হারিয়ে যাওয়ার নেই মানা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
উত্তর:
হারিয়ে যাওয়ার নেই মানা
মেঘের আড়ালে সূর্য হারিয়ে যায়, স্মৃতি হারিয়ে যায় বিস্মৃতির অতলে। কল্পনার সাতসাগর পেরিয়ে মানুষের হারিয়ে যাওয়াও চলতে থাকে অবিরত, নানাভাবে। সেই হারিয়ে যাওয়ায় ডাইনােসরের মত বিলুপ্তি নেই, রয়েছে ব্যক্তিমনের বিচিত্র চলাচল।
নগরজীবনের ব্যস্ততায় অবসন্ন মানুষ হারিয়ে যেতে চায় সমুদ্রের প্রমত্ত উল্লাসে কিংবা পাহাড়ের ধ্যানমগ্ন নির্জনতায়। তাজপুরের সমুদ্র সৈকত কিংবা ডুয়ার্সের অরণ্য অথবা মুন্সিয়ারির পাহাড় তাকে হাতছানি দিয়ে ডাকে। পেঙ্গং-এর জলে পা ডুবিয়ে অবসন্ন মানুষটি আসলে হৃদয় জুড়াতে চায়। কিন্তু এসবের সুযােগ যার নেই, দিন গেলে সামান্য রােজগারে যার সংসার। চালানােটাই কষ্টকর হারিয়ে যায় সেও শহরতলির কোনাে রেলস্টেশনে বসে চাদের আলােয় প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়া লাস্ট লােকালের ধুলাে গায়ে মেখে তার হারিয়ে যাওয়া দীর্ঘশ্বাসের গভীর থেকে স্বপ্নের মাণিক খুঁজে আনার জন্য। শারীরিকভাবে অথবা মানসিকভাবে হারিয়ে যাওয়ার জন্যই যেন মানুষ অপেক্ষা করে থাকে।
এর বাইরেও থাকে কত হারিয়ে যাওয়া। অসততার অন্ধগলিতে পথ হারায় আদর্শ, আদর্শহীনতায় হারিয়ে যায় চির-উন্নত যৌবন। যে যুবক হয়তাে স্বপ্ন দেখত সমাজ পরিবর্তনের বা সমাজ স্বপ্ন দেখত যাকে নিয়ে কুসংসর্গে পথ। হারায় সে। এ হারিয়ে যাওয়ার ক্ষতির মূল্য সীমাহীন। হারিয়ে যাওয়া যেন জীবন থেকে কখনও পালিয়ে যাওয়া না হয়। প্রকৃত হারিয়ে যাওয়া জীবনকে সঞ্জীবিত করার জন্য, ক্লান্তি থেকে প্রাণের সন্ধানে। এমনকি একজন কাজ-পাগল মানুষ আনন্দ খুঁজে নিতে পারে তার কাজের জগতে হারিয়ে গিয়ে।
হারিয়ে যাওয়াই নিশ্চিত করেছে পৃথিবীর যাবতীয় শিল্পসৃষ্টিকে। একজন শিল্পী হারিয়ে যান তার বিভােরতার মধ্যে, আর তখনই জন্ম হয় মহত্তম শিল্পকর্মের। কিন্তু নিতান্ত সাধারণ মানুষও তার ভালাে লাগার মুহূর্তে কল্পনাকে আশ্রয় করে মন হারিয়ে ফেলতে পারে। অবসরের মুহূর্তে মানুষ তার হারিয়ে যাওয়ার অবসর খুঁজে পায় সবথেকে বেশি করে। হারিয়ে যাওয়া তখন দৈনন্দিন জীবনের একঘেয়েমি আর গতানুগতিকতা থেকে এক বৈচিত্র্যের দেশে নিয়ে যায়। যেখানে মানসিক মুক্তির স্বাদ পাওয়া যায়।সব মিলিয়ে হারিয়ে যাওয়া কোনােভাবেই জীবন থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, জীবনকে আরও গভীরভাবে খুঁজে পাওয়া, জীবনের তাৎপর্যকে গভীরভাবে উপলদ্ধি করাই এই হারিয়ে যাওয়ার অর্থ।
আরো পড়ুন
বাংলার উৎসব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
শিক্ষাবিস্তারে গণমাধ্যম | মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
সর্বশিক্ষা অভিযান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
বিজ্ঞানসাধনায় ভারত – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
অবকাশযাপন | মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।