Class 9 Bengali First Unit Test Model Question 2022 | নবম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা নমুনা প্রশ্নপত্র

Dear students, Class 9 Bengali First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা নবম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 9 Bengali First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।

First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

বাংলা (Bengali)

Class 9 (নবম শ্রেনী) পূর্ণমান – ৪০

সময় – ১ ঘণ্টা ৩০ মিনিট


১। ঠিক উত্তরটি নির্বাচন করাে : ১ X ৬ = ৬ 

১.১ ‘ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। “ঈশান’ হল –

(ক) দক্ষিণ-পশ্চিম কোণ। 

(খ) উত্তর-পূর্ব কোণ। 

(গ) দক্ষিণ-পূর্ব কোণ।

(ঘ) উত্তর পশ্চিম কোণ। 

১.২ ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গােরু-ঘােড়াও দিল। ইলিয়াস এসব দিয়েছিল—

(ক) তার একমাত্র মেয়েকে।

(খ) তার বড়াে ছেলেকে।

(গ) তার ছােটো ছেলেকে।

(ঘ) মহম্মদ শা নামে এক প্রতিবেশীকে। 

১.৩ ‘প্রভু, আজ আমার সংসার চলবে কীভাবে?’বক্তা

(ক) প্রথম রক্ষী 

(খ) দ্বিতীয় রক্ষী। 

(গ) জেলে।

(ঘ) রাজ-শ্যালক। 

১.৪ ‘আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। উদ্ধৃতাংশে যে দিনটির প্রসঙ্গ রয়েছে, সেটি হল—

(ক) ১লা জানুয়ারি। 

(খ) ৫ই জানুয়ারি। 

(গ) ১২ই জানুয়ারি। 

(ঘ) ২৫শে জানুয়ারি।

১.৫ সমবর্ণ লােপ-এর ক্ষেত্রে দুটি সমধ্বনির মধ্যে

(ক) একটি ধ্বনি শুধুমাত্র লেখায় লােপ পায়। 

(খ) একটি ধ্বনি শুধুমাত্র কথায় লােপ পায়। 

(গ) একটি ধ্বনি লেখা ও কথা দুটি ক্ষেত্রেই লােপ পায়।

(ঘ) দুটিই লেখা ও কথার ক্ষেত্রে লােপ পায়। 

১.৬ ‘শহুরে’-উদাহরণটি হল

(ক) প্রগত স্বরসংগতি।

(খ) পরাগত স্বরসংগতি। 

(গ) অন্যোন্য স্বরসংগতি।

(ঘ) মধ্যগত স্বরসংগতি। 

২। কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :  ১ X  ১০ = ১০ 

২.১ কলিঙ্গে দুর্যোগের দিনে সকলে কাকে স্মরণ করেছে?

২.২ ‘তরী ভরা পণ্য নিয়ে’ কবি কোথায় পাড়ি দিতে চেয়েছিলেন? 

২.৩ ‘আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না।’ – বক্তা কোন্ সত্য কথা বলেছেন? 

২.৪ ‘প্লেটোর দোরগােড়ায় কী লেখা ছিল, জানিস?’– প্লেটোর দোরগােড়ায় কী লেখা ছিল বলে বক্তা জানিয়েছেন? 

২.৫ ধীবর বৃত্তান্ত’ নাট্যাংশে ধীবর কীভাবে আংটিটি পেয়েছিল?

২.৬ ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশে রাজ-শ্যালক কোন ভূমিকা পালন করেছেন? 

২.৭ ‘ঠিক ঠিক। মনে পড়েছে। কোন্ ঘটনার কথা বক্তার মনে পড়েছে? 

২.৮ কোন দুটি প্রত্যয়কে তুলনাবাচক তদ্ধিত প্রত্যয় বলা হয়? 

২.৯ মধ্যস্বরলােপের একটি উদাহরণ দাও।

২.১০ ‘ঋ’কে মিশ্ৰধ্বনি বলা হয় কেন? 

৩। কমবেশি ৬০ শব্দে নীচের যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :  ৩x১=৩

৩.১ ‘কলিঙ্গে সােঙরে সকল লােক যে জৈমিনি। জৈমিনি কে? কলিঙ্গের লােক কোন পরিস্থিতিতে তাকে স্মরণ করেছেন? ১+২ 

৩.২ ‘এ-তরীতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছােটে।– কোন্ তরী? পঙক্তিটির অন্তর্নিহিত অর্থটি বিশ্লেষণ করাে। ১+২ 

৪। কমবেশি ৬০ শব্দে নীচের যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :  ৩x১=৩ 

৪.১ ‘দুশ্চিন্তারও অন্ত ছিল না।’—বক্তা কে? তাঁর জীবনে কীভাবে নানান দুশ্চিন্তা ভিড় করে আসত?  ১+২ 

৪.২ ‘মনে হলাে, স্নেহ-মমতা-ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি।’—কার একথা মনে হলাে?

কেন তার একথা মনে হলাে?   ১+২

৫। কমবেশি ৬০ শব্দে নীচের যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও। ৩x১=৩ 

৫.১ ‘সেই আংটি দেখে মহারাজের কোনাে প্রিয়জনের কথা মনে পড়েছে। মহারাজের পরিচয় দাও প্রিয়জনের কথা মনে পড়ায় রাজা কী করেছিলেন? ১+২ 

৫.২ ‘আপনারা অনুগ্রহ করে শুনুন। – বক্তা কে? তার বক্তব্যটি কী? ১ + ২

৬। কমবেশি ১৫০ শব্দে নীচের যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :  ৫x১=৫ 

৬.১ ‘অম্বিকামঙ্গল গান শ্রীকবিকঙ্কণ।—‘অম্বিকামঙ্গল’ এবং তাঁর কবি ‘শ্রীকবিকঙ্কণ’ এর পরিচয়

দাও। কলিঙ্গ দেশে ঝড়-বৃষ্টি অংশে বর্ণিত প্রাকৃতিক দৃশ্যের পরিচয় দাও। ২+৩ 

৬.২ ‘নােঙর গিয়েছে পড়ে তটের কিনারে।– নােঙর কী ?‘নােঙর’ তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কী বােঝানাে হয়েছে ?  ২+ ৩

৭। কমবেশি ১৫০ শব্দে নীচের যেকোনাে একটি প্রশ্নের উত্তর দাও ? ৫x১=৫ 

৭.১ ‘মােট কথা, ইলিয়াসের তখন খুব বােলবােলাও, পাশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে।

– ইলিয়াস কীভাবে সকলের ঈর্ষার পাত্র হয়ে উঠেছিল? তার পরবর্তী জীবনের ছবি কীভাবে বদলে গেল?  ২ + ৩ 

৭.২ ‘একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এল, আমার ছেলেবেলার গল্প শােনাতে হবে।

– কার কাছে এমন ‘ফরমাশ এল? তিনি তার ছেলেবেলার গল্প কীভাবে শােনালেন?  ১ + ৪।

৮। কমবেশি ১৫০ শব্দে নীচের যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও? ৫x১=৫ 

৮.১ ‘বিধুশেখর আবার গম্ভীর গলায় বলল, বিভং ভীবং বিভং’ – বিধুশেখরের বলা কথাটির অর্থ কী ?‘ব্যোমযাত্রীর ডায়রি’ গল্প অনুসরণে সেইপরিস্থিতিটির বর্ণনা দাও। ১+৪=৫ 

৮.২ ‘খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগল। – কোন্ খাতা’ র কথা বলা হয়েছে ? বক্তার মনে খটকা লাগল কেন, তা সেই খাতাটির প্রকৃতি আলচনার মাধ্যমে ব্যাখ্যা করাে। ১ +৪=৫

Read Also:

Class 9 English 1st Unit Test Question 2022

Class 9 Physical Science (ভৌতবিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 9 Life Science (জীবন বিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 9 History (ইতিহাস) 1st Unit Test Question 2022

Class 9 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022

Class 9 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022

Class 9 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

4 thoughts on “Class 9 Bengali First Unit Test Model Question 2022 | নবম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা নমুনা প্রশ্নপত্র”

Leave a Comment