Class 11 Class 11 Education ধারণা বলতে কি বোঝ | ধারণার সংজ্ঞা দাও | ধারণা গঠনের নীতিগুলি উল্লেখ করো

ধারণা বলতে কি বোঝ | ধারণার সংজ্ঞা দাও | ধারণা গঠনের নীতিগুলি উল্লেখ করো

ধারণা বলতে কি বোঝ | ধারণার সংজ্ঞা দাও | ধারণা গঠনের নীতিগুলি উল্লেখ করো 2 + 2 + 4 

উত্তর : 

ধারণা : 

একজাতীয় বস্তুসমুহের মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান, সেই সম্পর্কে জ্ঞানার্জনকে বলা হয় ধারণা। উদাহরণ হিসেবে বলা যায় গােলাপ, পদ্ম, জবা, গাঁদা প্রভৃতি ফুলের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকলেও তাদের মধ্যে কতকগুলি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ করা যায়। যেমন— প্রতেক্যের মধ্যে বৃতি, পাপড়ি, পুংকেশরচক্র বা গর্ভকেশরচক্র বর্তমান। এইসব সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতেই গােলাপ, পদ্ম, জবা, গাঁদা ইত্যাদিকে ফুল’ হিসেবে চিহ্নিত করা হয়।

ধারণার সংজ্ঞা : 

1. উডওয়ার্থ (woodworth) কোনাে বস্তু সম্পর্কে সামগ্রিক জ্ঞানকে ধারণা বলা হয়।
2.রাসেল  (Russell) নানান উপাত্ত থেকে যে সাধারণধর্মী মতামত গ্রহণ করা হয়, তাকে ধারণা বলে।
3.ম্যাকডােনাল্ড (Macdonald) সাধারণ বৈশিষ্ট্যযুক্ত কিছু উদ্দীপকের শ্রেণিকে ‘ধারণা’ হিসেবে অভিহিত করা হয়।

ধারণা গঠনের নীতি :

বিশিষ্ট মনােবিদ রিপল এবং ক্ল্যজমেইয়ার তাদের রচিত ‘Learning and Abilities’ গ্রন্থে ধারণা গঠনের ক্ষেত্রে যেসকল নীতির কথা উল্লেখ করেছেন, সেগুলি হল—

 [1] সাদৃশ্য ও বৈসাদৃশ্যের নীতি : ধারণা গঠনের ক্ষেত্রে একজাতীয় অনেকগুলি বস্তুর মধ্যে কী কী মিল বা সাদৃশ্য রয়েছে এবং কী কী গরমিল বা বৈসাদৃশ্য রয়েছে তা বিশেষভাবে দেখা হয়। বেশিরভাগ ক্ষেত্রে মিল বা সাদৃশ্যগুলিকে বিবেচনা করেই বস্তুটির বিষয়ে ধারণা গঠন করা হয়। 

[2] গুণ সম্পর্কিত নীতি : কোনাে বস্তুর মধ্যে কী কী গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, সেগুলিকে সঠিকভাবে পর্যবেক্ষণ করেও বস্তুর সম্পর্কে ধারণা গঠন করা হয়। 

[3] বিশ্লেষণের নীতি : কোনাে বস্তু সম্পর্কে ধারণা গঠনের ক্ষেত্রে বিশ্লেষণের ওপরেও নজর দেওয়া হয়। কোনাে বস্তুর সম্পর্কে সঠিক বিশ্লেষণ, ধারণা গঠনের কাজকে সহজ ও সাবলীল করে তােলে।

[4] ব্যবহারের নীতি : ধারণা গঠনের ক্ষেত্রে পূর্বঅভিজ্ঞতাকেও ব্যবহার করা হয়।

[5] মূল্যায়নের নীতি : কোনাে বস্তুর উপযুক্ত মূল্যায়নের দ্বারা ও ধারণা গঠনের কাজ চলে। 

[6] ক্রমপর্যায়ের নীতি : বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে কোনাে ঘটনার ক্ষেত্রে ক্রমপর্যায় অনুসারে বিষয়গুলির সংবেদন ও প্রত্যক্ষণ সম্পাদিত হলে, ধারণা গঠনের কাজটি সহজ হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment