দেশের অবস্থা – উচ্চমাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনা

প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা দেশের অবস্থা – উচ্চমাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করলাম। খুব সুন্দর করে গুছিয়ে এই প্রবন্ধ রচনাটি লেখা হয়েছে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। ধন্যবাদ

দেশের অবস্থা

ভারতের মোট জমির মাত্র ২.৭% পশ্চিমবঙ্গে আছে। কিন্তু তা সত্ত্বেও কৃষিই এখানকার প্রধান জীবিকা। জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই কৃষিকাজের সঙ্গে যুক্ত। কৃষি-অনুসারী শিল্পকে যোগ করলে সংখ্যাটা আরও বেড়ে যাবে। লক্ষ করার মতো বিষয় যে, অন্যান্য প্রদেশের মতো বড়ো কৃষক পশ্চিমবাংলায় বিশেষ নেই। মাঝারি, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরাই পশ্চিমবাংলার কৃষিকে বাঁচিয়ে রেখেছে। স্বাভাবিকভাবেই তারা অর্থবান নয়, মহাজনের কাছ থেকে ধার নেওয়া টাকাতেই তাদের কৃষিকাজ করতে হয়। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বাজারে দাম না পাওয়া, ফড়েদের উৎপাত—এসব কারণে কৃষকদের দুরবস্থার শেষ নেই। এদেশে কৃষকের সঙ্গে বাজারের কোনো প্রত্যক্ষ সংযোগ না থাকায় কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না। মহাজনের সুদ চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকে। অথচ এই কৃষকরাই সমাজের ভিত্তি। কৃষি অর্থনীতির উপরেই দেশ দাঁড়িয়ে আছে। গোটা দেশের খাদ্যশস্যের ৮% উৎপন্ন হয় এই পশ্চিমবাংলায় ৷ ধান উৎপাদনে এই রাজ্য ভারতের মধ্যে প্রথম । মোট উৎপাদিত আলুর ২৮% উৎপন্ন করে আলু উৎপাদনে এই রাজ্য ভারতে দ্বিতীয়। দেশের মোট ৬০% পাটজাত তন্তু এই রাজ্যেই উৎপন্ন হয় । তবুও কৃষকের দুরবস্থা ঘোচে না। ফসলের যথেষ্ট উৎপাদন না হওয়ায় প্রতিবছরই দেনার দায়ে অসংখ্য কৃষক আত্মহত্যা করেন । 

কিন্তু সমাধানের পথ কোথায়? অবশ্যই প্রশাসনিক নজরদারি এবং সঠিক পরিকল্পনা কৃষি ও কৃষককে বাঁচিয়ে রাখতে পারে। সরকারকে উৎপন্ন ফসলের সহায়ক মূল্য বেঁধে দিতে হবে। ফড়েরাজের অবসান ঘটাতে হবে। ফসলের প্রত্যক্ষ বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। সারে ভর্তুকি দিতে হবে। কৃষিক্ষেত্রে আধুনিকতম সরঞ্জাম কেনার জন্য স্বল্প সুদে ব্যাংকঋণের ব্যবস্থা করতে হবে। উন্নত ফলনশীল বীজের সরবরাহের উদ্যোগও পঞ্চায়েতের মাধ্যমে সরকারকেই গ্রহণ করতে হবে। এ ছাড়াও দারিদ্র্যসীমার নীচে-থাকা কৃষকদের বি পি এল তালিকায় নিয়ে আসা নিশ্চিত করা, তাদের জন্য স্বাস্থ্যবিমা চালু করা ইত্যাদি নানা উদ্যোগ নেওয়া যেতে পারে। কৃষকদের বাঁচিয়ে রাখার দায় আমাদেরই। নতুন যুগে শিল্পের প্রয়োজনীয়তা থাকলেও মনে রাখতে হবে কৃষি সভ্যতার ভিত্তি। কৃষি ছাড়া শিল্পের অগ্রগতি অসম্ভব । সকলকেই এ কথা মানতে হবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment