Class 7 History First Unit Test Model Question 2022 | সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ইতিহাস নমুনা প্রশ্নপত্র

Dear students, Class 7 History First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ইতিহাস নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 7 Bengali First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।

First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

ইতিহাস (History)

Class 7 (সপ্তম শ্রেণী) পূর্ণমান – ১৫


1. শূন্যস্থান পূরণ করাে

(i) তাজমহল নির্মাণ করেন সম্রাট – (a) বাবর, (b) আকবর, (c) শাহজাহান। 

(i) কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন – (a) ভীম, (b) রামপাল, (c) প্রথম মহীপাল। 

(i) বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা – (a) বিজয়সেনের, (b) লক্ষ্মণসেনের,  c) বল্লালসেনের-আমলে 

(iv) হজরত মহম্মদের জন্ম হয় আনুমানিক – (a) ৪৭০ খ্রি, (b) ৫৭০ খ্রি, (c) ৬৭০ খ্রি।।

(v) সন্ধ্যাকর নন্দী রচিত কাব্যগ্রন্থের নাম – (a) রামচরিতমানস, (b) রামচরিত, (c) চণ্ডীমঙ্গল। 

2. নিম্নলিখিত প্রশ্নের পূর্ণবাক্যে উত্তর দাও :  

(i) সকলােত্তরপথনাথ কার উপাধি ছিল? 

(i) শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল? 

(ii) ভাগীরথী ও করতােয়া নদীর মধ্যবর্তী

(iv) কে চর্যাপদের পুথি আবিষ্কার করেন? এলাকা কী নামে পরিচিত ছিল?

(v) পাল রাজারা কোন্ ধর্মের অনুরাগী ছিলেন? 

3. নিম্নলিখিত যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :

(i) রাজা বল্লালসেন রচিত গ্রন্থগুলির নাম কী? রাজা লক্ষ্মণসেনের রাজসভায় সাহিত্যচর্চার পরিচয় দাও।

(i) প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম লেখাে। শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল?

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment