Class 12 Class 12 Philosophy ইউলারের বৃত্তের মাধ্যমে নিরপেক্ষ বচনগুলির ব্যাপ্যতাকে কীভাবে নির্দেশ করা যায়?

ইউলারের বৃত্তের মাধ্যমে নিরপেক্ষ বচনগুলির ব্যাপ্যতাকে কীভাবে নির্দেশ করা যায়?

ইউলারের বৃত্তের মাধ্যমে নিরপেক্ষ বচনগুলির ব্যাপ্যতাকে কীভাবে নির্দেশ করা যায়? Class 12 | Philosophy (বচন) 8 Marks

উত্তর:-

ইউলারের বৃত্তের মাধ্যমে নিরপেক্ষ বচনগুলির ব্যাপ্যতা নির্দেশ 

অষ্টাদশ শতাব্দীর প্রখ্যাত সুইস তর্কবিদ ইউলার (Euler) নিরপেক্ষ বচনগুলির ব্যাপ্যতাকে কয়েকটি বৃত্তের উপস্থাপনার মাধ্যমে আরও সহজ করে বুঝিয়েছেন। 

[1] A-বচন শুধুমাত্র উদ্দেশ্য তথা S-কে ব্যাপ্য করে, বিধেয় তথা P-কে করে না, তা তিনি নীচের চিত্রটি দ্বারা বুঝিয়েছেন। এখানে S তথা উদ্দেশ্য পদের পরিপূর্ণ ব্যাক্তার্থকে এবং P তথা বিধেয় পদের আংশিক ব্যাক্তার্থকে সূচিত করা হয়েছে। এর ফলে উদ্দেশ্য তথা S পদটি ব্যাপ্য, কিন্তু বিধেয় তথা P পদটি অব্যাপ্য হয়েছে।

[2] E বচন যে উদ্দেশ্য (S) এবং বিধেয় (P) এই উভয় পদকেই ব্যাপ্য করে, তা, বােঝাবার জন্য ইউলার নীচের চিত্রটি তুলে ধরেছেন। এখানে দেখানাে হয়েছে, S এবং P শ্রেণি দুটির সম্পূর্ণ ব্যাক্তার্থকে উল্লেখ করা হয়েছে এবং এও দেখানাে হয়েছে যে কেউ কারাের সঙ্গে সম্পর্কিত নয়।

[3] I-বচন উদ্দেশ্য (S) এবং বিধেয় (P) কোনাে পদকেই ব্যাপ্য করে না, তা বােঝাবার জন্য ইউলার নীচের চিত্রটি উপস্থাপন করেছেন। এখানে দেখানাে হয়েছে, S তথা উদ্দেশ্য এবং P তথা বিধেয় শ্রেণির কোনােটিরই সম্পূর্ণ ব্যাক্তার্থকে নির্দেশ করা হয়নি। সেকারণেই এখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য নয়। 

[4] O-বচন যে, শুধুমাত্র বিধেয় পদ (P)-কে ব্যাপ্য করে, উদ্দেশ্য পদ (S)-কে করে না, তা বােঝাবার জন্য ইউলার নীচের চিত্রটি অঙ্কন করেছেন। এখানে চিত্রটিতে বিধেয় (P) পদটির সম্পূর্ণ ব্যাক্তার্থকে দেখানাে হলেও উদ্দেশ্য (S) পদটির সম্পূর্ণ ব্যাক্তার্থকে না দেখিয়ে আংশিক ব্যাক্তার্থকে দেখানাে হয়েছে। সুতরাং, উদ্দেশ্য পদটি ব্যাপ্য না হলেও বিধেয় পদটি ব্যাপ্য হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment