Dear students, Class 7 Bengali 2nd Unit Test Question Paper Suggestion 2023 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখানে সপ্তম শ্রেনী বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র ও সাজেশন ২০২৩ নিয়ে এসেছি।
Class 7 Bengali 2nd Unit Test Question Paper Suggestion 2023
২০২৩ এর গরমের ছুটির পর তোমাদের স্কুলে 2nd Unit Test নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে পরীক্ষার সিলেবাস, নাম্বার বিভাজন ও ৫ টি Set এ প্রশ্নপত্র (উত্তরসহ) দিয়ে দিয়েছি। যেগুলো অভ্যাস করলে তোমরা পরীক্ষায় খুবই ভালো নম্বর পাবে। আশা করি এই পোস্টটি তোমাদের ভালো লাগবে।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২৩
Second Unit Test – 2023
Class 7 (সপ্তম শ্রেনী)
বাংলা (Bengali)
পূর্ণমানঃ 25 | সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট
সিলেবাস:
সাহিত্য মেলা: কার দৌড় কতদূর, নোট বই, মেঘ চোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতি চিহ্ন, চিরদিনের
মাকু: তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়।
ব্যাকরণ: বাংলা বানান, নানা রকম শব্দ নির্মিতিঃ প্রবন্ধ রচনা/চিঠি।
SET – 1
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 x 6 = 6
1.1 “বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন।”—এখানে ‘দেবদূত’ কে?—(ক) কাজী নজরুল ইসলাম (খ) নেতাজি (গ) রামকুমার চট্টোপাধ্যায়
উত্তর: (খ) নেতাজি
১.২ ‘স্মৃতিচিহ্ন’ কবিতাটির রচয়িতা—(ক) সুকান্ত ভট্টাচার্য (খ) কামিনী রায় (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (খ) কামিনী রায়
১.৩ সঠিক বানানটির তলায় দাগ দাও—(ক) চান্দ্রায়ন (খ) চান্দায়ণ (গ) চান্দ্রায়ণ
উত্তর: (ক) চান্দ্রায়ন
১.৪ ‘পঙ্কজ’—কী ধরনের শব্দ?—(ক) যৌগিক (খ) রুঢ় (গ) যোগরূঢ়
উত্তর: (গ) যোগরূঢ়
১.৫ বিপরীতার্থক শব্দদ্বৈতের উদাহরণ কোনটি?
(ক) বাড়িঘর (খ) অল্পবিস্তর (গ) ধারেকাছে
উত্তর: (খ) অল্পবিস্তর
১.৬ বাঙালি পদবির ইংরেজি ধরনের উচ্চারণে কোন্ স্বরচিহ্ন হয়?—(ক) হ্রস্ব (খ) দীর্ঘ (গ) প্লুত
উত্তর: (ক) হ্রস্ব
২. একটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ছ-টি)। 1 × 6 = 6
২.১ ‘চিরদিনের’–কবিতাটি কার রচনা? কবিতাটি তাঁর কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘চিরদিনের” কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের রচনা। কবিতাটি তাঁর ‘ঘুম নেই” কাব্যগ্রন্থের অন্তর্গত।
২.২ ‘মেঘ-চোর’ গল্পে পুরন্দর কর্তৃক সৃষ্ট অ্যালয়টি কী দিয়ে তৈরি?
উত্তর: মার্কারি বা পারদের সঙ্গে আরও ১১ টি ধাতু মিশিয়ে পুরন্দর চৌধুরী অ্যালয়টি তৈরি করেছিলেন।
২.৩ ‘জনগণমন-অধিনায়ক’—গানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল?
উত্তর: ‘জনগণমন-অধিনায়ক’ গানটি ‘ভারতের জাতীয় কংগ্রেস’-এর ২৬তম বার্ষিক অধিবেশন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল।
২.৪ তখনকার দিনে স্বদেশি মিটিং-এর রীতি কী ছিল?
উত্তর: তখনকার দিনে স্বদেশী মিটিং-এর রীতি ছিল যে কোন বক্তৃতার আগে নজরুলের স্বদেশপ্রেমমূলক গান গাওয়া হবে।
২.৫ সরাইখানায় কী কী খাবার পাওয়া যেত?
উত্তর: স্বর্গের সুরুয়া আর হাতের রুটি।
২.৬ পরিদের রানি দেখতে কেমন?
উত্তর: সুন্দর কালো কালো চোখ, মাথায় সোনালি চুল, পরনে রুপোলি পোশাক, কোমরে জাদুকরের দড়ি জড়ানো।
২.৭ ATP-র পুরো কথাটি লেখো।
উত্তর: ATP-র পুরো কথাটি হলো এডিনোসিন ট্রাই ফসফেট।
৩. ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো তিনটি)। 3 × 3 = 9
৩.১ ব্যাখ্যা করো—“এখানে বৃষ্টিমুখর…….. ঘড়ির কাঁটা।”
৩.২ ড. পুরন্দর চৌধুরি কে ছিলেন? ওনার সৃষ্ট কৃত্রিম মেঘের চরিত্র কেমন?
৩.৩ “ওরা ভেবেছিল মনে……”— উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে ‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কী ভেবেছিল?
৩.৪ “সোনা ওর মুখ টিপে ধরে বলল, চুপ বোকা! টিয়া বোকামি করেছে বলে, সোনার কেন মনে হল?
৪. যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 8 x 1 = 8
৪.১ পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা।
৪.২ একটি ভ্রমণের অভিজ্ঞতা
৪.৩ তোমার দেখা একটি মেলার বর্ণনা
SET – 2
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 6 = 6
১.১ চিতাবাঘ দৌড়াতে পারে ঘণ্টায়—(ক) ৭০ মাইল পর্যন্ত (খ) ৮০ মাইল পর্যন্ত (গ) ১০০ মাইল পর্যন্ত (ঘ) ৫০ মাইল পর্যন্ত
উত্তর: (ক) ৭০ মাইল পর্যন্ত
১.২ “জবাবটা জেনে নেব…” – জবাবটা জেনে নেওয়া হবে- (ক) মেজদাকে খুঁচিয়ে (খ) মেজদাকে অনুরোধ করে (গ) মেজদাকে অর্থ দিয়ে (ঘ) মেজদাকে ভয় দেখিয়ে
উত্তর: (ক) মেজদাকে খুঁচিয়ে
১.৩ সন্ধি করো: বৃষ্ + তি—(ক) বৃষতি (খ) বৃষ্টি (গ) বৃষ্টি (ঘ) বিষ্টি
উত্তর: (খ) বৃষ্টি
১.৪ ‘ছমছম’ শব্দটি হল—(ক) যৌগিক শব্দ (খ) রুঢ় শব্দ (গ) যোগরুঢ় শব্দ (ঘ) ধ্বন্যাত্মক শব্দ
উত্তর: (ঘ) ধ্বন্যাত্মক শব্দ
১.৫ ‘মেঘ-চোর” বলা হয়েছে—(ক) অসীমা (খ) ভাইপো (গ) পুরন্দর (ঘ) মেঘ-কে
উত্তর: (গ) পুরন্দরকে
১.৬ রাত্রি এখানে স্বাগত সান্ধ্য— (ক) উলুতে (খ) ঢোলে (গ) ঘণ্টায় (ঘ) শাঁখে
উত্তর: (ঘ) শাঁখে
২. একটি বাক্যে উত্তর দাও। 1 × 6 = 6
২.১ “শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন” সেটি আসলে কী?
উত্তর: শামুক চলে যাওয়ার পর যে জলীয় চিহ্ন রেখে যায় সেটি হল আসলে তার একখানি মাংশল পুরু পায়ের ছাপ।
২.২ কে গোয়ালে ইশারা পাঠায়?
উত্তর: ঘাস গোয়ালে ইশারা পাঠায়।
২.৩ সং কেন সপ্তায় তিনবার পোস্টাপিসে যায়?
উত্তর: সং লটারির টিকিট কিনেছে, লটারিতে টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, সেই খবর আনতে পোস্ট অফিসে যায়।
২.৪ হোটেলওলার জন্মদিনে ভোজের কী কী খাবার ছিল?
উত্তর: হোটেল ওয়ালার জন্মদিনে, ভুনিখিচুড়ি হরিণের মাংসের কোরমা, পায়েস ও সুরুয়া ছিল।
২.৫ “মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম!”—“ওরা কারা?
উত্তর: যারা ভেবেছিল নিজের নাম বিশাল অক্ষরে ইট-পাথরে, সৌধের মধ্যে চিরদিনের জন্য লেখা থাকবে তাদেরকে কবি মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন।
২.৬ ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যে সব শব্দ বাস্তব ধ্বনির অনুকরণে তৈরি হয়েছে, অথবা বাস্তব ধ্বনির মতো দ্যোতনা দিলেও আসলে কোনো বিশেষ ভাবকে প্রকাশ করে, তাদের ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন- কা কা, টিক টিক
ইত্যাদি।
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (কমবেশি ছ-টি বাক্যে)। 3 × 3 = 9
৩.১ “রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষ্যে ব্যবহার করেছেন।”–১৯১১ খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কীভাবে গানটি ব্যবহার করেন? অথবা, টীকা লেখো: কাজী নজরুল ইসলাম।
৩.২ কালস্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? অথবা, ব্যাখ্যা করো: “এখানে বৃষ্টিমুখর….. ঘড়ির কাঁটা।
৩.৩ মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লেখো । অথবা, “প্রাণীমাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়”— গাছ কীভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে?
৪. প্রবন্ধ রচনা (যে-কোনো একটি) (কমবেশি আটটি বাক্যে)। 8 x 1 = 8
৪.১ বর্ষাকাল।
৪.২ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ।
৪.৩ জাতীয় পশু।
SET – 3
১. সঠিক উত্তরটি নির্বাচন করে (যে-কোনো একটি) 1×1=1
১.১ স্বদেশি মিটিং-এর রীতি ছিল-
(ক) নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান
(খ) নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান
(গ) যে-কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান
(ঘ) যে-কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান
উত্তর: (ক) নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান
১.২ মদনপল্লীতে যেমস এইচ. কাজি রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন সেখানে তিনি ‘জনগণমন’ গানটির নামকরণ করেছিলেন
(ক) অ্যাসেম্বলি সং অফ ইন্ডিয়া
(খ) দ্য ইভনিং সং অফ ইন্ডিয়া
(গ) দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া
(ঘ) দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া
উত্তর: (গ) দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া
২. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2
২.১ “শামুকের চলন দেখলে লেখকের বলতে ইচ্ছে করে ‘এ পথে আমি যে গেছি’।”—লেখকের কেন এরকম মনে হয়েছে?
উত্তর: শামুক চলার সময় একটা জলীয় চিহ্ন রেখে যায়। এবং এটা দেখে বোঝা যায় যে শামুক এই পথে গেছে। তাই লেখককের এরকম মনে হয়েছে।
২.২ বাংলাদেশ স্বাধীনরাষ্ট্র হলে কোন গানের কতগুলি পঙক্তি জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে? উত্তর: বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটির প্রথম দশ পঙক্তি জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে।
৩. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3
৩.১ “তুমি একটা পাই।” —যাকে ‘পাই” বলা হচ্ছে, তাকে কি তুমি সত্যিই ‘স্পাই বলে মনে করো?
৩.২ “বাইরের চলাটা আসল নয়।”—লেখকের মতে আসল চলা কোনটি?
৪. সঠিক উত্তরটি নির্বাচন করো (যে-কোনো দুটি)। 1 × 2 = 2
৪.১ “কাল থেকে মনে মোর লেগে আছে খটকা”—খটকা কী নিয়ে?
(ক) তেজপাতে তেজ কেন?
(খ) ঝোলাগুড় কিসে দেয়?
(গ) কাতুকুতু দিলে গোরু কেন ছটফট করে?
(ঘ) উপরের কোনোটাই নয়৷
উত্তর: (গ) কাতুকুতু দিলে গোরু কেন ছটফট করে?
৪.২ “বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি”–এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে?
(ক) কিষাণের
(খ) জোড়া দিম্বি
(গ) অহংকারী মশা
(ঘ) মজা নদী
উত্তর: (ঘ) মজা নদী
৪.৩ নীচের কোন্ কাব্যগ্রন্থটি কামিনী রায়ের লেখা নয়?-
(ক) ছাড়পত্র (খ) মাল্য ও নির্মাল্য (গ) দীপ ও ধূপ (ঘ) আলো ও ছায়া।
উত্তর: (খ) মাল্য ও নির্মাল্য
৫. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2
৫.১ ভালো কথা শুনলে কবিতার লোকটি কী করে?
