গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর | সুনির্মল বসু | Golpo Buro Kobita Question Answer | Class 5 | Wbbse

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 5 এর গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের পঞ্চম শ্রেনীর পাঠ্যবইতে সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতা রয়েছে। কবিতার শেষের হাতে কলমে প্রশ্নগুলির সমাধান আমরা এখানে করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।

গল্পবুড়ো

সুনির্মল বসু


হাতে কলমে প্রশ্ন উত্তর

১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :

১.১ ‘উত্তুরে হাওয়া’ বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমন ভাবে __________ (গ্রীষ্ম/শরৎ / শীত/বর্ষা) কালে হাওয়া বয়।
উত্তর :- শীত l

১.২ থুথুড়ে শব্দটির অর্থ __________ (চনমনে / জড়সড়ো/জ্ঞানী/ নড়বড়ে।
উত্তর :- নড়বড়ে l

১.৩ রূপকথার গল্পে যেটি থাকে না __________ ( দত্যি-দানো/ পক্ষীরাজ/রাজপুত্তুর/উড়োজাহাজ)।
উত্তর :- উড়োজাহাজ l

১.৪ রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। (আশাপূর্ণা দেবী / দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার / সত্যজিৎ রায় / শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)।
উত্তর :- দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার l

২.১ লেখালিখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন?
উত্তর :- লেখালিখি ছাড়াও সুনির্মল বসু আর যে কাজ ভালো পারতেন তা হল ছবি আঁকা l

২.২ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তর :- সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হল, হাওয়ার দোলা, ছানাবড়া প্রভৃতি l

৩. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো :

থা রু ক প; র ত্তু জ রা পু; জ ক্ষী রা প; ব প ম ন ন; জ গু বি আ;

উত্তর :-

থা রু ক প; – রূপকথা l

র ত্তু জ রা পু; – রাজপুত্তুর l

জ ক্ষী রা প; – পক্ষীরাজ l

ব প ম ন ন; – মনপবন l

জ গু বি আ; – আজগুবি l

৪. অন্তমিল আছে এমন পাঁচজোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো :

উত্তর :-

৫. বাক্য বাড়াও :

৫.১ শীতকালে হাওয়া বইছে। (কেমন হাওয়া?) [শীতকালে উত্তুরে হাওয়া বইছে।]

৫.২ গল্পবুড়ো ডাকছে। (কেমন বুড়ো?)
উত্তর :- থুত্থুরের গল্পগুড়া ডাকছে l

৫.৩ গল্পবুড়োর মুখ বাধা। (মুখ ব্যথা কেন ? )
উত্তর :- চেঁচিয়ে চেঁচিয়ে গল্পবুড়োর মুখ বাধা।

৫.৪ গল্পবুড়োর ঝোলা আছে। (কোথায় ঝোলা ? )
উত্তর :- গল্পবুড়োর কাঁধে ঝোলা আছে

৫.৫ দেখবি যদি আয়। (কীভাবে আসবে?)
উত্তর :- দেখবি যদি, জলদি আয়।

শব্দার্থ : উত্তুরে— উত্তর দিক থেকে বয়ে আসা। থুথুড়ে — নড়বড়ে। সত্বরে — জলদি / দ্রুত /তাড়াতাড়ি। রূপকথা — কাল্পনিক গল্প। হাঁক — জোরে ডাক। তল্পি — ঝোলা / থলে। আজগুবি — অদ্ভূত। সার-বাঁধা — পরপর সাজানো। চোখ ধাঁধা— যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়। নন্দিনী — মেয়ে / কন্যা। প্রখর — তাঁর। প্রত্যূষ — ভোর। ঝলমলে — উজ্জ্বল।

৬. ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখ :

তল্পিকাল্পনিক গল্প
রুপকথা বাতাস
ভোরেদ্রুত
পবনঝোলা
সত্বরবিহানে

উত্তর :-

তল্পিঝোলা
রুপকথা কাল্পনিক গল্প
ভোরেবিহানে
পবনবাতাস
সত্বরদ্রুত

৭. ডাকছে রে’ আর ‘ডাক ছেড়ে’ শব্দজোড়ার মধ্যে কী পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও :

যেমন : বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে।
উত্তর :-

ডাকছে রে (আহ্বান) – এই সাত সকালে কে ডাকছে রে ?

ডাক ছেড়ে (চিৎকার করে ডাকা) – অনেক ডাক ছেড়ে মাসিকে ডাকছে l

৮. শব্দঝুড়ির থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :

উত্তর :-

গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর

৯. পক্ষীরাজ এর মতো (ক্+ষ্= ‘ক্ষ’) রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো :

উত্তর :- শিক্ষিত, নিরক্ষর, অবক্ষয়, লক্ষ্মী, লক্ষ্য l 

১০. ক্রিয়ার নীচে দাগ দাও :

১০.১ বইছে হাওয়া উত্তুরে।

১০. ডাক ছেড়ে সে ডাকছে রে।

১০.৩ আয় রে ছুটে ছোট্টরা।

১০.৪ দেখবি যদি জলদি আয়

১০.৫ চেঁচিয়ে যে তার মুখ ব্যথা।

১১. তোমার দৃষ্টিতে গল্পবুড়োর সাজ-পোশাকটি কেমন হবে, তা একটি ছবিতে আঁকো :

উত্তর :- নিজে কর l

১২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১২.১ গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে ?
উত্তর :- সুনির্মল বসু রচিত ‘গল্পবুড়ো’ কবিতায় গল্পবুড়ো উত্তুরে হাওয়া বইতে থাকা শীতের ভোরবেলা গল্প শোনাতে আসে।

১২.২ গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে?
উত্তর :- সুনির্মল বসু রচিত ‘গল্পবুড়ো’ কবিতায় গল্পবুড়োর ঝোলায়, দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ প্রভৃতির গল্প আছে। এছাড়াও আছে, ময়নামতী, কড়ির পাহাড়, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনীর গল্প।

১২.৩ গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটোদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায় ?
উত্তর :- সুনির্মল বসু রচিত ‘গল্পবুড়ো’ গল্পে গল্পবুড়ো শীতকালে ভোরে ‘রূপকথা চাই, রূপকথা-‘ বলে হাঁকতে থাকে। ছোটদের উদ্দেশ্যে সে বলে ঘুম ছেড়ে যদি ছোট্ট শিশুরা ওঠে তবে গল্পবুড়ো তার ঝোলায় থাকা দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ প্রভৃতি রূপকথার গল্প শোনাবে।

১২.৪ ‘রূপকথা’র কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে?
উত্তর :- সুনির্মল বসু রচিত ‘গল্পবুড়ো’ কবিতায় দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ প্রভৃতি রূপকথার বিষয় আছে ।

১২.৫ গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না ?
উত্তর :- সুনির্মল বসু রচিত ‘গল্পবুড়ো’ কবিতায়, যারা গল্পবুড়োর হাঁক শুনে ঘুম থেকে উঠে ছুটে আসবে না, গল্পবুড়ো তাদের গল্প শোনাবে না l

১৩. তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো।

উত্তর :- নিজে কর l

আরো পড়ুন

গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর | সুনির্মল বসু | Golpo Buro Kobita Question Answer | Class 5 | Wbbse

বুনো হাঁস প্রশ্ন উত্তর | লীলা মজুমদার | Buno Has Class 5 Question Answer | Wbbse

দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্ন উত্তর | Daroga Babu Ebong Habu Question Answer | Class 5 | Wbbse

এতোয়া মুন্ডার কাহিনী প্রশ্ন উত্তর | Etoya Mundar Kahini Question Answer | Class 5 | Wbbse

পাখির কাছে ফুলের কাছে প্রশ্ন উত্তর | আল মাহমুদ | Pakhir Kache Fuler Kache Kobita Question Answer | Class 5 | Wbbse

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment