Dear students, Class 9 Physical Science First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা নবম শ্রেণী প্রথম ইউনিট ভৌত বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 9 Physical Science First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।
First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২
ভৌত বিজ্ঞান (Physical Science)
Class 9 (নবম শ্রেনী) পূর্ণমান – ৪০
সময় – ১ ঘণ্টা ৩০ মিনিট
বিভাগ – ‘ক’
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 1×7=7
1.1 একক বিহীন একটি ভৌত রাশির উদাহরণ দাও।
1.2 1 মাইক্রন = কত মিটার ?
1.3 বেগের মাত্ৰীয় সমীকরণ লেখাে।
অথবা, 1 আলােকবর্ষ = কত কিমি. ?
1.4 সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির অনুপাত কী থাকে ?
অথবা, কোন্ উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক ?
1.5 আভ্যন্তরীণ বল কাকে বলে ?
1.6 A1-এর যে কক্ষের ইলেকট্রন বর্জিত হয়ে আয়ন গঠিত হয় সেটি—
[(i) K (ii) L (iii) M (iv) N] (সঠিক উত্তরটির পাশে ✔ চিহ্ন দাও )
1.7 মন্দন হল প্রকৃতপক্ষে —————-। (শূন্যস্থান পূরণ করাে)।
বিভাগ – ‘খ’
2. পার্থক্য লেখাে (যে-কোনাে তিনটি) : 2×3=6
2.1 মৌলিক একক ও লন্ধ একক।
2.2 দ্রুতি ও বেগ।
2.3 আইসােটোন ও আইসােবার।
2.4 গতিজাড্য ও স্থিতিজাড্য।
বিভাগ – ‘গ’
3. যে-কোনাে ছটি প্রশ্নের উত্তর দাও : 2×6=12
3.1 100 ঘন সেমি. পারদের ভর 1360 গ্রাম হলে ঘনত্ব কত নির্ণয় করাে।
3.2 15P31 নিউক্লাইডে প্রােটন নিউট্রন এবং ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করাে।
3.3 তােমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কী অসুবিধা হত ?
3.4 বলের সংজ্ঞা লেখাে।
3.5 পাখি আকাশে ওড়ে কীভাবে ? এক্ষেত্রে নিউটনের কোন্ সূত্র প্রযুক্ত হল ?
3.6 রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র লেখাে।
3.7 পরমাণুর তিনটি মৌলিক উপাদানের নাম লেখাে। এদের ভরের অনুপাত কত?
3.8 পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যার সংজ্ঞা লেখাে।
বিভাগ – ‘ঘ’
4. যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও : 3×5=15
4.1 লেখচিত্রের সাহায্যে v = u + at সমীকরণ প্রতিষ্ঠা করাে।
4.2 1 kg ভরের একটি বস্তু 10 mt/s বেগে গতিশীল। বস্তুটিকে 4s সময়ে থামানাে হল। বস্তুর উপর কত বল প্রযুক্ত হল ?
4.3 নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখাে এবং এ থেকে কী পাওয়া যায় ? 2+1
4.4 নিউক্লিয় বল কাকে বলে ? সালফার পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখাে।
4.5 সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি লেখাে।
4.6 সমদ্রুতি সম্পন্ন বস্তু, সমবেগ সম্পন্ন নাও হতে পারে ব্যাখ্যা করাে। দেওয়াল ঘড়ির পেন্ডুলামের গতিকে কী ধরনের গতি বলে ? 2+1
4.7 দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন দুটি ক্যাথােড রশ্মি নলের উদাহরণ দাও। হাইড্রোজেন পরমাণুর বর্ণালি বিশ্লেষণ করলে কী ধরনের বর্ণালি পাওয়া যায় ? 2+1
Read Also:
Class 9 English 1st Unit Test Question 2022
Class 9 Physical Science (ভৌতবিজ্ঞান) 1st Unit Test Question 2022
Class 9 Life Science (জীবন বিজ্ঞান) 1st Unit Test Question 2022
Class 9 History (ইতিহাস) 1st Unit Test Question 2022
Class 9 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022
Class 9 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022
Class 9 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Hi This is Debdas Bhaskar