উত্তর: ভালো কথা শুনলে কবিতার লোকটি গুছিয়ে নোট বই-এ লিখে ফেলে।
৫.২ ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? লাজুক গাঁয়ে এসে ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে।
উত্তর: বৃষ্টিমুখর
৫.৩ কেবা রক্ষা করে- কী রক্ষা করার কথা বলা হয়েছে?
উত্তর: নামগুলি রক্ষা করার কথা বলা হয়েছে।
৬. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো একটি)। 3 x 1 = 3
৬.১ ‘স্মৃতিচিহ্ন’ কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়? কীভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে?
৬.২ ‘চিরদিনের’ কবিতায় গ্রামীণ সন্ধে আর রাতের যে ছবিটি পাও, তা নিজের ভাষায় লেখো।
৭. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 x 2 = 2
৭.১ “টাকার যে আমার বড়ো দরকার।”—কে একথা বলেছিল?
উত্তর: হোটেল ওয়ালা এ কথা বলেছিল।
৭.২ “সোনা ওর মুখ টিপে ধরে বলল, চুপ, বোকা !”—টিয়া বোকামি করছে বলে সোনার মনে হল কেন? উত্তর: টিয়া সবার সামনে মাকু যে কলের মানুষ তা বলে দিচ্ছিল তাই টিয়া বোকামি করছে বলে সোনার মনে হল।
৭.৩ “লোকটি চটে গেল।”—“লোকটি’র চটে যাওয়ার কারণ কী?
উত্তর: টিয়ার মুখে সং এর কথা শুনে লোকটি চটে গেল।
৮. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 x 1 = 3
৮.১ “হোটেল বলে হোটেল ! সে এক এলাহি ব্যাপার!”—“মাকু’র কাহিনি অবলম্বনে সেই এলাহি ব্যাপারের বর্ণনা দাও।
৮.২ “এবার চলো, গেছো-ঘরে শোবে চলো, চোখ তোমাদের জড়িয়ে আসছে।”—এরকম গেছো-ঘরে শুয়ে থাকার অভিজ্ঞতার কথা কল্পনা করে কয়েকটি বাক্যে লেখো।
৯. সঠিক উত্তরটি নির্বাচন কর (যে-কোনো তিনটি)। 1 x 3 = 3
৯.১ নীচের কোন বানানগুচ্ছর সবকটি ঠিক?
(ক) অধঃপাত, অগ্নিসাত, সংবিধান
(খ) অহরহ, সংবোধন, অগ্নিসাৎ
(গ) অহরহ, সম্বোধন, বয়ঃসন্ধি
(ঘ) বয়সন্ধি, অধঃপাত, অগ্নিসাৎ
উত্তর: (ঘ) বয়সন্ধি, অধঃপাত, অগ্নিসাৎ
৯.২ নীচের কোন বানানটি ভুল?—
(ক) অবনি
(খ) সূর্য
(গ) অৰ্ঘ্য
(ঘ) কিংবদন্তী
উত্তর: (ঘ) কিংবদন্তী
৯.৩ নীচের কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ?—
(ক) মণ্ডপ
(খ) পঙ্কজ
(গ) গায়ক
(ঘ) পরিধি
উত্তর: (খ) পঙ্কজ
৯.৪ নীচের কোনটি শব্দ দ্বৈত-র উদাহরণ নয়?—
(ক) আলাপসালাপ
(খ) ঝমঝম
(গ) যাই যাই
(ঘ) হেসে খেলে
উত্তর: (খ) ঝমঝম
১০. যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো (কমবেশি ২৫০ শব্দে)। 8 × 1 = 8
১০.১ একটি পোড়োবাড়ির আত্মকথা
১০.২ আমাদের জীবনে পরিবেশের ভূমিকা
১০.৩ একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণ
SET – 4
১. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 x 6 = 6
১.১ ‘স্মৃতিচিহ্ন’ কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? (ক) নদীর জলে (খ) পুকুরের জলে (গ) সমুদ্রের জলে (ঘ) কাল-নদী জলে
উত্তর: (ঘ) কাল-নদী জলে
১.২ এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে ডানা নাড়ায় – (ক) একশো বার (খ) দু-শো বার (গ) তিনশো বার (ঘ) চারশো বার
উত্তর: (ঘ) চারশো বার
১.৩ ‘গতি” শব্দটির প্রত্যয় বিশ্লেষণ হল- (ক) গ + তি (খ) গত + তি (গ) গম্ + ক্তি (ঘ) গম + ই
উত্তর: (গ) গম্ + ক্তি
১.৪ তির্যক বিভক্তি কোনটি? (ক) ‘কে’ (খ) ‘র’ (গ) ‘এর’ (ঘ) ‘এ’
উত্তর: (ঘ) ‘এ’
