Class 4 Amader Poribesh Model Activity Task Part 9 Answer January 2022 | চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯

প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Class 4 Amader Poribesh Model Activity Task Part 9 (চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । ২০২২ এর জানুয়ারী মাস থেকে তোমাদের আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে।

Class 4 Amader Poribesh Model Activity Task Part 9 Answer January 2022

২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 4 Amader Poribesh Model Activity Task Part 9 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।

Model Activity Task January 2022

আমাদের পরিবেশ (Environment Science)

চতুর্থ শ্রেণী (Class – IV)

পূর্ণমান – ১৫


Class 4 Amader Poribesh Model Activity Task Part 9 Solution

১. শূন্যস্থান পূরণ করাে :  ১ x ৩ = ৩

১.১ সাপ ____________ খায়। 

উত্তর: সাপ ব্যাঙ বা ইঁদুর খায়।

১.২ গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলাে ____________ ।

উত্তর: গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলাে গিরগিটি

১.৩ মাছের সারা গায়ে ____________ থাকে।

উত্তর: মাছের সারা গায়ে আঁশ থাকে।

২. ঠিক বাক্যের পাশে ‘’ আর ভুল বাক্যের পাশে ‘🗙’ চিহ্ন দাও : ১ x ৩ = ৩

২.১ পাহাড়ি অঞ্চলে পাইনগাছ দেখা যায়। 

উত্তর: পাহাড়ি অঞ্চলে পাইনগাছ দেখা যায়। ✔

২.২ ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হলাে জীব।

উত্তর: ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হলাে জীব। 🗙

২.৩ শামুকের শরীর নরম। 

উত্তর: শামুকের শরীর নরম। ✔

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ x ৩ = ৬

৩.১ পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখাে। 

উত্তর: পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণী হলাে রয়্যাল বেঙ্গল টাইগার এবং কৃষ্ণসার হরিণ।

৩.২ প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখাে।

উত্তর: 

মিলঅমিল
প্রজাপতি ও পাখি উভয়েরই ডানা আছে এবং উড়তে পারে।প্রজাপতির একজোড়া অ্যান্টেনা আছে কিন্তু পাখির নেই।

৩.৩ মাছের দুটি বৈশিষ্ট্য লেখাে। 

উত্তর: মাছের দুটি বৈশিষ্ট্য: 

(i) সাধারণত মাছের সারা শরীর আঁশে ঢাকা থাকে। 

(ii) জলে সাঁতার কাটার জন্য মাছের দেহে নানা রকমের পাখনা থাকে।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩ x = ৩

৪.১ জীবের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

উত্তর: জীবের তিনটি বৈশিষ্ট্য: 

(i) জীব খাদ্য গ্রহণ করে জীবনধারণ করে। 

(ii) জীব উত্তেজনায় সাড়া দেয়, নড়াচড়া করে ও স্থান পরিবর্তন করতে পারে।

(iii) জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন ঘটে।

Read Also:

Class 4 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 4 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 4 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 4 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 4 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

3 thoughts on “Class 4 Amader Poribesh Model Activity Task Part 9 Answer January 2022 | চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯”

Leave a Comment