Class 9 History First Unit Test Model Question 2022 | নবম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ইতিহাস নমুনা প্রশ্নপত্র

Dear students, Class 9 History First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা নবম শ্রেণী প্রথম ইউনিট ইতিহাস  নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 9 History First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।

First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

ইতিহাস (History)

Class 9 (নবম শ্রেনী) পূর্ণমান – ৪০

সময় – ১ ঘণ্টা ৩০ মিনিট


বিভাগ – ‘’ 

১.ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : [১x১০=১০] 

১.১ ‘আমিই রাষ্ট্র’ -ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের এই উক্তিটিতে ফুটে ওঠে

(ক) গণতন্ত্রের ধারণা 

(খ) স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা

(গ) প্রজাতন্ত্রের ধারণা 

(ঘ) সামন্ততন্ত্রের ধারণা 

১.২ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’বলে মন্তব্য করেছিলেন — 

(ক) ভলতেয়র

(খ) নেকার 

(গ) ষােড়শ লুই

(ঘ) অ্যাডাম স্মিথ

১.৩ থার্ড এস্টেটের প্রতিনিধিরা দাবি করেছিল

(ক) সাঁকুলেৎ-দের ভােটাধিকার 

(খ) সমস্ত জনগণের ভােটাধিকার

(গ) থার্ড এস্টেটের মাথাপিছু ভােটাধিকার 

(ঘ) নারীদের ভােটাধিকার 

১.৪ বাস্তিল দুর্গের পতন হয়েছিল

(ক) ১৪/৭/১৭৮৯ 

(খ) ২০/৬/১৭৮৯

(গ) ৫/৫/১৭৮৯ 

(ঘ) ২৬/৭/১৭৯৪ 

১.৫ ফরাসি চার্চ আদায় করত 

(ক) গ্যাবেল

(খ) তেইলি 

(গ) করভি

(ঘ) টাইথ

১.৬ ১৮০৪ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন

(ক) ষােড়শ লুই (খ) রােবসপিয়ের

(গ) নেপােলিয়ন বােনাপার্ট (ঘ) লাফায়েৎ 

১.৭ ব্যাঙ্ক অফফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন

(ক) নেপােলিয়ন বােনাপার্ট 

(খ) তুর্গো 

(গ) মিরাবাে

(ঘ) আবে সিয়েস 

১.৮ টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল

(ক) ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে 

(খ) ফ্রান্স ও রাশিয়ার মধ্যে 

(গ) ফ্রান্স ও স্পেনের মধ্যে 

(ঘ) ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে

১.৯ নেপােলিয়নের মহাদেশীয় অবরােধের মূল লক্ষ্য ছিল 

(ক) রাশিয়া

(খ) আইবেরিয় উপদ্বীপ 

(গ) প্রাশিয়া

(ঘ) ইংল্যান্ড 

১.১০ কনফেডারেশন অফ রাইন গড়ে উঠেছিল

(ক) ১৮০৬ খ্রিস্টাব্দে 

(খ) ১৮০৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮০৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮০৭ খ্রিস্টাব্দে

বিভাগ ‘খ’

২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও  [১X৬ = ৬]

২.১ ‘অ’স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও :

অ 
(২.১.১) পার্সিয়ান লেটারস১. ফরাসি সংবিধান সভা
(২.১.২) মানুষ ও নাগরিকের অধিকার২. নেপােলিয়ন বােনাপার্ট
(২.১.৩) ফন্টেন ব্লু সন্ধি৩. মন্তেস্কু

২. ২ প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করাে :

(২.২.১) প্যারিস 

(২.২.২) কর্সিকা 

(২.২.৩) মস্কো

অথবা
(কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)। 

শূন্যস্থান পূরণ করাে :

(২.২.১) স্যোসাল কন্ট্রাক্ট বইয়ের লেখক —————- l

(২.২.২) ব্রান্সউইক ঘােষণাপত্র জারি করা হয়েছিল —————- খ্রিস্টাব্দ l

(২.২.৩) নেপােলিয়ন বােনাপার্টের পরে ফ্রান্সেরশাসক হয়েছিলেন —————- l

বিভাগ ‘

৩. দুটি অথবা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনাে ৪টি) (২×4 = ৮)

৩.১ দৈবরাজতন্ত্র বলতে কী বােঝ? 

৩.২ জ্যাকোবিন শাসন কী ছিল 

৩.৩ কোড নেপােলিয়ন কী?

৩.৪ কনফেডারেশন অফরাইন কেন গঠন করা হয়েছিল? 

৩.৫ নেপােলিয়ন-বিরােধী মিত্রপক্ষে কোন কোন শক্তি যােগ দিয়েছিল?

বিভাগ ‘

৪. সাত বা আটটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনাে ২টি) : (৪x২ = ৮) 

৪.১. বিপ্লব-পূর্ববর্তী ফরাসি অর্থনীতি কীভাবেফরাসি বিপ্লবে ভূমিকা নিয়েছিল? 

৪.২. ফরাসি বিপ্লবে সাধারণ মানুষের যােগদান বিষয়ে একটি টীকা লেখাে। 

৪.৩. মহাদেশীয় অবরােধ কীভাবে নেপােলিয়নের পতনের কারণ হয়েছিল?

বিভাগ ‘ঙ 

৫. পনেরাে বা যােলােটি বাক্যে যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :  (৮X১=৮)

৫.১ ফরাসি বিপ্লব দার্শনিকদের অবদান —মন্তব্যটি যুক্তিসহ আলােচনা করাে   (৮) 

৫.২ কোড নেপােলিয়ন বিষয়ে একটি টীকা লেখাে। শতদিবসের রাজত্ব বলতে কী বােঝাে?   (৫+৩)

Read Also:

Class 9 English 1st Unit Test Question 2022

Class 9 Physical Science (ভৌতবিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 9 Life Science (জীবন বিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 9 History (ইতিহাস) 1st Unit Test Question 2022

Class 9 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022

Class 9 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022

Class 9 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment