প্রশ্ন – হরপ্পা সভ্যতার বিস্তার সম্বন্ধে লেখাে। Class 6 | Marks – 5
সূচনা: প্রথমে মনে করা হত যে, কেবলমাত্র সিন্ধু উপত্যকাতেই হরপ্পা সভ্যতার বিকাশ ঘটেছিল। কিন্তু পরবর্তীকালের প্রত্নতাত্ত্বিক খোঁজের মধ্যে দিয়ে আরও বিস্তীর্ণ এলাকায় এই সভ্যতার বিকাশের সন্ধান মেলে। তবে এর বেশিরভাগ প্রত্নস্থলই বর্তমান পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত।
হরপ্পা সভ্যতার বিস্তার – হরপ্পা সভ্যতার বিস্তার সিন্ধু বা হরপ্পা সভ্যতা সিন্ধুতট ছাড়িয়ে পাঞ্জাব, গুজরাট, সৌরাষ্ট্র, রাজপুতানা, বেলুচিস্তানের মাকরান (সুতকাজেন-দোর) পর্যন্ত বিস্তৃত ছিল। পশ্চিম মাকরান উপকূলে সুতকাজেন-দোর থেকে পূর্বে দিল্লির নিকটস্থ আলমগিরপুর এবং উত্তরে জম্মু-সংলগ্ন মাণ্ড থেকে দক্ষিণে গােদাবরী উপত্যকার দৈমাবাদ পর্যন্ত সিন্ধু সভ্যতার ব্যাপ্তি ছিল। পণ্ডিতদের মতে, সমগ্র সিন্ধু সভ্যতার আয়তন ছিল প্রায় ১২ লক্ষ ৫০ হাজার বর্গকিমি। আয়তনের দিক থেকে এই সভ্যতা ছিল প্রাচীন মিশরীয়। সভ্যতার থেকে প্রায় ২০ গুণ বড়াে এবং এটি ছিল প্রাচীন বিশ্বের বৃহত্তম সভ্যতা।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।