Class 7 Poribesh O Biggan First Unit Test Model Question 2022 | সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র

Dear students, Class 7 Poribesh O Biggan First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 7 Poribesh O Biggan First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।

First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

পরিবেশ ও বিজ্ঞান (Poribesh O Biggan)

Class 7 (সপ্তম শ্রেণী) পূর্ণমান – ১৫


1. ঠিক উত্তর নির্বাচন করাে :

i) হাতে ইথার ঢাললে, হাতে ঠান্ডা লাগে কারণ a) হাত ইথার থেকে ঠান্ডা গ্রহণ করে b) ইথার হাত থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয় c) ইথারের উত্মতা সবসময় হাতের তুলনায় কম হয় d) কোনাে তরল হাতে লাগলেই হাতে ঠান্ডার অনুভূতি হয়। 

ii) অ্যানিমিয়া হলাে – a) আয়ােডিনের অভাবজনিত রােগ b) ভিটামিন D-র অভাবজনিত রােগ c) লৌহের অভাবজনিত রােগ d) ভিটামিন A-র অভাবজনিত রােগ।

iii) নীচের কোন বিবৃতিটি ভুল? a) প্রােটন ধনাত্মক আধানযুক্ত কণা b) ইলেকট্রনের ভর প্রােটনের ভরের প্রায় 1/2000 ভাগ (c) সাধারণ অবস্থায় পরমাণু নিস্তড়িৎ (d) নিউট্রন ঋণাত্মক আধানযুক্ত কণা। 

iv) গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে কারণ- a) গরমকালে কুকুরদের বেশি খেতে ইচ্ছে করে b) কুকুরের জিভ থেকে লালা পড়া তার স্বাভাবিক আচরণ c) এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে d) গরমকালে কুকুরদের একরকম রােগ হয় যার ফলে জিভ থেকে লালা পড়ে। 

v) একটি সংশ্লেষিত খাদ্য হলাে – a) জ্যাম b) আম c) মাছের ঝােল d) কোল্ড ড্রিংক্স 

vi) Zn + CuSO4 – ZnSO4 + Cu বিক্রিয়াটি : a) প্রত্যক্ষ সংযােগ b) বিয়ােজন c) বিনিময় d) প্রতিস্থাপন বিক্রিয়া 

2. সংক্ষিপ্ত উত্তর দাও :

i) গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উয়তা কমে ও ঠান্ডা জলের উত্মতা বাড়ে। কেন এমন হয়? 

ii) জিঙ্ক আয়নের চার্জ (+2) ও ক্লোরাইড আয়নের চার্জ (-1) একক হলে জিঙ্ক ক্লোরাইডের সংকেত কী হবে লেখাে। 

iii) শূন্যস্থান পূরণ করাে : চুল ও নখে _______ প্রােটিন থাকে।।

3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

i) হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন্ কোন্ ভিটামিনের কাজ?

ii) N2 + H2+NH3 সমীকরণটির সমতাবিধান করাে এবং এটি কী ধরনের বিক্রিয়া (বিয়ােজন/প্রত্যক্ষ সংযােগ/বিনিময়/প্রতিস্থাপন) উল্লেখ করাে। 

iii) 40° C = কত ডিগ্রি ফারেনহাইট তা নির্ণয় করাে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!