Class 6 History (ইতিহাস) Model Activity Task Part 7 October
Class 6 History model activity task part 7 answer key, Class 6 model activity task part 7 answers, Class 6 model activity task part 7 History, Class 6 History model activity task part 7 wbbse, Class 6 itihas model activity task part 7 pdf download, west bengal board Class 6 model activity task part 7 with answers pdf, Class 6 model activity task part 7 youtube
West Bengal Board Class 6 History (ইতিহাস) Part 7 Model Activity Task Solution. New Model Activity Task of Class 6 October Answers PDF Download
মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 7, OCTOBER 2021
CLASS – 6, ষষ্ট শ্রেণি
বিষয়ঃ ইতিহাস (HISTORY)
১. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
১.১ আর্যসত্য | (ক) চতুর্থ বৌদ্ধ সংগীতি |
১.২ বসুমিত্র | (খ) পার্শ্বনাথ |
১.৩ চতুর্যামব্রত | (গ) মহাবীর |
১.৪ পঞমহাব্রত | (ঘ) গৌতম বুদ্ধ |
উত্তর:
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
১.১ আর্যসত্য | (ঘ) গৌতম বুদ্ধ |
১.২ বসুমিত্র | (ক) চতুর্থ বৌদ্ধ সংগীতি |
১.৩ চতুর্যামব্রত | (খ) পার্শ্বনাথ |
১.৪ পঞমহাব্রত | (গ) মহাবীর |
২. শূন্যস্থান পূরণ করাে :
২.১ বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল ____________ উপত্যকাকে কেন্দ্র করে।
উত্তর: বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল গঙ্গা-যমুনা উপত্যকাকে কেন্দ্র করে।
২.২ মগধের রাজধানী ছিল ____________ ।
উত্তর: মগধের রাজধানী ছিল রাজগৃহ ।
২.৩ সর্বজ্ঞানী হওয়ার পর মহাবীর পরিচিত হন ____________ নামে।
উত্তর: সর্বজ্ঞানী হওয়ার পর মহাবীর পরিচিত হন কেবলিন নামে।
২.৪ প্রথম বৌদ্ধ সংগীতির আয়ােজন করা হয়েছিল ____________ মৃত্যুর পর।
উত্তর: প্রথম বৌদ্ধ সংগীতির আয়ােজন করা হয়েছিল গৌতম বুদ্ধের মৃত্যুর পর।
৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১ ‘অষ্টাঙ্গিক মার্গ’ কী?
উত্তর: দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বুদ্ধদেব আটটি পথের সন্ধান দিয়েছেন। সেগুলি হল- (১) সৎ চিন্তা (২) সৎ কর্ম (৩) সৎ বাক্য (৪) সৎ জীবিকা (৫) সৎ চেষ্টা (৬) সৎ দৃষ্টি (৭) সৎ সংকল্প (৮) সৎ সমাধি । এই আটটি পথকে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়।
৩.২ ‘মজঝিম পন্থা’ বলতে কী বােঝাে?
উত্তর: বুদ্ধদেব জৈনদের কঠোর কৃচ্ছসাধন, তপস্যা এবং লােকায়ত চার্বাকদের ভােগলিপ্সাকে পছন্দ করতেন না। এই দুইয়ের মাঝামাঝি পথ ছিল অষ্টমার্গ, যা পালনের জন্য কঠিন তপস্যা বা ভােগবিলাসের প্রয়ােজন হয় না। তাই এই আটটি পথকে বা মধ্যপন্থা বলেছেন।
৩.৩ কোন্ সাহিত্য থেকে জনপদ-মহাজনপদ সম্পর্কে জানা যায়?
উত্তর: জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে জনপদ-মহাজনপদ সম্পর্কে জানা যায়|
৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :
৪.১ মহাজনপদ গড়ে উঠেছিল কীভাবে?
উত্তর: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের গােড়ার দিকে ভারতীয় উপমহাদেশে অনেকগুলি জনপদের কথা জানা যায় সেসব জনপদগুলি অনেক সময়েই পরিচিত হতাে। সেখানকার শাসক বংশের নামে ঐ জনপদগুলিকে ভিত্তি করেই পরের দিকে বড়াে বড়াে রাজ্য তৈরি হয়েছিল। এরপর একেকটা জনপদের ক্ষমতা ক্রমে বাড়তে থাকে। সেখানকার শাসকরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকেন। ছােটো ছােটো জনপদগুলির কয়েকটি পরিণত হয় বড়াে রাজ্যে। এই বড়াে রাজ্যগুলিই মহাজনপদ বলে পরিচিত হয়। জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড়াে তাই মহাজনপদ।
৪.২ বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি মিল ও দুটি অমিল লেখাে।
উত্তর: জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে বেশ কিছু মিল ও অমিল পাওয়া যায় যেমন-
মিল :
(১) উভয় ধর্মই জাতিভেদ প্রথা মানে না এবং ব্রাক্ষণদের অস্বীকার কবে।
(২) উভয় ধর্মই যজ্ঞ এবং বলিদানের বিরােধিতা কবে।
(৩) উভয় ধর্মই আঞ্চলিক ভাষায় ধর্মমত প্রচার করে।
(৪) উভয় ধর্মই কর্মবাদে বিশ্বাসী।
(৫) উভয় ধর্মই অহিংসার ওপর প্রতিষ্ঠিত এবং পার্থিব জীবনযাপনের প্রতি অনীহা প্রকাশ করে।
অমিল :
(১) জৈনধর্মে কঠোর তপস্যার কথা বলা হলেও বৌদ্ধধর্মে মজঝিম বা মধ্যপন্থার কথা বলা হয়েছে।
(২) জৈনধর্ম ভারতের বিভিন্ন অঞ্চলে সীমাবদ্ধ হলেও বৌদ্ধধর্ম ভারতের বাইরেও বিস্তার লাভ করেছিল।
(৩) সময়ের সঙ্গে সঙ্গে বৌদ্ধধর্মের পরিবর্তন ঘটলেও জৈনধর্মে তেমন কোনাে পরিবর্তন ঘটেনি।
(৪) জৈনধর্মের ত্রিরত্ব ছিল – সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। কিন্তু বৌদ্ধধর্মের ত্রিরত্ন ছিল বুদ্ধ – ধর্ম – সংঘ।
(৫) জৈনধর্মের উপদেশগুলি দ্বাদশ অঙ্গে সংকলিত অপরদিকে বৌদ্ধধর্মের উপদেশগুলি বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটকে সঙ্কলিত হয়েছে।
Class 6 Bangla (বাংলা) Model Activity Task Part (October)
Class 6 Math (গণিত) Model Activity Task Part (October)
Class 6 ENGLISH (ইংরেজি) Model Activity Task Part (October)
Class 6 Geography (পরিবেশ ও ভূগোল) Model Activity Task Part (October)
Class 6 Science (পরিবেশ ও বিজ্ঞান) Model Activity Task Part (October)
Class 6 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Model Activity Task Part (October)
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।