প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Class 6 Mathematics Activity Task January 2022 (ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। ২০২২ সালে তোমরা যারা নতুন Class 6 (ষষ্ঠ শ্রেণী) -এ উঠেছো তাদের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক।
Class 6 Mathematics Model Activity Task January 2022 Answer
২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 6 Mathematics Model Activity Task January 2022 এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task January 2022
Mathematics (গণিত)
Class – VI (ষষ্ঠ শ্রেণী)
পূর্ণমান – ২০
Class 6 Mathematics Model Activity Task January 2022 Solution
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে – 1×3=3
1.ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
(ক) 40÷5×4-এর সরল মান হলাে—
(a) 2
(b) 1/2
(c) 32
(d) 20
উত্তর : 40÷5×4-এর সরল মান হলাে— (c) 32
ব্যাখ্যা : 40÷5×4
= 8×4 = 32 —> (c)
(খ) 6-এর গুণনীয়কগুলি হলাে—
(a) 6
(b) 6,3
(c) 6, 3, 2
(d) 6, 3, 2,1
উত্তর : 6-এর গুণনীয়কগুলি হলাে— (d) 6, 3, 2,1
ব্যাখ্যা :
(গ) প্রকৃত ভগ্নাংশটি হলাে—
(a) `2\frac{1}{2}`
(b) `\frac{4}{3}`
(c) 2
(d) `\frac{3}{4}`
উত্তর : প্রকৃত ভগ্নাংশটি হলাে— (d) `\frac{3}{4}`
2.সত্য/মিথ্যা লেখাে : 1×3=3
উত্তর : প্রদত্ত বিবৃতিটি সত্য l
ব্যাখ্যা : মোট খোপ = 8
রং করা খোপ = 2
রং করা অংশ = `\frac{\overset{1}{\cancel{2}}}{\underset{4}{\cancel{8}}}` = `\frac{1}{4}`
(খ) 0.35 দশমিক ভগ্নাংশে 3-এর স্থানীয় মান 30।
উত্তর : প্রদত্ত বিবৃতিটি মিথ্যা l
ব্যাখ্যা :
শ | দ | এ | (.) | দশাংশ | শতাংশ | সহস্রাংশ |
3 | 5 |
∴ 0.35 দশমিক ভগ্নাংশে 3-এর স্থানীয় মান `\frac{3}{10}`
(গ) 5 জন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় নেয়। একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়েরসম্পর্ক সরল সম্পর্ক।
উত্তর : প্রদত্ত বিবৃতিটি মিথ্যা l
ব্যাখ্যা :
রাজমিস্ত্রি (জন) | সময় (দিন) |
5 | 6 |
রাজমিস্ত্রি সংখ্যা বাড়লে সময় কম লাগে এবং রাজমিস্ত্রির সংখ্যা কমলে সময় বেশি লাগে l সুতরাং এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক বিদ্যমান l
3. সংক্ষিপ্ত উত্তর দাও : 2×3=6
(ক) মানের ঊর্ধ্বক্রমানুসারে লেখাে : 13.3, 11.3, 1.33, 2.31
উত্তর :
13.3 = `\frac{133}{10} = \frac{1330}{100}`
11.3 = `\frac{113}{10} = \frac{1130}{100}`
1.33 = `\frac{133}{100}`
2.31 = `\frac{231}{100}`
যেহেতু `\frac{133}{100}` <
`\frac{231}{100}` < `\frac{1130}{100}` < `\frac{1330}{100}`
∴ মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই — 1.33<2.31<11.3<13.3
(খ) 262 সেমি.-কে মিটারে প্রকাশ করাে।
উত্তর : 262 সেমি = (262÷100) মিটার
∴ 262 সেমি = 2.62 মিটার
(গ) 8/5 -এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাও।
উত্তর :
= `1\frac{3}{5}`
`\frac{8}{5}` বা `1\frac{3}{5}` কে ছবির সাহায্যে দেখালাম l
4. (ক) একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি. এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি.। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যকবার ঘােরা সম্পূর্ণ করবে ? 4
উত্তর : কমপক্ষে যে দূরত্ব গেলে চাকা দুটি পূর্ণসংখ্যক বার ঘুরবে সেই দূরত্ব হবে 14 ডেসিমি ও 35 ডেসিমি এর লসাগু l
∴ 14 ও 35 -এর গসাগু = 7×2×5 = 70 ডেসিমি l
∴ কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে l
(খ) 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে এটি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে নির্ণয় করাে। 4
উত্তর :
গণিতের ভাষায় সমস্যাটি হল —
জমির পরিমাণ (বিঘা) | দিন সংখ্যা | ট্রাক্টর সংখ্যা |
360 | 20 | 4 (টি) |
1800 | 10 | ? (x ধরি) |
এখানে জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাত সম্পর্ক l
এবং দিন সংখ্যা ও ট্র্যাক্টর সংখ্যার মধ্যে সম্পর্কটি হলো ব্যস্ত সম্পর্ক l
∴ `x= 4\times\frac{\overset{10}{\cancel{180}\cancel{0}}}{\underset{18}{\cancel{36}\cancel{0}}}\times\frac{\cancel{2}\cancel{0}}{1\cancel{0}}` = 40
∴ 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে 40 টি ট্রাক্টর লাগবে l
Read Also:
Class 6 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 6 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 6 Science (পরিবেশ ও বিজ্ঞান) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 6 History (ইতিহাস) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 6 Geography (পরিবেশ ও ভূগোল) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 6 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Class 6 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
I have english medium question because I am a student of class VI english medium
Send us the questions