১.৫ ‘ঝনঝন’ শব্দটি একটি- (ক) যৌগিক শব্দ (খ) ধ্বন্যাত্মক শব্দ (গ) অনুকার শব্দ (ঘ) রুঢ় শব্দ
উত্তর: (খ) ধ্বন্যাত্মক শব্দ
১.৬ এ কলমে লেখা যায় না, রেখাঙ্কিত পদটির কারক হল-
(ক) কর্তৃকারক (খ) কর্মকারক (গ) করণকারক (ঘ) অপাদান কারক
উত্তর: (গ) করণকারক
২. নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 x 6 = 6
২.১ রবীন্দ্রনাথ ঠাকুর ‘জনগনমন’-র যে ইংরেজি নামকরণ
করেন, সেটি লেখো।
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ‘জনগনমন’-র যে ইংরেজি নামকরণ করেন সেটি হলো ‘দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া’।
২.২ কৃষকবধূরা কীভাবে টেকি চালায়?
উত্তর: কৃষকবধূরা পা দিয়ে ঢেঁকি চালায়।
২.৩ কুতুবমিনারের প্রথম তলায় কীসের নকশা আছে?
উত্তর: কুতুবমিনারের প্রথম তলায় ‘বাঁশি’ ও ‘কোণে’র পরপর সাজানো নকশা আছে।
২.৪ ATP-এর পুরো কথাটি কী?
উত্তর: ATP-এর পুরো কথাটি হলো এডিনোসিন ট্রাই ফসফেট।
২.৫ টিয়ার বাড়ির চাকরের নাম কী?
উত্তর: টিয়ার বাড়ির চাকরির নাম বেহারি।
২.৬ মাকুকে ঘড়িওয়ালা কী দিয়েছিল ?
উত্তর: মাকুকে ঘড়িওয়ালা গোলাপি হ্যান্ডবিল দিয়েছিল।
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 x 3 = 9
৩.১ ‘স্মৃতিচিহ্ন’ কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়? কীভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে ? অথবা, ‘চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে’ আর ‘রাতের যে ছবিটি পাও তা নিজের ভাষায় লেখো।
৩.২ কবিগুরুর মতে আষাঢ় মাসের বর্ষা কলকাতা শহরে মানায় না কেন? অথবা, “প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়।”—গাছ কীভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে?
৩.৩ সোনা টিয়ার সঙ্গে হোটেলওয়ালার প্রথম সাক্ষাৎ বর্ণনা করো। অথবা, মাকুর জন্য ঘড়িওয়ালা কী কী করেছিল উল্লেখ করো।
৪. যে-কোনো একটি বিষয়ে পত্র লেখো। 8 × 1 = 8
৪.১ বিদ্যালয় পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো।
৪.২ বন্ধু/বান্ধবীকে তোমার জন্মদিনে আসার আমন্ত্রণ জানিয়ে পত্র রচনা করো।
SET – 5
১. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 x 6 = 6
১.১ উপনিষদে উক্ত ‘চরৈবতি’ শব্দের অর্থ- (ক) যাত্রা থামাও (খ) এগিয়ে যাও (গ) দাঁড়িও না (ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) এগিয়ে যাও
১.২ রাত্রি এখানে স্বাগত সান্ধ্য— (ক) উলুতে (খ) ঢোলে (গ) ঘণ্টায় (ঘ) শাঁখে
উত্তর: (ঘ) শাঁখে
১.৩ যা যুক্ত হয় ধাতুর সঙ্গে, তাকে বলে— (ক) বাংলা প্রত্যয় (খ) কৃৎ প্রত্যয় (গ) তদ্ধিত প্রত্যয় (ঘ) সংস্কৃত
প্রত্যয়
উত্তর: (খ) কৃৎ প্রত্যয়
১.৪ ‘রাধুনি” শব্দটির প্রকৃতি-প্রত্যয় হল— (ক) রাঁধ + উনি (খ) রাঁধ + আনি (গ) বাঁধ + উনি (ঘ) রাঁধ + ইনি উত্তর: (ক) রাঁধ + উনি
১.৫ ‘বাসন-কোসন’ শব্দটি হল- (ক) শব্দদ্বৈত্য (খ) ধ্বন্যাত্মক (গ) অনুকার শব্দ (ঘ) ক ও খ উভয়ই
উত্তর: (গ) অনুকার শব্দ
১.৬ প্রদত্ত কোন্ বানানটি ভুল? (ক) অবনি (খ) সূর্য (গ) অর্ঘ্য (ঘ) কিংবদন্তী
উত্তর: (ঘ) কিংবদন্তী
২. যে-কোনো ছ-টি প্রশ্নের অতিসংক্ষিপ্ত উত্তর দাও। 1 x 6 = 6
২.১ ‘চিরদিনের’ কবিতায় কবি কোন্ কোন্ জীবিকার মানুষের কথা বলেছেন?
উত্তর: ‘চিরদিনের’ কবিতায় কবি যে সমস্ত জীবিকার মানুষের কথা বলেছেন সেগুলি হল- চাষী, কামার, কুমোর ও তাঁতি।
২.২ ‘মেঘ-চোর’ কাকে বলা হয়েছে?
উত্তর: মেঘ চোর বলা হয়েছে পুরন্দর চৌধুরীকে।
২.৩ ভারতবর্ষের জাতীয় সংগীতটি কোন উপলক্ষ্যে প্রথম গাওয়া হয়েছিল?
উত্তর: ভারতের জাতীয় কংগ্রেসের ২৬ তম বার্ষিক অধিবেশন উপলক্ষে ভারতবর্ষের জাতীয় সংগীতটি গাওয়া হয়েছিল।
২.৪ আঘ্রাণের দৌড় কার দিকে?
উত্তর: আঘ্রাণের দৌড় নাকের দিকে।
২.৫ “পাঁচ মিনিটে এতবড়ো একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড করব আমি’বক্তা কে?
উত্তর: বক্তা হলেন পুরন্দর চৌধুরী।
২.৬ সোনা, টিয়া তাদের পুতুলদের জন্য কী দিয়ে ভাত বানায়?
উত্তর: সোনা, টিয়া তাদের পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানায়।
২.৭ সোনা, টিয়া মাকুর নাম কী বলেছিল?
উত্তর: সোনা, টিয়া মাকুর নাম বলেছিল বিহারি।
২.৮ কে রোজ পোস্টাপিসে যায়?
উত্তর: সং রোজ পোস্টাপিসে যায়।
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 3 = 9
৩.১ প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয় গাছ কীভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে? অথবা, ‘মেঘ-চোর’ গল্পে কাকে মেঘ-চোর বলা হয়েছে? তার মেঘ-চুরির কৌশলটি সংক্ষেপে লেখো।
৩.২ “মানব হৃদয়-ভূমি করি অধিকার”–কারা, কীভাবে মানব হৃদয়-ভূমি অধিকার করে? অথবা, ‘চিরদিনের কবিতায় বাংলার পল্লিপ্রকৃতির যে-বর্ণনা আছে, তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো।
৩.৩ হোটেলওলা দেখতে কেমন? সে সোনা টিয়াকে কীভাবে সাহায্য করেছিল? অথবা, মাকু কে? ঘড়িওলা দীর্ঘনিশ্বাস ফেলে মাকুর কী কী পরিবর্তনের কথা বলেছিল?
৪. অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে; ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো। 8
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Very nice Question an answer. এটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। পরিক্ষা তে আমি 90%কমন পাব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আমি কাঞ্চন। পুরুলিয়া জেলা থেকে।
I’m From West Bengal
VERY USEFUL THANK YOU FOR HELPING
Valo
Ooo
Thank You.
Thankyou
Amader silebas e megh chor, bangla banan, ar makur 3rd chapter thakbe na..
Sir thank you .for this
Ther are many coman qustion
Thank youuuuuu. Sir
Nice question paper
100 percent common question
খুব ভালো প্রশ্ন
90%কমন পাব
Thanks for all questions paper…