প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 5 এর দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের পঞ্চম শ্রেনীর পাঠ্যবইতে ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতা রয়েছে। কবিতার শেষের হাতে কলমে প্রশ্নগুলির সমাধান আমরা এখানে করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।
দারোগাবাবু এবং হাবু
ভবানীপ্রসাদ মজুমদার
দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্ন উত্তর | Daroga Babu Ebong Habu Question Answer
হাতে কলমে প্রশ্ন উত্তর
১. ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :
১.১ হাবু থানায় গিয়েছিল (বেড়াতে / অভিযোগ জানাতে / চিকিৎসা করাতে / হারানো পাখি খুঁজতে)।
উত্তর :- হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে l
১.২ বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না (টিয়া / পায়রা / ময়না/ কোকিল)।
উত্তর :- বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কোকিল l
১.৩ হাবু ও তার দাদাদের পোষা মোট পশু-পাখির সংখ্যা (১৭৫/১৫০/১৭০/২৫)।
উত্তর :- হাবু ও তার দাদাদের পোষা মোট পশু-পাখির সংখ্যা ১৭৫ l
শব্দার্থ : বারণ – নিষেধ / মানা। সদাই – সবসময়। করুণ – কাতর / আর্ত। নালিশ – অভিযোগ।
২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :
ক | খ |
নালিশ | কাহিল |
বারণ | উন্মাদ |
পাগল | সবসময় |
সদাই | নিষেধ |
কাবু | অভিযোগ |
উত্তর :-
ক | খ |
নালিশ | অভিযোগ |
বারণ | নিষেধ |
পাগল | উন্মাদ |
সদাই | সবসময় |
কাবু | কাহিল |
৩. শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো :
উত্তর :-

৪. ‘কেঁদে কেঁদে’- এরকম একই শব্দকে পাশাপাশি দু’বার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো।
উত্তর :- শুধু শুধু, হেসে হেসে, দিন দিন, বলে বলে, রোজ রোজ l
৫. ক্রিয়ার নীচে দাগ দাও :
৫.১ বললে কেঁদেই হাবু।
উত্তর :- বললে কেঁদেই হাবু।
৫.২ সাতটা বেড়াল পোযেন ছোটা বড়ো।
উত্তর :- সাতটা বেড়াল পোযেন ছোটা বড়ো।
৫.৩ বললে করুণ সুরে।
উত্তর :- বললে করুণ সুরে।
৫.৪ যাবেই যে সব উড়ে।
উত্তর :- যাবেই যে সব উড়ে।
৫.৫ ভগবানকেই ডাকি।
উত্তর :- ভগবানকেই ডাকি।
৬. বাক্য রচনা করো :
নালিশ, ভগবান, বারণ, করুণ, ভোর।
উত্তর :-
নালিশ – অনিক স্যারের কাছে রাতুলের নামে নালিশ জানাল।
ভগবান – ভগবান তোমার মঙ্গল করুক।
বারণ – বৃষ্টিতে ভিজতে মা বারণ করে।
করুণ – করুণ দৃষ্টিতে চেয়ে রইল ছেলেটি।
ভোর – ভোরবেলা ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো।
৭. ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো :
৭.১ হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানাল।
উত্তর :- ১ l
৭.২ জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়।
উত্তর :- ৪ l
৭.৩ হাবুরা চারভাই একটা ঘরেই থাকে।
উত্তর :- ২ l
৭.৪ বড়দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে।
উত্তর :- ৩ l
৭.৫ দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল।
উত্তর :- ৫ l
৮. কবিতাটিতে অন্ত্যমিল আছে, এমন পাঁচজোড়া শব্দ লেখো।
উত্তর :-

