ইতিহাসচর্চায় ‘অ্যানাল স্কুল’ বলতে কী বােঝায়? 

প্রশ্ন : ইতিহাসচর্চায় ‘অ্যানাল স্কুল’ বলতে কী বােঝায়? 2 Marks

উত্তর : বিশ শতকে ফ্রান্সে ঐতিহাসিক মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর দ্য অ্যানালস’ (১৯২৯ খ্রিঃ) পত্রিকা প্রকাশের মাধ্যমে ইতিহাসচর্চায় যে নতুন ঘরানার সূচনা করেন তা হল ‘অ্যানাল স্কুল।

এই ধরনের ইতিহাসচর্চায়—
প্রথমত, সামাজিক ইতিহাসসহ সার্বিক ইতিহাস রচনার ওপর গুরুত্ব আরােপ করা হয়; 

দ্বিতীয়ত, ভৌগােলিক কাঠামাে, আর্থসামাজিক পটভূমি, জনসংখ্যাতত্ত্ব, মানসিক প্রবণতার ওপর গুরুত্ব দান করে ইতিহাস রচনার কাজ শুরু করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

3 thoughts on “ইতিহাসচর্চায় ‘অ্যানাল স্কুল’ বলতে কী বােঝায়? ”

  1. Keep it up and it is very helpful answer for every student and also for me 💯💯 and I hope this comment will be very helpful for you👌👌👌👌👌 I say again and again that keep it up and thank you so much for increase our student’s knowledge by this shiksha app… thank you.😊😊😊😊😊😇😇🥰🥰🥰❤❤

    Reply

Leave a Comment