Class 4 Mathematics Model Activity Task January 2022 Answer | চতুর্থ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Class 4 Mathematics Model Activity Task January 2022 (চতুর্থ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। ২০২২ সালে তোমরা যারা নতুন Class 4 (চতুর্থ শ্রেণী) -এ উঠেছো তাদের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক।

Class 4 Mathematics Model Activity Task January 2022 Answer

২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 4 Mathematics Model Activity Task January 2022 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।

Model Activity Task January 2022

Mathematics (গণিত)

Class – IV (চতুর্থ শ্রেণী)

পূর্ণমান – ১৫


Class 4 Mathematics Model Activity Task January 2022 Solution

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে –    ১ x ৩ = ৩

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

(ক) দশকের কাঠির একটি রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসালে সংখ্যাটি হবে । 

(a) ৭১

(b) ৬২

 (c) ৫২

(d) ৫৩

উত্তর: (d) ৫৩

(খ) ১, ২, ৩ সংখ্যা তিনটি দিয়ে গঠিত ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি হবে— 

(a) ৩

(b) ২

(c) ১

(d) ০ 

উত্তর: (b) ২

(গ) দুটি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছােটো কাঁটাটি ৩ এবং ৪-এর ঘরের মাঝখানে এবং বড়াে কাঁটাটি ৬-এর ঘরে থাকলে, সময় হয়  

(a) ৩টে

(b) ৪টে। 

(c) ৬টা।

(d) ৩টে ৩০ মিনিট 

উত্তর: (d) ৩টে ৩০ মিনিট 

২. সত্য/মিথ্যা লেখাে :     ১x৩=৩

(ক) যে বছর লিপইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ২৮।

উত্তর: মিথ্যা

(খ) একটি প্লেটে ৫টি এবং অপর একটি প্লেটে ৩টি সন্দেশ আছে, গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে ৮টি। 

উত্তর: মিথ্যা

(গ) ২০৩ সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখলে হয় দুই শতক শূন্য দশক তিন একক।

উত্তর: সত্য

৩.

ছবিটিতে, বক্ররেখার সংখ্যা ________ ।

সরলরেখাংশের সংখ্যা ________ ।

ত্রিভুজের সংখ্যা ________ ।

উত্তর: 

ছবিটিতে, বক্ররেখার সংখ্যা ৪ টি

সরলরেখাংশের সংখ্যা ১৭ টি

ত্রিভুজের সংখ্যা ৩ টি

৪. (ক) যােগ করাে :

উত্তর: 

(খ) ভাগ করাে : ৪০৫ ÷ ৪, ভাগ করে ভাজ্য, ভাগফল এবং ভাগশেষ লেখাে।

উত্তর: 

Read Also:

Class 4 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 4 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 4 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 4 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 4 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “Class 4 Mathematics Model Activity Task January 2022 Answer | চতুর্থ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২”

Leave a Comment