কেরালার মালাবার অঞ্জলের ‘মােপলা বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখাে। 4 Marks/Class 10
উত্তর:–
ভূমিকা : ১৯২১ খ্রিস্টাব্দে মালাবারের মুসলিম কৃষক সম্প্রদায় মােপলারা জমিদার শ্রেণির সামন্ততান্ত্রিক শােষণের বিরুদ্ধে এক সংগঠিত পৃথক আন্দোলন গড়ে তােলে—যা ‘মােপলা বিদ্রোহ’ নামে পরিচিত।
বিদ্রোহের ব্যাপকতা : খিলাফতের প্রভাবে মালাবারের চির-অস্থির মােপলারা খিলাফত শব্দটিকে জমিদার-বিরােধী বিদ্রোহের প্রতীক রূপে গ্রহণ করে। মােপলাদের আক্রমণে বহু জমিদার বাড়ি, থানা, সরকারি দপ্তর আক্রান্ত হয় এবং এই অঞ্চল থেকে সাময়িকভাবে ব্রিটিশ শাসনের উচ্ছেদ ঘটে মালাবারের বহু স্থানে খিলাফতি সাধারণতন্ত্র স্থাপিত হয়। ইয়াকুব হাসান, আলি মুসলিয়ার ছিলেন এই বিদ্রোহের উল্লেখযােগ্য নেতা।
বিদ্রোহের চরিত্র : মােপলা বিদ্রোহ মূলত কৃষক বিদ্রোহ হলেও মালাবার অঞ্চলের অধিকাংশ জমিদারই জাতিতে হিন্দু হওয়ার ফলে ক্রমে এই বিদ্রোহ সাম্প্রদায়িক রূপ নেয়। প্রায় ৬০০ হিন্দু নিহত হয় এবং ২৫০০ হিন্দুকে বলপূর্বক ধর্মান্তরকরণ করা হয়। মােপলা নেতা। বুন মহম্মদ শত চেষ্টা করেও এই প্রবণতা দূর করতে পারেননি।
ব্যর্থতা : সরকার সামরিক আইন জারি করে মােপলা বিদ্রোহ দমন করে। প্রায় ২৩৩৭ জন মােপলা নিহত হয়।
উপসংহার : খিলাফত ও কংগ্রেসের নেতাদের কাছ থেকেই মােপলা বিদ্রোহের প্রাথমিক প্রেরণা আসলেও মােপলা বিদ্রোহ পরবর্তীতে সাম্প্রদায়িক রূপ ধারণ করলে কংগ্রেস ও খিলাফতরা আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।