বক্রতল
(গ) (b) ১টি বক্রতল

৪. (ক)

৬-এর গুণনীয়কগুলি ৪-এরগুণনীয়কগুলি

৬ ও ৪-এর সাধারণ গুণনীয়কগুলি

চিত্রে ২টি বৃত্তের মধ্যে ৬ ও ৪-এর গুণনীয়কগুলি বসাও এবং ২টি বৃত্তের সাধারণ জায়গাটিতে ৬ ও ৪-এর সাধারণ গুণনীয়কগুলি বসাও। 

উত্তর:

৬-এর গুণনীয়কগুলি হলো = ১, ২,৩,৬
৪-এর গুণনীয়কগুলি হলো = ১, ২, ৪
৬ ও ৪-এর মধ্যে সাধারণ গুণনীয়কগুলি হলো = ১ ও ২

৬-এর গুণনীয়কগুলি → ৪-এরগুণনীয়কগুলি

৬ ও ৪-এর সাধারণ গুণনীয়কগুলি

(খ) একজন কৃষক তার মােট জমির ২/৫ অংশে ধান, ৭/১৫ অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মােট কত অংশ ব্যবহার করেছেন।

উত্তর:

কৃষকটি ধান লাগিয়েছে জমির `\frac{২}{৫}` অংশে এবং পার্ট লাগিয়েছে `\frac{৭}{১৫}` অংশে

∴ কৃষকটি ধান ও পাটের জন্য মোট ব্যবহার করেছেন `(\frac{২}{৫}+\frac{৭}{১৫})` অংশ
=
`\frac{২\times৩+৭\times১}{১৫}` অংশ
= `\frac{৬+৭}{১৫}` অংশ
= `\frac{১৩}{১৫}` অংশ l

∴ ধান ও পাটের জন্য তিনি জমির`\frac{১৩}{১৫}` অংশ ব্যবহার করেছেন।

Read Also:

Class 5 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 5 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 5 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 5 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

6 thoughts on “Class 5 Mathematics Model Activity Task January 2022 Answer | পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২”

  1. ১/(খ) উত্তর ০ কী করে সম্ভব? আমাকে একটু বুঝিয়ে বলবেন।

    Reply

Leave a Comment