HS History Suggestion 2024 PDF | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা HS History Suggestion 2024 PDF (উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪) নিয়ে এসেছি। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। আশা করি এখান থেকেই তোমরা পরীক্ষায় 95% কমন পেয়ে যাবে।

HS History Suggestion 2024 PDF | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

২০২৪ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় যাতে তোমরা ভালো ফল লাভ করতে পারো, সেই জন্য আমরা এখানে উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ প্রকাশ করলাম। এখানে ১ ও ৮ মার্কের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি এই 2024 Higher Secondary History Suggestion টি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। ধন্যবাদ

HS History Suggestion 2024

উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪


HS History Suggestion 2024 PDF

প্রথম অধ্যায় – অতীত স্মরণ

1) আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো? *** 

1) বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কে? 
উত্তর: থুকিডিডিস।

2) একাত্তরের ডায়েরি নামক স্মৃতি কথার রচয়িতা কে? 
উত্তর: সুফিয়া কামাল।

3) জীবনের জলসাঘর কার আত্মজীবনী?
উত্তর: মান্না দে

4) সব ইতিহাস সমকালীন ইতিহাস উক্তিটি কার? 
উত্তর: ক্রচের

5) রাজতরঙ্গিনী রচনা করেন কে?
উত্তর: কলহন

দ্বিতীয় অধ্যায় – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার

1) ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধান এর প্রভাব গুলি লেখ। *** 

2) উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন – লেনিন এর তত্ত্ব আলোচনা করো।* * * 

3) সাম্রাজ্যবাদ বলতে কি বোঝ? সম্রাজ্যবাদ উদ্ভবের কারণ গুলি আলোচনা করো।

1) নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
উত্তর: আমেরিগো ভেসপুচি

2) মার্কেনটাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? 
উত্তর: অ্যাডাম স্মিথ

3) Wealth of nations গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: অ্যাডাম স্মিথ

4) ভাস্কোদাগামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? 
উত্তর: কালিকট বন্দর

5) মসলা দ্বীপ বলা হয় কোন দেশকে? 
উত্তর: ইন্দোনেশিয়া

তৃতীয় অধ্যায় – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি

1) চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝো? চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলি পরিচয় দাও।

2) অবশিল্পায়ন বলতে কী বোঝো? উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের সম্পর্কে আলোচনা করো। ***

1) বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: মুর্শিদকুলি খাঁ

2) ফারুকশিয়ারের ফরমান জারি হয় কত সালে?
উত্তর: 1717 সাল

3) কলকাতায় প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে? 
উত্তর: স্যার এলিজা ইম্পে

4) বাংলায় দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান কে? 
উত্তর: ওয়ারেন হেস্টিং

5) ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তক কে ছিলেন? 
উত্তর: লর্ড কর্নওয়ালিস

চতুর্থ অধ্যায় – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া

1) চীনের ৪ঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো? * * *

1) ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: 1800 সালে

2) বর্তমান ভারত রচনা কে করেন?
উত্তর: স্বামী বিবেকানন্দ

3) তিন আইন পাস হয়েছিল কত সালে?
উত্তর: 1872 সালে

4) চীনে চৌঠা মে আন্দোলন হয়েছিল কত সালে?
উত্তর: 1919 সাল

5) সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রবর্তন করেন কে?
উত্তর: ম্যাকডোনাল্ড

পঞ্চম অধ্যায় – ঔপনিবেশিক ভারতের শাসন

1) 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।** 

2) জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের পটভূমি আলোচনা করো। এই ঘটনার গুরুত্ব আলোচনা করো।* * *

1) লন্ডনে মোট গোলটেবিল বৈঠক হয় কতগুলি? 
উত্তর: 3 টি

2 ) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?
উত্তর: 1920 সাল

3) মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়?
উত্তর: লাহোর অধিবেশনে

4) ভারতবর্ষের দ্বিজাতি তমের উদ্ভাবক কে?
উত্তর: স্যার সৈয়দ আহমেদ খান

(5) শিমলা দৈত্য কার নেতৃত্বে হয়েছিল?
উত্তর: আগা খা

ষষ্ঠ অধ্যায় – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ

1) 1942 এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো সম্পর্কে যা জানো লেখ।

1) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের ভাইসরয় বড়োলাট কে ছিলেন? [H.S. 2022 )
উত্তর: লিনলিথগো

2) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর: রুজভেল্ট

3) ক্রিপস মিশন যখন ভারতে আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? [H.S. 2017 ]
উত্তর: উইনস্টন চার্চিল

4) কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধিবুড়ি’ নামেপরিচিত? [H.S. 2020 ]
উত্তর: মাতঙ্গিনি হাজরা

5) ত্রিপুরী কংগ্রেসে সুভাষ চন্দ্রের প্রতিদ্বন্দ্বী ছিলেন। [H.S. 2018 ] 
উত্তর: পট্টভি সীতারামাইয়া

6) ত্রিপুরী কংগ্রেসে কে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ( H. S. 2019]
উত্তর: সুভাষচন্দ্র বসু

7) ইন্ডিয়ান ইনডিপেনডেন্স লিগের সভাপতি কে ছিলেন?
উত্তর: রাসবিহারী বসু

৪) আজাদ হিন্দ সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: সিঙ্গাপুর -এ. 1942 খ্রিস্টাব্দে

9) আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম যে শহর দখল করে। [ H. S. 2022 ]
উত্তর: কোহিমা

10) নেতাজি সুভাষচন্দ্র শহিদ ও স্বরাজ নাম দেন যে দু’টি শহরের- [H.S.-2023]
উত্তর: আন্দামান ও নিকোবর

সপ্তম অধ্যায় – ঠাণ্ডা লড়াইয়ের যুগ

1) কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কি জানো। এর গুরুত্ব কী ছিল ? * * 

1) ফুলটন বক্তৃতা কে প্রদান করেন? [H.S. 2018 2020]
উত্তর: চার্চিল

2) মার্শাল প্ল্যান কবে ঘোষিত হয়েছিল? [H.S. 2020 ]
উত্তর: 1947 খ্রিস্টাব্দে

3) সোভিয়েতবিরোধী যে জোট গঠিত হয়েছিল, তা হলো- (H.S.2016)
উত্তর: ন্যাটো

4) উত্তর আটলান্টিক সামরিক জোট (WTO) করে গঠিত হয়েছিল? [HS – 2015. 2017. 2019] 
উত্তর: 1949 খ্রিস্টাব্দে

5) পেরেস্ত্রৈকার প্রবর্তক কে ছিলেন? [11.S-2016]
উত্তর: গর্বাচভ

6) ইয়াল্টা সম্মেলন কবে হয়েছিল? [H.S. 2015]
উত্তর: 1945 খ্রিস্টাব্দে

7) বার্লিন অবরোধকারী দেশ হলো।  [MH.S. 2019]
উত্তর: রাশিয়া

8) লুমুম্বা কে ছিলেন? [ HS 2018 2020 ] 
উত্তর: কঙ্গোর প্রধানমন্ত্রী

9) জেনারেল নেওইব কোন দেশের সেনানায়ক ছিলেন?
উত্তর: মিশর

10) সুয়েজখাল জাতীয়করণ করেন। [H.S. 2018]
উত্তর: নাসের

অষ্টম অধ্যায় – অব–উপনিবেশীকরণ

1) স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। ***

2) সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। সার্ক এর উদ্দেশ্য কি ছিল। **

1) প্যাট্রিক বৃদ্ধা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। [W.S. 2018 2020 ]
উত্তর: কঙ্গো

2) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি কে?
উত্তর: ইয়াহিয়া খান

3) ভারতীয় সংবিধান কার্যকর হয়- [ H. S. 2018] 
উত্তর: 1950 খ্রিস্টাব্দে

4) ভারতের পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে?
উত্তর: জওহরলাল নেহরু

5) মহলানবিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন ? [H.S-2016]
উত্তর: দ্বিতীয়

6) সার্কের প্রধান কর্মকেন্দ্র সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: কাঠমান্ডু

7) সুকর্ন কোন দেশের জাতীয়তাবাদী নেতা ছিলেন?
উত্তর: ইন্দোনেশিয়ার

8) স্বাধীন ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের জন্ম হয়।
উত্তর: 1950 খ্রিস্টাব্দে

9) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন।
উত্তর:  মাউন্টব্যাটেন

PDF Link

152 KB

HS History Suggestion 2024 PDF | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

HS Education Suggestion 2024 PDF | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২৪

HS Sociology Suggestion 2024 | উচ্চমাধ্যমিক সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪

HS Political Science Suggestion 2024 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “HS History Suggestion 2024 PDF | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪”

Leave a Comment