I Will Go With My Father A-ploughing | Joseph Campbell | Class 6 | Bengali Meaning | Questions and Answers will be discussed here. এই আর্টিকেলে আমরা Class 6 English Textbook থেকে I Will Go With My Father A-ploughing Class 6 Questions and Answers, Bengali Meaning নিয়ে এসেছি। Class VI English Textbook এর অন্যান্য সমস্ত Lesson -এর Bengali Translation, Questions and Answers পেতে এই লিঙ্কে ক্লিক করো।
I Will Go With My Father A-ploughing
Joseph Campbell
About the Poet:
Joseph John Campbell (1879—1944) was a famous Irish poet and lyricist. He was born in Belfast in an Irish family. His literary activities began with songs. In 1905 he moved to London. His famous poems include At Harvest, On Waking, The Blind Man at the Fair, The Old Woman etc.
জোসেফ জন ক্যাম্পবেল (১৮৭৯-১৯৪৪) একজন বিখ্যাত আইরিশ কবি ও গীতিকার ছিলেন। তিনি বেলফাস্টে একটি আইরিশ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর সাহিত্য কার্যক্রম শুরু হয়েছিল গান দিয়ে। ১৯০৫ সালে তিনি লন্ডনে চলে যান। তাঁর বিখ্যাত কবিতাগুলির মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে এট হারভেস্ট, অন ওয়াকিং, দ্য ব্লাইন্ড ম্যান এট দ্য ফেয়ার, দ্য ওল্ড ওম্যান ইত্যাদি।
I Will Go With My Father A-ploughing Bengali Meaning
I will go with my father a-ploughing
আমি বাবার সাথে যাব চাষের কাজে
To the green field by the sea,
সমুদ্রের ধারে সবুজ মাঠে,
And the rooks and the crows and the seagull
আর রুক, কাক এবং সিগল পাখিরা
Will come flocking after me.
আমার পিছনে ঘুরে বেড়াবে।
I will sing to the patient horses
আমি ধীর ঘোড়াগুলিতে গান করব
With the lark in the while of the air,
বাতাসের সময় লার্ক সাথে সাথে,
And my father will sing the plough-song
আর আমার বাবা লাঙ্গল-গান গাইবেন
That blesses the cleaving share.
এটি বিভাজন ভাগকে আশীর্বাদ করে।
I will go with my father a-sowing
আমি বাবার সাথে বীজ বপন করব
To the red field by the sea,
সমুদ্রের ধারে লাল মাঠে,
And the rooks and the crows and the starlings
আর রুক, কাক এবং সীগূল পাখিরা
Will come blocking after me.
আমার পরে দল বেধে আসবে।
I will sing to the striding sowers
আমি অবিচ্ছিন্ন বপনকারীদের কাছে গান করব।
With the finch on the greening slow,
সবুজ রঙের ফিঞ্চ পাখিটির সাথে সাথে,
And my father will sing the seed-song
আর আমার বাবা বীজ-গানটি গাইবেন
That only the wise men know.
কেবল জ্ঞানী লোকেরা তা জানে।
I will go with my father a-reaping
আমি বাবার সাথে ফসল কাটব
To the brown field by the sea,
সমুদ্রের ধারে বাদামী মাঠে,
And the geese and the crows and the children
এবং রাজহংসী এবং কাক এবং শিশুরা
Will come blocking after me.
আমার পরে দল বেধে আসবে।
I will sing to the tan-faced reapers
আমি তামাটে রঙের মুখ ওয়ালা ফসল কাটুরে দের গান করব
With the wren in the heat of the sun,
রেন পাখির সঙ্গে সূর্যের উত্তাপে মধ্যে,
And my father will sing the scythe-song
আর আমার বাবা কাস্তের গান করবেন
That joys for the harvest done.
যেটা ফসল কাটার জন্য যে আনন্দ দেবে।
Activity 1
Choose the correct from the given alternative and fill in the blanks:
(a) The child will go with father to the ____________ for ploughing. (field/sea/hills)
(b) The child will sing to the horses along with the _______. (lark/wren/gull)
(c) The father sings the seed-song while ________. (reaping/sowing/harvesting)
(d) Reaping will be done by the father when the field is _____.(red/brown/green)
Ans:-
(a) field
(b) lark
(c) sowing
(d) brown
Activity 2
Complete the following sentences with information from the text:
(a) ________________________ will come flocking after the child.
(b) The plough song will _____________________________.
(c) The child will go ____________________ for sowing.
(d) The reapers are tan-faced because _______________.
Ans:-
(a) Rooks, crown and seagull.
(b) bless the cleaving share.
(c) with his father to the field.
(d) they work under the heat of the sun.
Activity 3
Answer the following question:
Why will the father and the child sing while ploughing, sowing and reaping?
Ans:-
The father and the child will sing while ploughing, sowing and reaping because all the natural objects are brimming with a joy at this auspicious moment.
Names of birds | Actions |
(a) | Flocking |
(b) | Blocking |
(c) | Singing |
Ans:-
(a) Rooks, crown seagull
(b) Rooks, crown, starlings
(c) Lark, finch and wren
Activity 5
Answer the following question in complete sentence:
(a) What are the three stages of farming ?
Ans:-
The three stages of farming are ploughing, sowing, and harvesting or reaping.
(b) What are the different colours of the field at different stages of farming ?
Ans:-
The three different colours of the field are green, red and brown.
(c) What song do the wise men know?
Ans:-
The wisemen known the seed-song that their father sings.
(d) At what stage of farming is the scythe required ?
Ans:-
At the stage of reaping the crops, scythe is required.
Read Also
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।