সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য কি ?
উত্তরঃ-
সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য :
সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য কি?
সাধারণ মানসিক ক্ষমতা | বিশেষ মানসিক ক্ষমতা |
1. এই মানসিক উপাদানের সাহায্যে মানুষ সমস্ত বৌদ্ধিক কর্মসম্পাদন করতে পারে। এটি পরিবেশের সঙ্গে সংগতি বজায় রাখে। | 1. এই মানসিক উপাদান বিশেষ বিশেষ বৌদ্ধিক কাজে ব্যবহৃত হয়। |
2. সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধি সাধারণধর্মী। | 2. বিশেষ মানসিক ক্ষমতা বিশেষধর্মী । |
3. সাধারণ মানসিক ক্ষমতা একক ক্ষমতা, এটি সকল প্রকার কাজে অপরিহার্য। | 3. বিশেষ মানসিক ক্ষমতা সংখ্যায় বহু। |
4. সাধারণ মানসিক ক্ষমতা জন্মগত। | 4. বিশেষ মানসিক ক্ষমতা কিছুটা জন্মগত, কিছুটা অর্জিত। |
5. সাধারণ মানসিক ক্ষমতা পরিমাপের জন্য বুদ্ধি অভীক্ষা ব্যবহৃত হয়। এর সূচক হল বুদ্ধ্যঙ্ক । | 5. বিশেষ মানসিক ক্ষমতা পরিমাপের জন্য প্রবণতা অভীক্ষা ব্যবহৃত হয় এটি সূচকহীন। |
6. সাধারণ মানসিক ক্ষমতা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বিকাশলাভ করে। | 6. বিশেষ মানসিক ক্ষমতার ক্ষেত্রে বয়সের সীমারেখা নেই। |
7. সাধারণ মানসিক ক্ষমতার পরিমাণ কর্মভেদে পরিবর্তনশীল। | 7. বিশেষ মানসিক ক্ষমতায় কর্মভেদে প্রকৃতিগত পরিবর্তন ঘটে। |
8. সাধারণ মানসিক ক্ষমতা সর্বজনীন। | 8. বিশেষ মানসিক ক্ষমতা সর্বজনীন নয়। |
9. সাধারণ মানসিক ক্ষমতা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে বণ্টন হয়। | 9. বিশেষ মানসিক ক্ষমতা স্বাভাবিকভাবে বণ্টন হয় না। |
10. সাধারণ মানসিক ক্ষমতা অনুশীলনসাপেক্ষ নয়। | 10. বিশেষ মানসিক ক্ষমতা অনুশীলনসাপেক্ষ। |
11. সাধারণ মানসিক ক্ষমতা কর্মনিপুণ বিশেষজ্ঞ ব্যক্তি তৈরি করতে পারে না। | 11. বিশেষ মানসিক ক্ষমতা সাধারণ মানসিক ক্ষমতার সহায়তায় কর্মনিপুণ বিশেষজ্ঞ ব্যক্তি তৈরি করতে পারে। |
12. সাধারণ মানসিক উপাদান পূর্বের অভিজ্ঞতা বা বিভিন্ন কর্মে সঞ্চালনের মাধ্যমে ব্যবহৃত হয়। | 12. বিশেষ মানসিক ক্ষমতা পূর্বের অভিজ্ঞতা ও বিভিন্ন কর্মক্ষেত্রে সঞ্চালনে খুব কম ব্যবহৃত হয়। |
Read Also
শিখন ও পরিনমনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য গুলো লেখ
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thank you