দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Physical Science ঝড় কীভাবে সৃষ্টি হয়?

ঝড় কীভাবে সৃষ্টি হয়?

ঝড় কীভাবে সৃষ্টি হয়? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কোনাে কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন কোনাে অঞ্চলের বায়ু অধিক উত্তপ্ত হলে ওই অঞলের বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায়। ফলে ওই অঞ্চলের বায়ুমণ্ডলে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন আশেপাশের উচ্চচাপ অঞ্চলের বায়ু ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। বায়ুচাপের পার্থক্য যত বেশি হয়, বায়ুচাপ সমান করার জন্য আশেপাশের উচচ্চাপ অঞ্চল থেকে বায়ু তত বেশি গতিবেগে ওই অঞ্চলের দিকে ছুটে আসে। এভাবে ঝড়ের সৃষ্টি হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “ঝড় কীভাবে সৃষ্টি হয়?”

Leave a Comment