জলপথ ও আকাশপথের মধ্যে পার্থক্য লেখাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
জলপথ ও আকাশপথের মধ্যে পার্থক্য : জলপথ ও আকাশপথের মধ্যে পার্থক্যগুলি হল —
বিষয় | জলপথ | আকাশপথ |
নির্মাণ ব্যয় | জলপথ নির্মাণে ব্যয় নেই কিন্তু বন্দর নির্মাণে খরচ যথেষ্ট। | আকাশপথ নির্মাণে ব্যয়। নেই কিন্তু বিমানবন্দর নির্মাণ ব্যয় বহুল। |
গতি | পরিবহণ মাধ্যমের মধ্যে সবচেয়ে ধীর গতির। | পরিবহণ মাধ্যমের মধ্যে সবচেয়ে দ্রুত গতির। |
পরিবহণের প্রকৃতি | সর্বাধিক ভারী দ্রব্য, জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। | সবচেয়ে দামি, হালকা ও পচনশীল দ্রব্য বাহিত হয়। |
পরিবহণের ব্যয় | সব ধরনের পরিবহণের মধ্যে জলপথে পরিবহণ ব্যয় সবচেয়ে কম | সব ধরনের পরিবহণের মধ্যে আকাশপথে পরিবহণ ব্যয় সবচেয়ে বেশি। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।