৯. বাক্য বাড়াও —
৯.১ হাবু গিয়েছিল। (কোথায় ? কখন ? )
উত্তর :- হাবু ভোরবেলা থানায় গিয়েছিল।
৯.২ বড়দা পোষেন বেড়াল। (কয়টি? কেমন?)
উত্তর :- বড়দা ছোটো-বড়ো সাতটি বিড়াল পোষেন।
৯.৩ হাবু ভগবানকে ডাকে। (কেন ? কখন ?)
উত্তর :- হাবু দুঃখে সার দিন-রাত ভগবানকে ডাকে।
৯.৪ দারোগাবাবু বলেন ঘরের জানলা-দরজা খুলে রাখতে। (কাকে?)
উত্তর :- দারোগাবাবু হাবুকে বলেন জানলা-দরজা খুলে রাখতে।
৯.৫ হাবুর পায়রা উড়ে যাবে। (কয়টি?)
উত্তর :- হাবুর দেড়শোটি পায়রা উড়ে যাবে।
ভবানীপ্রসাদ মজুমদার (জন্ম ১৯৫৩) : বাংলা শিশুসাহিত্যে, বিশেষ করে ছোটোদের ছড়া-কবিতার জগতে অত্যন্ত পরিচিত। তাঁর লেখা মজাদার, তবে তাতে শেখার বিষয়ও থাকে ঢের। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মজার ছড়া’, ‘নাম তাঁর সুকুমার’। তাঁর লেখার স্বীকৃতি হিসেবে পেয়েছেন ‘সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার’, ‘সত্যজিৎ রায় পুরস্কার’, ‘শিশুসাহিত্য পরিষদ পুরস্কার’, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রদত্ত ‘অভিজ্ঞান স্মারক’, ‘ছড়া-সাহিত্য পুরস্কার’ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক পুরস্কার। এখনও পর্যন্ত সহজ কথায়, সরল ছন্দে, বিচিত্র বিষয়ে ষোলো হাজারেরও বেশি ছড়া লিখেছেন।
১০.১ ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম লেখো।
উত্তর :- ছোটোদের জন্য ছড়া, কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম সুকুমার রায় ও রবীন্দ্রনাথ ঠাকুর।
১০.২ তোমার পাঠ্য কবিতাটির কবি কে?
উত্তর :- আমাদের পাঠ্য কবিতাটির লেখক ভবানীপ্রসাদ মজুমদার।
১০.৩ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তর :- ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দুটি বইয়ের নাম, ‘মজার ছড়া’ ও ‘নাম তাঁর সুকুমার ।
১১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১১.১ হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল?
উত্তর :- ভবানীপ্রসাদ মজুমদার রচিত ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায় হাবু থানায় গিয়ে বড়োবাবুর কাছে নালিশ জানিয়েছিল।
১১.২ হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন?
উত্তর :- ভবানীপ্রসাদ মজুমদার রচিত ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায় হাবুর বড়দা পোষেন সাতটা বেড়াল, মেজদা পোষেন আটটা কুকুর ও সেজদা পোষেন দশটা ছাগল।
১১.৩ হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কীভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় ?
উত্তর :- ভবানীপ্রসাদ মজুমদার রচিত ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায় হাবুর বড়দা সাতটা বিড়াল, মেজদা আটটা কুকুর ও সেজদা দশটা ছাগল পোষেন। একারণে বদ্ধ ঘরে গন্ধে হাবুর প্রাণ যায় যায় অবস্থা। হাবু তবুও ঘরের জানালা দরজা খুলে রাখতে পারে না কারণ হাবু নিজেও দেড়শো পায়রা পোষে, দরজা জানালা খুললে সেগুলি উড়ে যাবে। তাই বলা যায় হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও দায়ী ছিল।
১১.৪ দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হল না কেন?
উত্তর :- ভবানীপ্রসাদ মজুমদার রচিত ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায় দারোগাবাবু হাবুকে দরজা জানালা খুলে রাখার পরামর্শ দিয়েছিল। কিন্তু হাবুর এ পরামর্শ পছন্দ হয়নি কারণ দরজা জানালা খুলে দিলে হাবুর ঘরের মধ্যে পোষা দেড়শোটি পায়রা উড়ে যাবে।
১১.৫ দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল, তা নিজের ভাষায় লেখো।
উত্তর :- ভবানীপ্রসাদ মজুমদার রচিত ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায় হাবু ভোরবেলা থানার বড়োবাবুর কাছে নালিশ জানাতে যায়। হাবুরা চারভাই একসাথে থাকে। ঘরের মধ্যে তার বড়দা সাতটা বিড়াল, মেজদা আটটা কুকুর ও সেজদা দশটা ছাগল পোষেন। ফলে গন্ধে তার ঘরে থাকতে খুব অসুবিধা হয়। কিন্তু হাবু ঘরের জানালা দরজা ও খুলতে পারে না কারণ, হাবু নিজে ঘরে দেড়শোটি পায়রা পোষে। দরজা জানালা খুললে সেগুলি জানালা দিয়ে উড়ে যাবে। এই দুঃখের কথাই হাবু দারোগাবাবুকে বলেছিল।
১১.৬ তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুকে লেখো।
উত্তর :- নিজে কর l
- এই কবির আরেকটি কবিতা তোমার পাঠ্য কবিতাটির সঙ্গে মিলিয়ে পড়ো
খোকার বুদ্ধি

আরো পড়ুন
গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর | সুনির্মল বসু | Golpo Buro Kobita Question Answer | Class 5 | Wbbse
বুনো হাঁস প্রশ্ন উত্তর | লীলা মজুমদার | Buno Has Class 5 Question Answer | Wbbse
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।