Dear students, Class 9 Life Science First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা নবম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট জীবনবিজ্ঞান ও পরিবেশ নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 9 Life Science First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।
First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২
জীবনবিজ্ঞান ও পরিবেশ (Life Science)
Class 9 (নবম শ্রেনী) পূর্ণমান – ৪০
সময় – ১ ঘণ্টা ৩০ মিনিট
বিভাগ – ‘ক’
1. ঠিক উত্তর নির্বাচন করাে : 1×7 =7
(i) নীচের কোনটি আমগাছের ঠিক বিজ্ঞানসম্মত নাম?
(a) Mangifera Indica
(b) Indica mangifera
(c) Mangifera indica
(d) Indica Mangifera
(ii) পলিস্যাকারাইডের ভাঙনের অন্তিম ধাপে কোনটি উৎপন্ন হয় ?
(a) অ্যামাইনাে অ্যাসিড
(b) ফ্যাটি অ্যাসিড
(c) নিউক্লিওটাইড
(d) মনােস্যাকারাইড।
(iii) কর্ডাটা পর্বের প্রাণীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি?
(a) স্টোমােকর্ডের উপস্থিতি
(b) গলবিলীয় ফুলকাছিদ্রের উপস্থিতি
(c) ম্যান্টলের উপস্থিতি ।
(d) কম্বপ্লেটের উপস্থিতি।
(iv) নীচের কোন জোড়াটি সঠিক?
(a) ভিটামিন A- রােডপসিন সংশ্লেষ
(b) ভিটামিন C- গর্ভস্থ ভূণের বৃদ্ধিতে সহায়তা করা
(c) ভিটামিন D- হিমােগ্লোবিন সংশ্লেষ
(d) ভিটামিন K-রক্ত তঞ্জন।
(v) সাইটোপ্লাজমের কাঠামাে গঠন করা কোন অঙ্গাণুর কাজ?
(a) মাইটোকন্ড্রিয়া
(b) এন্ডােপ্লাজমিক রেটিকিউলাম
(c) রাইবােজোম
(d) লাইসােজোম।
(vi) রক্তের RBC মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়?
(a) যকৃৎ
(b) বৃক্ক
(c) ফুসফুস
(d) প্লীহা।
(vii) সারকোলেমা কোন কলায় দেখা যায়?
(a) স্নায়ু কলা
(c) আবরণী কলা
(b) পেশি কলা
(d) যােগ কলা।
বিভাগ – ‘খ’
2. একটি বাক্যে উত্তর দাও (যেকোনাে 3টি) : 1×3 = 3
(i) গ্যাস্ট্রোভাসকুলার গহ্বর, কর্ষিকা, নিডারিয়া, নিমাটোসিস্ট – এই চারটি শব্দের মধ্যে কোনটি বাকি তিনটি শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত খুঁজে বার করাে।
(ii) পুরুষদেহে যে অঙ্গ শুক্রাণু উৎপাদন ও হরমােন ক্ষরণে সাহায্য করে তার নাম উল্লেখ করাে।
(iii) আমি দ্বি-একক পর্দাবিশিষ্ট কোশ অঙ্গাণু এবং আমি সবুজ উদ্ভিদে খাবার তৈরি করতে সাহা, করি। আমি কে বলাে?
(iv) জীববিদ্যার ‘আণবিক জীববিদ্যা’ শাখায় কী কী বিষয় নিয়ে আলােচনা হয়?
3. শূন্যস্থান পূরণ করাে (যেকোনাে 2টি) : 1x 2 =2
(i) জীববিদ্যা ও ————– এর সহযােগে গঠিত শাখাটির নাম হলাে বায়ােনিক্স।
(ii) মানুষের বক্ষগহ্বরে দুটো ফুসফুসের মাঝে ————– অবস্থিত।
(iii) নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গােলাকার বস্তুকে ————– বলে।
4. ঠিক বাক্যের পাশে ‘✔’আর ভুল বাক্যের পাশে ‘X’দাও : 1×2 = 2
(i) RNA-তে নাইট্রোজেনঘটিত বেস হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন থাকে।
(ii) অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ অনেকগুলাে আংটির মতাে খণ্ডকে বিভক্ত।
5. ‘A’ স্তম্ভের সঙ্গে ‘B’ স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখাে : 1×4=4
‘A’ স্তম্ভ | ‘B’স্তম্ভ |
(i) রাইবােজোম | (a) যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে |
(ii) প্ল্যাটিহেলমিনথিস | (b) নলাকৃতি দেহ |
(iii) মােলাস্কা | (c) চ্যাপ্টা দেহ |
(iv) ফ্লেরেনকাইমা | (d) প্রােটিন সংশ্লেষ করে |
(e) নরম দেহ। |
বিভাগ – ‘গ’
Read Also:
Class 9 English 1st Unit Test Question 2022
Class 9 Physical Science (ভৌতবিজ্ঞান) 1st Unit Test Question 2022
Class 9 Life Science (জীবন বিজ্ঞান) 1st Unit Test Question 2022
Class 9 History (ইতিহাস) 1st Unit Test Question 2022
Class 9 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022
Class 9 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022
Class 9 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
sir pls answer gulo din na
sorry olpo somoyer karone ekhuni amra uttor gulo dite parchi na.