জলপথ ও আকাশপথের মধ্যে পার্থক্য লেখাে।

জলপথ ও আকাশপথের মধ্যে পার্থক্য লেখাে।    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

জলপথ ও আকাশপথের মধ্যে পার্থক্য : জলপথ ও আকাশপথের মধ্যে পার্থক্যগুলি হল —

বিষয়জলপথআকাশপথ
নির্মাণ ব্যয়জলপথ নির্মাণে ব্যয় নেই কিন্তু বন্দর নির্মাণে খরচ যথেষ্ট। আকাশপথ নির্মাণে ব্যয়। নেই কিন্তু বিমানবন্দর নির্মাণ ব্যয় বহুল। 
গতিপরিবহণ মাধ্যমের মধ্যে সবচেয়ে ধীর গতির।পরিবহণ মাধ্যমের মধ্যে সবচেয়ে দ্রুত গতির। 
পরিবহণের প্রকৃতিসর্বাধিক ভারী দ্রব্য, জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। সবচেয়ে দামি, হালকা ও পচনশীল দ্রব্য বাহিত হয়।
পরিবহণের ব্যয় সব ধরনের পরিবহণের মধ্যে জলপথে পরিবহণ ব্যয় সবচেয়ে কমসব ধরনের পরিবহণের মধ্যে আকাশপথে পরিবহণ ব্যয় সবচেয়ে বেশি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment