Class 9 Geography First Unit Test Model Question 2022 | নবম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ভূগোল নমুনা প্রশ্নপত্র

Dear students, Class 9 Geography First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা নবম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ভূগোল নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 9 Geography First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।

First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

ভূগোল (Geography)

Class 9 (নবম শ্রেনী) পূর্ণমান – ৪০

সময় – ১ ঘণ্টা ৩০ মিনিট


বিভাগ – ‘ক’

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখাে : [১ x ৭ = ৭]

১.১ উত্তর মেরুতে রাতের বেলায় মেরু নক্ষত্র বা ধ্রুবতারাকে যে কোণে অবস্থান করতে দেখা যায় তা হলাে –
ক) ২৩°
খ) ৯০° 
গ) ০°
ঘ) ৬৬° ।

১.২ একটি বহিঃস্থ গ্রহের উদাহরণ হলাে –
ক) বৃহস্পতি 
খ) মঙ্গল 
গ) বুধ
ঘ) শুক্র ।

১.৩ ঠিক জোড়াটি নির্বাচন করাে –
ক) ২২ ডিসেম্বর থেকে ২১ জুন – উত্তরায়ন 
খ) কর্কটসংক্রান্তি – উভয় গােলার্ধে দিন রাত সমান 
গ) ২২ ডিসেম্বর থেকে ২১ জুন – দক্ষিণায়ন
ঘ) অপসূর অবস্থান – প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিলােমিটার। 

১.৪ আবর্তন গতির ফলাফল হলাে –
ক) সূর্যের আপাত বার্ষিক গতি 
খ) ঋতু পরিবর্তন 
গ) দিনরাত্রির সংঘটন 
ঘ) দিন-রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি।

১.৫ মানবিক সম্পদের উদাহরণ হলাে –
ক) সূর্যকিরণ 
খ) শ্রমিক
গ) জল 
ঘ) মৃত্তিকা। 

১.৬ যে শ্রেণির কয়লার দহনে প্রাপ্ত ধোয়ার পরিমাণ সবচেয়ে কম তা হলাে –
ক) বিটুমিনাস 
খ) লিগনাইট 
গ) পিট
ঘ) অ্যানথ্রাসাইট।

১.৭ খনিজ তেল পাওয়া যায় প্রধানত –
ক) আগ্নেয় শিলায় 
খ) পাললিক শিলায় 
গ) লােহিত মৃত্তিকায় 
ঘ) পডসল মৃত্তিকায়।

বিভাগ – ‘খ’ 

২.১ বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখাে : [১ x ২ = ২]

২.১.১ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতাে।

২.১.২ পশ্চিম গােলার্ধের দেশগুলােতে প্রথম সূর্যোদয় ঘটে। 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে : [১ x ২ = ২]

২.২.১ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে ব্যবধান প্রায় ________। 

২.২.২ পৃথিবীর আলােকিত ও অন্ধকার অংশের বৃত্তাকার সীমারেখা ________ নামে পরিচিত।

২.৩ স্তম্ভ মেলাও : ১ x ৩ = ৩

২.৩.১ ম্যাগনেটাইট ক) অভাব মােচনের ক্ষমতা

২.৩.২ সম্পদ খ) সৌরশক্তি 

২.৩.৩ প্রবহমান সম্পদ গ) আকরিক লৌহ 

২.৪ একটি বা দুটি শব্দে উত্তর দাও : ১ x ১ = ১

২.৪.১ অধিবর্ষের বছরটিতে মােট দিনের সংখ্যা কত হয়?

বিভাগ – ‘গ’ 

৩. নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখাে : ২ x ৩ = ৬

৩.১ পৃথিবীর গােলাকার আকৃতির একটি প্রমাণ দাও।

৩.১ পৃথিবীর গােলাকার আকৃতির একটি প্রমাণ দাও।
অথবা, G.P.S.-এর দুটি ব্যবহার উল্লেখ করাে।

৩.২ ২৩ সেপ্টেম্বর ও ২২ ডিসেম্বর তারিখে সূর্য কোথায় কোথায় লম্বভাবে কিরণ দেয়?
অথবা, রবিমাৰ্গ কী?

৩.৩ কোনাে নিরপেক্ষ বস্তুর সম্পদ হয়ে ওঠার দুটি শর্ত উল্লেখ করাে।
অথবা, সম্পদ কাকে বলে?

বিভাগ – ‘ঘ’ 

৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : [৩ x ৩ = ৯]

৪.১ সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীই জীবকুলের আবাসস্থল বক্তব্যটির স্বপক্ষে তিনটি যুক্তি দাও।
অথবা, শুক্র ও মঙ্গল গ্রহের প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করাে। 

৪.২ তিনটি বিষয়ের ভিত্তিতে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য নিরূপণ করাে।
অথবা, চিত্রসহ অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান কিভাবে আসে তা ব্যাখ্যা করাে।

৪.৩ প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎসের মধ্যে তিনটি পার্থক্য নিরূপণ করাে।
অথবা, ভারতের পশ্চিমাঞ্চলে খনিজ তৈলের বণ্টন উল্লেখ করাে।

বিভাগ – ‘ঙ’ 

৫. যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : [৫ x ১ = ৫]

৫.১ পৃথিবীপৃষ্ঠে সাধারণত চারটি ঋতুর চক্রাকার আবর্তন লক্ষ করা যায়। চিত্রসহযােগে ঋতুচক্রের বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করাে।
অথবা, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে বিজ্ঞানসম্মতভাবে সম্পদের ব্যবহার আবশ্যক। কী কী উপায় অবলম্বন করলে এই সম্পদ সংরক্ষণ সম্ভব বলে তুমি মনে করাে নিজের ভাষায় গুছিয়ে লেখাে।

বিভাগ – ‘চ’ 

৬. ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীকসহ চিহ্নিত করাে : [১ x ৫ = ৫]

৬.১ উত্তর পূর্ব ভারতের একটি তৈল উত্তোলক কেন্দ্র

৬.২ পশ্চিমের একটি তৈল শােধনাগার

৬.৩ দক্ষিণ ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র

৬.৪ ভারতের বৃহত্তম লিগনাইট খনি 

৬.৫ পূর্ব ভারতের একটি আকরিক লােহা উত্তোলক স্থান

Read Also:

Class 9 English 1st Unit Test Question 2022

Class 9 Physical Science (ভৌতবিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 9 Life Science (জীবন বিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 9 History (ইতিহাস) 1st Unit Test Question 2022

Class 9 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022

Class 9 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022

Class 9 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “Class 9 Geography First Unit Test Model Question 2022 | নবম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ভূগোল নমুনা প্রশ্নপত্র”

Leave a Comment