ইতিহাসচর্চায় ভিকোর মতামত কী? | Etihaschorchay Vickor Motamot Ki

প্রশ্ন : ইতিহাসচর্চায় ভিকোর মতামত কী?  2 Marks

উত্তর : ইটালির ঐতিহাসিক ও মানবতাবাদী দর্শনের প্রবক্তা—গিয়ান বাতিস্তা ভিকোর (১৮৬৮-১৭৪৪ খ্রি.) মতে, 

(১) ইতিহাস হল মানবসমাজ ও তার প্রতিষ্ঠান সমূহের বিবর্তনের কাহিনি। 

(২) পূর্ব পরিকল্পিত ধারণা বা অবরােহী পদ্ধতিতে ইতিহাসচর্চার পরিবর্তে তিনি ঐতিহাসিক পদ্ধতি ও ঐতিহাসিকের সৃজনশীল মানসিকতার ওপর জোর দেন; 

(৩) তিনি ইতিহাসকে তিনটি যুগে ভাগ করেন, যথা—দেবতা, বীরনায়ক ও সাধারণ মানুষের যুগ। 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment