Class 8 Mathematics Model Activity Task Part 2 February 2022 Answer | অষ্টম শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী ২০২২

প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 8 Mathematics Model Activity Task February 2022 Part 2 (অষ্টম শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২) সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।

Class 8 Mathematics Model Activity Task February 2022 Part 2 Answer

Class 8 Mathematics February 2022 New Model Activity Task – এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।

Model Activity Task Part 2 February 2022

গণিত – Mathematics

অষ্টম শ্রেণি (Class – VIII)

পূর্ণমান – ২০


Class 8 Mathematics Model Activity Task February 2022 Part 2 Answer

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে : 

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

(ক) একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে – 

(a) 0°

(b) 90° 

(c) 180°

(d) 360°

উত্তর: একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে – (d) 360°

(খ) যখন কোনাে তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্রটি হলাে 

(a) পিক্টোগ্রাফ

(b) একক স্তম্ভ চিত্র 

(c) দ্বিস্ত লেখ

(d) পাই চিত্র 

উত্তর: যখন কোনাে তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্রটি হলাে  (d) পাই চিত্র 

২. সত্য/মিথ্যা লেখাে :১x৩=৩

(ক) পাই চিত্রে কোনাে বৃত্তার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। 

উত্তর: সত্য

(খ) কোনাে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না। 

উত্তর: মিথ্যা

(গ) কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে।

উত্তর: মিথ্যা

৩.একজন ছাত্র একটি পরীক্ষায় বাংলা, ইংরাজী, অঙ্ক এবং বিজ্ঞানে যে নম্বরগুলি পেয়েছে তা একটি পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলাে। ছাত্রটি মােট 300 নম্বর পেয়েছে।

(ক) যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলাে

(a) বাংলা 

(b) গণিত 

(c) বিজ্ঞান 

(d) ইংরাজি

উত্তর: যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলাে (d) ইংরাজি

(খ) কোন বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছে?

উত্তর: যে বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছে সেটি হল বাংলা।

(গ) এই ৩০০ নম্বরের শতকরা কত নম্বর অঙ্কে পেয়েছে?

উত্তর: গণিত বিষয়ে নম্বর পেয়েছে =`\frac{\cancel9^{1}\cancel0}{\cancel36_{4}\cancel0}=\frac{1}{4}` অংশ 

যেহেতু মোট নম্বর 300 

অতএব গণিতে পেয়েছে `\cancel300^{75}×\frac{1}{\cancel4_{1}}=75`

ধরি, ৩০০ নম্বরের A% =75

অতএব 300× `\frac{A}{75}`=75

বা, X =`\cancel75^{25} ×\frac{1\cancel0\cancel0}{\cancel3_{1}\cancel0\cancel0}`

=25

ছাত্র টি গণিতে পেয়েছে 25%

৪. (ক) একটি ছাত্রী বিভিন্ন বিষয়ে যে নম্বরগুলি পেয়েছে তার একটি তালিকা নিচে দেওয়া হলাে 

বিষয়বাংলাইংরাজিগণিতবিজ্ঞানশারীরশিক্ষা
নম্বর 706090 80 60

উত্তর:

তথ্যটিকে একটি পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করাে। 

উত্তর:

(খ) শূন্যস্থান পূরণ করাে । 

রম্বসের

(a) সব বাহুগুলির দৈর্ঘ্য_______।

উত্তর: সব বাহুগুলির দৈর্ঘ্য সমান

(b) বিপরীত কোণগুলির পরিমাপ_____।

উত্তর: বিপরীত কোণগুলির পরিমাপ সমান

(c) সাধারণত কর্ণগুলির দৈর্ঘ্য________।

উত্তর: সাধারণত কর্ণগুলির দৈর্ঘ্য অসমান  

(d) কর্ণগুলি পরস্পরকে_______।

উত্তর: কর্ণগুলি পরস্পরকে সমকোণে সম দ্বি-খণ্ডিত করে

Read Also:

Class 8 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 8 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 8 Science (পরিবেশ ও বিজ্ঞান) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 8 History (ইতিহাস) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 8 Geography (পরিবেশ ও ভূগোল) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 8 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 8 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment